Kuber Dev Names: অর্থভাণ্ডার থাকবে সবসময় পূর্ণ! প্রতিদিন সকালে উঠেই করুন কুবেরের ১০৮ নাম জপ
Hindu Gods and Rules: যদি আর্থিক সমস্যায় ভুগতে থাকেন, তাহলে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য প্রতিদিন বাড়িতে কুবের শ্রীযন্ত্র স্থাপন করে সম্পদের দেবতা কুবের দেবের পূজা করুন, জপ করুন কুবের দেবের ১০৮ নাম।
কুবেরকে সাধারণত সম্পদের দেবতা বলা হয়। তাই সুখ-শান্তি, সমৃদ্ধির জন্য কুবের দেবের স্মরণ করেন হিন্দুরা। শুধু তাই নয়, ধনলক্ষ্মীর সঙ্গেই কুবেরেরও পুজো করা হয়। ধনতেরাস উত্সব উপলক্ষ্যে কুবেরের পুজো বেশ জনপ্রিয়। হিন্দুধর্মে দেবী লক্ষ্মীর সঙ্গে কুবেরের পুজো করলে আর্থিক সঙ্কট কেটে যায় বলে ধারণা করা হয়। নিয়মিত কুবের দেবের পুজো করলে ঘরে সুখ-শান্তি ও সমৃদ্ধি ফিরে আসে বলে মনে করা হয় হিন্দু ধর্মে।
শুধু সুখ-শান্তি নয়, আয় বৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক হিসেবেও কুবের দেবের পুজো করা হয়। জ্যোতিষীরাও আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে কুবের দেবের পূজা করার পরামর্শ দেন। যদি আর্থিক সমস্যায় পড়েন, তাহলে পাওনা টাকা ফেরত পেতে ঘরে আনুন কুবের শ্রী যন্ত্র। বাড়িতে বসান কুবের শ্রী যন্ত্র। সনাতন ধর্মে, দীপাবলির রাতে দেবী লক্ষ্মী ও সম্পদের দেবী গণেশের পূজা করা হয়। এই বিশেষ রাতে সম্পদের দেবতা কুবের দেবেরও বিশেষ পুজো করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, যে নিয়মিত কুবের দেবের পূজা করলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে। এছাড়াও, আয় বৃদ্ধি এবং সৌভাগ্যের সম্ভাবনা রয়েছে। জ্যোতিষীরাও আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে কুবের দেবের পূজা করার পরামর্শ দেন। যদি আর্থিক সমস্যায় ভুগতে থাকেন, তাহলে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য প্রতিদিন বাড়িতে কুবের শ্রীযন্ত্র স্থাপন করে সম্পদের দেবতা কুবের দেবের পূজা করুন, জপ করুন কুবের দেবের ১০৮ নাম।
কুবের দেবের ১০৮ নাম
1. ওম কুবেরায় নমঃ।
2. ওম ধনদায় নমঃ।
3. ওম শ্রীমতে নমঃ।
4. ওম যক্ষেশে নমঃ।
5. ওম গুহ্য কেশ্বরায় নমঃ।
6. ওম নিধিশায়ে নমঃ।
7. ওম শঙ্করশাখায় নমঃ।
8. ওম মহালক্ষ্মী নিবাস ভুবায়ে নমঃ।
