
তুলসী হিন্দু ধর্ম অনুসারে অত্যন্ত পবিত্র এক গাছ। আবার আয়ুর্বেদ শাস্ত্রেও এর কদর কম নয়। বিশ্বাস বাড়িতে তুলসী গাছ বসালে শুধু পরিবেশই বিশুদ্ধ হয় না, বরং আধ্যাত্মিক, স্বাস্থ্য ও বাস্তু-দিক থেকেও বহু উপকার মেলে। তবে কিনে বসিয়ে দিলেই কিন্তু হল না। তুলসী গাছ বাড়িতে বসাতে গেলে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মানাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। না হলে সুফলের পরিবর্তে কুপ্রভাবও পড়তে পারে আপনার জীবনে। কী কী নিয়ম মানাটা জরুরি?
তুলসী গাছ বসানোর নিয়ম ও দিকনির্দেশ –
১। উত্তর-পূর্ব বা পূর্ব দিকে স্থাপন করুন – বাস্তু শাস্ত্র অনুযায়ী তুলসী গাছ বসানো উচিত ঈশান কোণে (উত্তর-পূর্ব ) বা পূর্ব দিকে। এতে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ বাড়ে। পরিবারের কল্যাণ হয়।
২। মাটির টব ব্যবহার করুন – তুলসী গাছ বসানোর জন্য মাটির টব বা ছোট উঁচু ইটের বেদি সবচেয়ে উপযুক্ত। এতে গাছের শিকড়ে হাওয়া চলাচল করতে পারে। গাছ বাড়ে সহজে।
৩। প্রতিদিন পুজো করাও এবং জল দেওয়া বাধ্যতামূলক – তুলসী গাছকে হিন্দু ধর্মে দেবী রূপে পুজো করা হয়। তাই প্রতিদিন সকালবেলা তুলসী গাছে জল দেওয়া, প্রদীপ জ্বালানো ও ধূপকাঠি দেওয়া শুভ বলে মনে করা হয়।
৪। শনিবার ও একাদশীতে তুলসী ছোঁবেন না – প্রচলিত বিশ্বাস অনুযায়ী, শনিবার ও একাদশী তিথিতে তুলসী গাছ স্পর্শ করা উচিত নয়। এই দিনগুলিতে শুধুই পুজো করতে পারেন, পাতা ছেঁড়ার নিয়ম নেই।
৫। তুলসী গাছের নিচে আবর্জনা বা জুতো রাখবেন না – তুলসী গাছ দেবতুল্য। তাই এর চারপাশে সবসময় পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং কখনও গাছের কাছে জুতো বা আবর্জনা রাখবেন না।
৬। রাতের বেলা জল দেওয়া উচিত নয় – সূর্যাস্তের পর তুলসী গাছে জল দেওয়া নিষেধ। এতে গাছের ক্ষতি হয় এবং বাস্তু দোষ বাড়ে বলে বিশ্বাস করা হয়।
৭। গাছ শুকিয়ে গেলে তৎক্ষণাৎ নতুন গাছ বসান – তুলসী গাছ শুকিয়ে গেলে সেটা ফেলে না রেখে কোনও নদীতে বিসর্জন দিন। দ্রুত নতুন তুলসী গাছ বসান।
সঠিক নিয়ম মেনে তুলসী গাছ রোপণ ও পুজো করলে বাড়িতে শান্তি, সৌভাগ্য ও সুস্বাস্থ্য বজায় থাকে।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।