
কোন কিছু কাজ করার আগেই আপনার মনে হতে পারে এই কাজ করা ঠিক নয়। কিংবা সর্বক্ষণ মনের মধ্যে সন্দেহ, উদ্বেগের জেরে কাজ পণ্ড হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এমন নেগেটিভ চিন্তাভাবনাই জীবন আরও জটিল হয়ে যায়। নিজের সম্পর্কে ও অন্যদের সম্পর্কেও ভুল ধারণা, চিন্তা করাও একসময় মারাত্মক আকার ধারণ করে। মনের মধ্যে নেগেটিভ চিন্তাধারা প্রবল হলে মাথাও একসময় কাজ করা বন্ধ হয়ে যায়। সব কাজেই অসফল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। গ্রহের ফেরে এমন ঘটনা বারবার ঘটতে পারে। তবে জীবনে যদি পজিটিভ ভাইবস আনতে চান তাহলে জ্যোতিষমতে কিছু প্রতিকার মেনে চলতে পারেন। কোন কোন গ্রহের প্রভাবে এমনটা হচ্ছে তাও বুঝে নিন এখানে…
১. বারবার নিজের সম্পর্কে ভুল বলা ও নিজের প্রতি নেতিবাচক কথা বলা এড়িয়ে চলা প্রয়োজন। যখন আমাদের নিজের প্রতি নেতিবাচক চিন্তাধারা প্রবল হতে থাকে, তখন এই পরিস্থিতিতে সূর্যদেব ও গ্রহকে দোষারোপ করা হয়। সময়ের সঙ্গে নানা অন্যায় ঘটতে শুরু করে। এই পরিস্থিতি বদলাতে সূর্য দর্শন করা উচিত। সকালে সূর্যের আলোতে কিছু সময় কাটানো উচিত। এই প্রতিকারের মধ্যেই দারুণ লাভবান হতে পারে ও নিজের প্রতি নেগেটিভিটি সরে যায়।
২. সময়, সম্পর্ক, কাজ, ব্যবসা, পড়াশোনা, স্বাস্থ্য সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎ করেই মনের মধ্যে কোনও অপ্রীতিকর জিনিস নিয়ে আতঙ্ক শুরু হতে পারে। শুধু তাই নয়, ভবিষ্যতেও এক অজানা ভয় গ্রাস করে। এই আশঙ্কা বা ভয় আসলে দুর্ভাগ্যের শিকার হতে পারে। মনে আশঙ্কা বা ভয় গ্রাস করলে চন্দ্র অসন্তুষ্ট হয় বলে মনে করা হয়। এর জেরে জীবনে নানা দিক থেকে পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করতে পারেন। এই পরিস্থিতি এড়াতে, চিন্তাভাবনায় সংযত আনুন। নেতিবাচক চিন্তা আসে তখন ভগবান শিবের কাছে প্রার্থনা করুন।
৩. যখন কোনও বিশেষ ব্যক্তির সম্পর্কে মনের মধ্যে কোনও ধারণা তৈরি হয়ে যায়, তাকে নিয়েই শুধু নেতিবাচক চিন্তা চলে আসে, তখন সতর্ক হওয়া দরকার। বুধের প্রভাবে এমনটা ঘটতে থাকে। এই পরিস্থিতিতে ভগবান গণপতির ধ্যান করতে পারেন। বারবার সেই ব্যক্তির সম্পর্কে ইতিবাচক চিন্তা করতে শুরু করুন।
৪. আপনি যখন কারওর ব্যাপারে বাজে ভাবনাচিন্তা করেন বা খারাপ কথাও শোনেন, তখন হতে পারে আপনি বৃহস্পতি গ্রহ দ্বারা প্রভাবিত হয়েছেন। ধীরে ধীরে বাড়িতে, পরিবারে, বন্ধুদের মধ্যে এবং সমাজের প্রতিও ইতিবাচক প্রভাব শেষ হয়। মানুষ আপনার থেকে দূরে সরে যেতে শুরু করে। কারও অমঙ্গল করা এড়িয়ে চলুন। প্রতিকার হিসেবে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করুন।
৫.অনেকবার রাগ করে কাউকে দোষারোপ করেছেন, তারপর বুঝতে পেরেছেন যে ভুল হয়েছে। তাই ভুল করেও কারওর চরিত্রে দোষারোপ করবেন না ও ভুল কথা বলবেন না, তা পরিবারের সদস্য হোক বা অন্য কেউ, এমনটা করলে শুক্র গ্রহ প্রভাবিত হয়। যার কারণে জীবনের ধন-সম্মান শেষ হয়ে যেতে পারে। ভুল করেও যদি এমন হয়ে থাকে, তাহলে দেবী দুর্গার কাছে ক্ষমা প্রার্থনা করে দুর্গার স্তব করুন।