হিন্দুদের অন্যতম ও জনপ্রিয় একটি উত্সব হল গণেশ চতুর্থী। বিভিন্ন পুরাণ ওশাস্ত্রে গণেশের গুরুত্বের কথা উল্লেখ করা হয়েছে। পঞ্চাঙ্গ অনুসারে, গণেশ চতুর্থী পালন করা হয় ভাদ্র ও মাঘ মাসের শুক্লা চতুর্থীতে। হিন্দুদের বিশ্বাস, এদিনেই গণেশঠাকুর জন্মগ্রহণ করেছিলেন। পৌরাণিক কাহিনি মতে, হিন্দুধর্মে সর্বাগ্রে পুজ্য দেবতা হলেন গণেশ। শুধু তাই নয়, অন্যতম প্রধান দেবতাও বটে। গজানন, গণপতি, গণপতি বাপ্পা, বৃহস্পতি, বিভিন্ন নামেও গণেশ পরিচিত। হিন্দু শাস্ত্র অনুসারে, গণেশ চতুর্থীর দিন, প্রতিটি বাড়িতে গণপতি বাপ্পার মূর্তি স্থাপন করা হয়। তবে ঘরে গণেশ পুজো করার আগে কেমন গণেশ মূর্তি হওয়া উচিত, স্থাপন করারও রয়েছে বিশেষ নিয়ম। গণেশ আশীর্বাদ পেতে আগে জানুন গণপতির সঠিক বিগ্রহ।
গণেশ উৎসব ভারতে অত্যন্ত উৎসাহের সঙ্গে পালিত হয়। মহারাষ্ট্রের গণপতি উত্সব সারা বিশ্বে বিখ্যাত। একই সময়ে, ১০ দিনের এই উত্সবটি উত্তর ভারত-সহ অনেক রাজ্যে খুব আড়ম্বরের সঙ্গে পালিত হয়। বারোয়ারি ছাড়াও বহু বাড়িতেই গণেশ বিগ্রহের পুজো করা হয়ে থাকে। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, চলতি বছরে গণেশ চতুর্থী পালন করা হবে ১৯ সেপ্টেম্বর। চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। গণেশ উৎসবে প্রতিমা স্থাপনের জন্য আগে থেকেই মূর্তি কিনে বাড়িতে রাখেন। তবে গণেশের মূর্তি কেনার আগে যে যে গুরুত্বপূর্ণ নিয়মগুলি মাথায় রাখবেন, তা জেনে নিন একনজরে…
গণপতি মূর্তি কেমন হওয়া উচিত
বাড়িতে গণপতির মূর্তি স্থাপন করতে হলে গণপতির মূর্তির সবসময় ডান দিকে শুঁড় দিয়ে নিন। পৌরাণিক কাহিনি অনুসারে, যখন প্রথমবার গণেশের মস্তক তাঁর মাথায় রাখা হয়েছিল, তখন তিনি প্রথমে দেবী লক্ষ্মীকে প্রণাম করেছিলেন ডান দিকে করে। এছাড়া ঘরে সূর্য বাণী গণেশ মূর্তি ডানদিকে রেখে পুজো করলে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।
এই ভুলগুলি এড়িয়ে চলুন
– বাড়িতে বাম কাণ্ড দিয়ে গণপতি বাপ্পার পুজো করবেন না।
– কাঁচ, প্লাস্টিক বা প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তি পুজো কখনও করবেন না। মাটি বা অষ্টধাতু, সোনা, রৌপ্য ও পিতলের তৈরি মূর্তি পুজো করা সবসময়ই শুভ।
– যদি বাড়িতে গণেশ মূর্তি স্থাপন করেন, তবে এই সময়ে আমিষ, মদ, পেঁয়াজ-রসুন ঘরে আনবেন না বা গ্রহণ করবেন না। তাতে রেগে গিয়ে অভিশাপ দিতে পারেন গণপতি।