
হিন্দু ধর্মের অন্যতম প্রধান উৎসব জন্মাষ্টমী। শ্রীকৃষ্ণের জন্মতিথি। বিশ্বাস শ্রীকৃষ্ণ হলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার। সারা ভারতে এই উৎসব আনন্দের সঙ্গে পালন করা হয়, বিশেষ করে কৃষ্ণভক্তদের মধ্যে বিশেষ এই দিনে মাহাত্ম্য অনেক। এই বছর কখন শুরু জন্মাষ্টমী? কখন শেষ হবে? পুজো করার শুভ সময় কখন?
অষ্টমী তিথি শুরু হচ্ছে ১৫ আগস্ট রাত ১১:৫০ মিনিটে। অষ্টমী তিথি শেষ ১৬ আগস্ট রাত ৯:৩৫ মিনিটে।
যদিও অনেকেই ১৫ আগস্ট রাতে উদয় তিথি দেখে জন্মাষ্টমী পালন করেন, তবে মূল পুজো ও উদযাপন হবে ১৬ আগস্ট রাতে, কারণ শ্রীকৃষ্ণ জন্মেছিলেন মধ্যরাতে।
জন্মাষ্টমী কীভাবে উদযাপন করবেন?
১। বাড়ি পরিষ্কার করুন এবং পূজার ঘর ফুল ও আলো দিয়ে সাজান।
২। একটি ছোট শিশু কৃষ্ণের মূর্তি বা ছবি সুসজ্জিত দোলনায় স্থাপন করুন।
৩। কৃষ্ণের পছন্দসই খাবার যেমন ফল, মাখন, মিছরি নিবেদন করুন।
৪। ভজন বা ভক্তিগীতি গেয়ে কৃষ্ণের নাম জপ করুন।
৫। মধ্যরাতে দোলনায় রাখা কৃষ্ণকে দোল দিন এবং আরতি করুন।
অনেকেই এই দিনে উপোস করেন এবং মধ্যরাতে পুজোর পর প্রসাদ গ্রহণ করেন।
জন্মাষ্টমী ব্রতের দিন ভক্তরা উপোস করে শুচিব্রত পালন করে থাকেন। সকালে ঘর পরিষ্কার করে পুজোস্থল সাজানো হয় ফুল, আলো ও তুলসীপাতা দিয়ে। এরপর একটি সুসজ্জিত দোলনায় শিশু কৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করা হয়। সারাদিন ফলাহার বা জল ছাড়া উপোস রাখতে পারলে ভাল। কৃষ্ণের পছন্দসই মাখন, মিছরি, দুধ ও তুলসীপাতা দিয়ে নৈবেদ্য দেওয়া হয়।