
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ঘরের প্রতিটি অংশ বিশেষ শক্তি বহন করে। তাই সঠিক দিকে সঠিক ছবি বা প্রতীক স্থাপন করলে তা জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। আর সেখানে ভুল হলে নেতিবাচক শক্তি আকৃষ্ট হয়। অনেকেই ঘরে ক্যালেন্ডার ঝোলান। সেই সব ক্যালেন্ডারে থাকে নানা ধরনের দেবদেবীর ছবিও। বাস্তুশাস্ত্র বলছে সেই সব ছবি ভুল দিকে টাঙানো হলেই বড় বিপদ। ক্যালেন্ডার কোন ছবি থাকলে কোন দিকে টাঙানো উচিত?
১। উদীয়মান সূর্যের ছবি – পূর্ব দিকে রাখা উচিত। পূর্ব দিক জ্ঞান, কর্মক্ষমতা ও স্বাস্থ্য বৃদ্ধির প্রতীক। সূর্যোদয়ের ছবি সেখানে রাখলে নতুন শক্তি ও উৎসাহ পাওয়া যায়।
২। জলপ্রপাত বা নদীর ছবি – উত্তর বা উত্তর-পূর্ব দেওয়ালে রাখা যেতে পারে। এটি আর্থিক সমৃদ্ধি, মনের শান্তি ও ইতিবাচক প্রবাহ আনতে সাহায্য করে। তবে জল যেন ঘরের ভিতরের দিকে প্রবাহিত দেখায়, বাইরের দিকে নয়।
৩। দেবদেবীর ছবি যুক্ত ক্যালেন্ডার – উত্তর-পূর্ব বা পূর্ব দিকই সেরা। এই দিকগুলি আধ্যাত্মিক শক্তির কেন্দ্র। এখানে রাখলে মানসিক শান্তি ও পারিবারিক সৌহার্দ্য বাড়ে।
৪। পর্বতমালা বা স্থায়ী দৃশ্য – দক্ষিণ-পশ্চিম দেওয়ালে এই ধরনের দৃশ্যবিশিষ্ট ক্যালেন্ডার রাখা শুভ। এটি জীবনে স্থায়িত্ব ও মানসিক দৃঢ়তা আনে।
৫। ফুল বা প্রকৃতি-ঘন ছবি – পশ্চিম দেওয়ালে এমন ছবি যুক্ত ক্যালেন্ডার রাখা যায়। এটি সৃজনশীলতা ও আনন্দ বাড়ায়।
মনে রাখবেন, ক্যালেন্ডার যেন ফাটা বা পুরোনো না হয়। পুরোনো ক্যালেন্ডার নেতিবাচক শক্তি ধরে রাখে। জীর্ণ বা বিবর্ণ ছবি যুক্ত ক্যালেন্ডার এড়ানো উচিত। বিছানার পাশে দেওয়ালে ক্যালেন্ডার না রাখাই ভালো। এতে বিশ্রামে ব্যাঘাত ঘটতে পারে। অনেকেই দরজার পিছনে ক্যালেন্ডার ঝুলিয়ে রাখেন। এটাও উচিত নয়।
বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।