Vaastu Rules: বাড়িতে কোথায় টাকা রাখলে কোনও দিনও অভাব হবে না, জানেন?

Jan 18, 2025 | 6:52 PM

Vaastu Rules: বাস্তু অনুসারে, ধন-সম্পদের দেবতা কুবেরের অবস্থান হল উত্তর দিকে। তাই লকারও রাখতে হবে উত্তর দিকেই।

Vaastu Rules: বাড়িতে কোথায় টাকা রাখলে কোনও দিনও অভাব হবে না, জানেন?
Image Credit source: Meta AI

Follow Us

অনেকেই মাস গেলে মোটা টাকা উপার্জন করলেো সেই টাকা কিছুতেই ঘরে রাখতে পারেন না। কোথা থেকে টাকা বেরিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারেন না।
অনেকে আবার হয়তো দীর্ঘ দিন ধরে অর্থ কষ্টে আছেন। বাস্তু বিশেষজ্ঞরা বলছেন এর কারণ কিন্তু হতে পারে নিজেদের প্রতিদিনের জীবনে করা কিছু ছোট-বড় ভুল।

জ্যোতিষী বিশারদরাও বলেন, বাস্তু সঠিকভাবে মেনে চললে, জীবনে উল্লেখযোগ্য এবং ইতিবাচক পরিবর্তন লক্ষ করা যায়। এর ফলে বাড়িতে অর্থের প্রবাহ বাড়ে, অযাচিত খরচ কমতে পারে। এই বাস্তু নিয়মের মধ্যেই প্রথম ধাপ হল বাড়িতে কোথায় আপনি টাকা রাখছেন সেটা গুরুত্বপূর্ণ।

টাকা কোথায় রাখবেন? লকার কোথায় বসাবেন? কী বলছে বাস্তু শাস্ত্র?

এই খবরটিও পড়ুন

বাস্তু অনুসারে, ধন-সম্পদের দেবতা কুবেরের অবস্থান হল উত্তর দিকে। তাই লকারও রাখতে হবে উত্তর দিকেই। ঘরে পর্যাপ্ত জায়গা না থাকলে সেক্ষেত্রে পূর্ব দিকে মুখ করে একটি লকার রাখা যায়।

লকার দেয়াল থেকে কমপক্ষে ১ ইঞ্চি দূরে রাখা উচিত। এছাড়াও, ইতিবাচক শক্তির প্রভাব বাড়াতে লকার উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম কোণ থেকে ১ ফুট দূরে রাখা উচিত।

কেমন হওয়া উচিত লকার?

লকার সবসময় বর্গাকার বা আয়তক্ষেত্রাকার হওয়া উচিত। লকারটি তৈরি হওয়া উচিত ধাতু দিয়ে। লকার যেন মাটিতে স্পর্শ করে না থাকে। লকারের চার পায়ের নীচে কাঠের পাটাতন রাখা দরকার। তাই লকার কেনার সময় দেখুন লকারের পায়া আছে কি না।

বাস্তু অনুসারে লকারের সঠিক রং হল হলুদ। হলুদ সমৃদ্ধি, আনন্দ, সৌভাগ্য এবং পরিপূর্ণতার প্রতীক।

মূল্যবান জিনিসপত্র কীভাবে সাজাবেন?

আপনার সম্পদ ও সমৃদ্ধি বাড়াতে লকারের দক্ষিণ বা পশ্চিম দিকে সোনা, নগদ টাকা এবং গয়না রাখুন। ভুলেও লকারের ভিতরে কোনও আয়না রাখবেন না। আয়না অপ্রয়োজনীয় ব্যয় বাড়িয়ে দিতে পারে।

Next Article