Astrology Tips: হিরে পরেন? সঠিক নিয়ম মানেন তো, নাহলেই এই সব রাশির হতে পারে বড় বিপদ
Astrology Tips: হিরে ধারণ করলে সৌন্দর্য্য এবং সৌভাগ্য দুই বৃদ্ধি পায়। তবে মনে রাখবেন সঠিক নিয়ম না মানলে কিন্তু হতে পারে হিতে বিপরীত। কোন রাশির হিরে ধারণ করার সময় কোন সতর্কতা অবলম্বন করা উচিত?

কথায় বলে হিরের টুকরো ছেলে। গয়না হিসাবে এই ধাতুর কোনও তুলনা নেই। তেমনই রত্ন হিসাবেও মহামূল্যবান হিরে। জ্যোতিষবিদদের মতে রাশি অনুসারে সঠিক নিয়ম মেনে হিরে ধারণ করলে সৌন্দর্য্য এবং সৌভাগ্য দুই বৃদ্ধি পায়। তবে মনে রাখবেন সঠিক নিয়ম না মানলে কিন্তু হতে পারে হিতে বিপরীত। কোন রাশির হিরে ধারণ করার সময় কোন সতর্কতা অবলম্বন করা উচিত? জেনে নিন এই প্রতিবেদনে।
১। মীন, কর্কট এবং বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কখনও হিরে ধারণ করা উচিত নয়। রাশির বিরুদ্ধে গিয়ে কোনও রত্ন এবং ধাতু পরা উচিত নয়। এই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষীর পরামর্শ নিতে হবে।
২। হিরে ধারণ করার আগে অবশ্যই কাঁচা দুধ এবং গঙ্গাজলে ভিজিয়ে রাখুন। এর পর সেটি মা লক্ষ্মীর চরণে ছুঁইয়ে শোধন করে তবেই ধারণ করুন।
৩। বৃষ, মিথুন, কন্যা, তুলা এবং কুম্ভ রাশির জাতক-জাতিকারা হিরে ধারণ করতে পারেন। এই সকল রাশির ব্যক্তি হিরে ধারণ করে জীবনে প্রচুর উন্নতি করতে পারবেন।
৪। হিরে কেনার সময় অবশ্যই তার স্বচ্ছতা, রং, কাটিং এবং ক্যারেট পরখ করে নিতে হবে।
৫। সোনা এবং প্ল্যাটিনাম ধাতুর সঙ্গে হিরে পরা শুভ। এই ক্ষেত্রেও ব্যক্তিত্ব অনুযায়ী জ্যোতিষীর পরামর্শ নিয়ে তবেই হিরের জন্য ধাতু বেছে নিন।
৬। হিরে পরার সঠিক বয়স হল ২১ থেকে ৫০ বছর। যে কোনও বয়সে হিরে পরতে নেই।
৭। হিরে ধারণ করার পর শুক্র গ্রহের মন্ত্র জপ করলে জীবনে উন্নতি হয়।





