Vaastu Tips: আপনার সাফল্যের সিঁড়ি শুরু বাড়ির সিঁড়ি থেকেই! কী ভাবে জানেন?

Vaastu Tips: বাস্তু শাস্ত্র বলছে সাফল্যের সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠতে গেলে নিজের বাড়ির সিঁড়িটি ঠিক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Vaastu Tips: আপনার সাফল্যের সিঁড়ি শুরু বাড়ির সিঁড়ি থেকেই! কী ভাবে জানেন?
Image Credit source: Benjamin C Tankersley/For The Washington Post via Getty Images

Jan 30, 2025 | 2:43 PM

অনেকে মানেন আবার অনেকে মানেন না, তবে বাস্তুর একটা প্রভাব আমাদের জীবনে থাকে বলে মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। বাস্তু শাস্ত্র বলছে বাড়ির অন্দরমহল যদি ঠিক থাকে জীবন হয়ে ওঠে অনুকূল। বাইরে যতই প্রতিকূলতা থাক না কেন ঘরে শান্তি থাকলে মনোবলও চাঙ্গা থাকে। কঠিন লড়াইয়েও সাফল্যে মেলে।

বাস্তু শাস্ত্র বলছে সাফল্যের সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠতে গেলে নিজের বাড়ির সিঁড়িটি ঠিক হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির ভিতরের সিঁড়ির ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলতে হয়। কী কী নিয়ম মেনে গড়তে হবে বাড়ির সিঁড়ি?

১) বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির ভিতরের সিঁড়ির মুখ দক্ষিণ, পশ্চিম কিংবা দক্ষিণ-পশ্চিম দিকে হওয়া উচিত। এতে অনেক বিপদ কেটে যায়। আর যদি তা না করা হয় তাহলে সংসারে আর্থিক অনটন লেগেই থাকে। যে কোনও শুভ কাজে বাধা পড়ে।

২) মাস্টার বেডরুম একতলায় থাকলে সিঁড়ি ঘুরবে ঘড়ির কাঁটার পথে। আর মাস্টার বেডরুম যদি উপরের তলায় থাকে? তাহলে সিঁড়িটি ঘড়ির কাঁটার উলটো দিকে অর্থাৎ অ্যান্টিক্লকওয়াইজ করতে হবে।

৩) সিঁড়ির নিচের অংশটি বুঝে শুনে ব্যবহার করবেন। অনেকেই এই জায়গাটি রান্না কিংবা খাবার জায়গা হিসেবে ব্যবহার করেন। তা একেবারেই করা উচিত নয়। সিঁড়ির নিচে বাথরুম তো ভুলেও তৈরি করবেন না। এতে আপনার ক্ষতি হতে পারে।

৪) সিঁড়ি খুব বেশি খাড়া করা উচিত নয়। প্রতিটি ধাপের উচ্চতা সাত ইঞ্চি এবং সমান্তরাল অংশটি ১০ ইঞ্চি করলেই পর্যাপ্ত। স্পাইরাল বা ঘোরানো সিঁড়িও বাড়ির পক্ষে ভাল নয়।