AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ram Mandir: ৪৮ ঘণ্টার জন্য বন্ধ থাকতে চলেছে রাম মন্দির, নেপথ্যে কোন কারণ জানেন?

আবার সাজো সাজো রব অযোধ্যার রাম মন্দিরে (Ram Mandir)। জোর কদমে চলছে প্রস্তুতি। এইসবের মাঝে জানা গিয়েছে, কয়েকটা দিন পরই ৪৮ ঘণ্টার জন্য রাম মন্দিরে রামলালার দর্শন বন্ধ থাকবে। কেন এমনটা হবে জানেন?

Ram Mandir: ৪৮ ঘণ্টার জন্য বন্ধ থাকতে চলেছে রাম মন্দির, নেপথ্যে কোন কারণ জানেন?
৪৮ ঘণ্টার জন্য বন্ধ থাকতে চলেছে রাম মন্দির, নেপথ্যে কোন কারণ জানেন?Image Credit: PTI
| Updated on: Nov 13, 2025 | 8:25 PM
Share

আবার সাজো সাজো রব অযোধ্যার রাম মন্দিরে (Ram Mandir)। জোর কদমে চলছে প্রস্তুতি। এইসবের মাঝে জানা গিয়েছে, কয়েকটা দিন পরই ৪৮ ঘণ্টার জন্য রাম মন্দিরে রামলালার দর্শন বন্ধ থাকবে। কেন এমনটা হবে জানেন? আসলে ভগবান শ্রীরামের নগরী অযোধ্যায় আবারও একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এইবার রাম মন্দিরের প্রধান শিখরে ধ্বজারোহণ (Flag Hoisting) অনুষ্ঠান হতে চলেছে। এই ঐতিহাসিক অনুষ্ঠানের কারণে রামলালার দর্শন সাময়িকভাবে বন্ধ থাকবে।

  • রাম মন্দিরের শিখরে ধ্বজারোহণের কারণে ২৪ তারিখ সন্ধ্যা থেকে বন্ধ দর্শন।
  • অনুষ্ঠান: আগামী ২৫ নভেম্বর অযোধ্যার রাম মন্দিরের মূল শিখরে ধ্বজারোহণ করা হবে।
  • উদ্যোক্তা ও প্রধান অতিথি: এই পবিত্র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আরএসএস প্রধান মোহন ভাগবত ধ্বজা উত্তোলন করবেন।
  • অন্যান্য উপস্থিতি: এই দিনে উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত থাকবেন।
  • দর্শনার্থীদের জন্য ঘোষণা: এই বিশেষ অনুষ্ঠানের জন্য ২৪ নভেম্বর সন্ধ্যা থেকে সাধারণ মানুষের জন্য রামলালার দর্শন বন্ধ করে দেওয়া হবে।
  • দর্শন পুনরায় চালু: শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট জানিয়েছে, ২৬ নভেম্বর সকাল ৭টা থেকে আবারও দর্শনার্থীরা রামলালার দর্শন করতে পারবেন।
  • ধ্বজার বিবরণ: যে পতাকাটি মন্দিরের শিখরে ওড়ানো হবে, সেটি ত্রিকোণ আকারের। এটি ১৯০ ফুট উচ্চতায় উত্তোলন করা হবে।
  • অতিথিদের থাকা-খাওয়ার ব্যবস্থা: ট্রাস্টের পক্ষ থেকে আমন্ত্রিত অতিথিদের থাকার জন্য ১৬০০ কক্ষের ব্যবস্থা করা হয়েছে।

অনুষ্ঠানের খুঁটিনাটি

শ্রীরাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই এই তথ্য দিয়েছেন। প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের মতো এ বার দেশজুড়ে সবাইকে আমন্ত্রণ জানানো হয়নি। মন্দির নির্মাণ কাজের কারণে জায়গা কম থাকায় এই ধ্বজারোহণ অনুষ্ঠানে সীমিত সংখ্যক মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। পূর্বাঞ্চলীয় উত্তরপ্রদেশের অতিথিদের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

সময়সূচি (২৫ নভেম্বর):-

  • সকাল ৮টা থেকে মন্দিরে প্রবেশ শুরু হবে।
  • সকাল ৯টার মধ্যে সকল আমন্ত্রিত অতিথিকে প্রবেশ করতে হবে।
  • অনুষ্ঠানটি দুপুর ২টার মধ্যে শেষ হবে।
  • অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের লাইনে দাঁড় করিয়ে রামলালার দর্শনের সুযোগ দেওয়া হবে।