9. ওম মহাপদ্মনিধিশায়ে নমঃ।
10. ওম পূর্ণায় নমঃ।
11. ওম পদ্মনিধীশ্বরায় নমঃ।
12. ওম শঙ্খ্যনিধিনাথায় নমঃ।
13. ওম মকরখ্যানিধিপ্রিয়া নমঃ।
14. ওম সুখসম্পতিনিধিশায়ে নমঃ।
15. ওম মুকুন্দনিধিনায়কায় নমঃ।
16. ওম কুন্দক্যনিধিনাথায় নমঃ।
17. ওম নীলনিত্যধিপায়ে নমঃ।
18. ওম মহতে নমঃ।
19. ওম বর্ণিত্যাধিপায় নমঃ।
20. ওম পূজ্যে নমঃ।
21. ওম লক্ষ্মীসাম্রাজ্যদায়কায় নমঃ।
22. ওম ইলপিলাপাতায়ে নমঃ।
23. ওম কোশাধিশায়ে নমঃ।
24. ওম কুলোচিতায় নমঃ।
25. ওম অশ্বরুধায় নমঃ।
26. ওম বিশ্ববন্দ্যে নমঃ।
27. ওম বিশিষ্করণায় নমঃ।
28. ওম বিষরাদায় নমঃ।
29. ওম নলকুবরনাথায় নমঃ।
30. ওম মণিগ্রীবপিত্রে নমঃ।
31. ওম গুধমন্ত্রায় নমঃ।
32. ওম বৈশ্রাবনায় নমঃ।
33. ওম চিত্রলেখামনঃ প্রিয়ায় নমঃ।
34. ওম একপিনাকায় নমঃ।
৩৫. ওম অলকাধিশায়ে নমঃ।
36. ওম পৈলাস্ত্যে নমঃ।
37. ওম নরবাহনায় নমঃ।
38. ওম কৈলাশশীলনীলয় নমঃ।
39. ওম রাজ্যদায় নমঃ।
40. ওম রাবণগ্রাজয় নমঃ।
41. ওম চিত্রচৈত্ররথায় নমঃ।
42. ওম উদ্যানবিহারায় নমঃ।
43. ওম বিহারসুকুতুহলায় নমঃ।
44. ওম মহোৎসে নমঃ।
45. ওম মহাপ্রাগ্যা নমঃ।
46. ওম সদাপুষ্পক বাহনয় নমঃ।
47. ওম সর্বভৌমায় নমঃ।
48. ওম অঙ্গনাথায় নমঃ।
49. ওম সোমায়া নমঃ।
৫০. ওম সৌম্যদিকেশ্বরায় নমঃ।
51. ওম পুণ্যাত্মনে নমঃ।
52. ওম পুরুষহুতশ্রিয়ায় নমঃ।
53. ওম সর্বপুণ্যজনেশ্বরায় নমঃ।
54. ওম নিত্যকীর্তয়ে নমঃ।
55. ওম নিধিভেত্রে নমঃ।
56. ওম লঙ্কাপ্রক্তন নায়কায় নমঃ।
57. ওম যক্ষিণীবৃত্তিয় নমঃ।
58. ওম যক্ষে নমঃ।
59. ওম পরমশান্তমনে নমঃ।
60. ওম যক্ষরাজে নমঃ।
61. ওম যক্ষিণী হৃদয়ায় নমঃ।
62. ওম কিন্নরেশ্বরায় নমঃ।
63. ওম কিমপুরুষনাথায় নমঃ।
64. ওম নাথায় নমঃ।
65. ওম খটকাযুধায় নমঃ।
66. ওম বশিনে নমঃ।
67. ওম ঈশানদক্ষ পার্শ্বস্থায় নমঃ।
68. ওম বায়ুয় সমাশ্রায়ায় নমঃ।
69. ওম ধর্মমার্গস্নিরাতায় নমঃ।
70. ওম ধর্মসমুখ সংশিতায় নমঃ।
71. ওম নিত্যেশ্বরায় নমঃ।
72. ওম ধনধায়ক্ষায় নমঃ।
73. ওম অষ্টলক্ষ্ম্যশ্রিতালায় নমঃ।
74. ওম মনুষ্য ধর্মাণ্যায় নমঃ।
75. ওম সকৃতায় নমঃ।
76. ওম কোশ লক্ষ্মী সমশ্রিতায় নমঃ।
77. ওম ধনলক্ষ্মী নিত্যবাসায় নমঃ।
78. ওম ধান্যলক্ষ্মী নিবাস ভুবায়ে নমঃ।
79. ওম অষ্টলক্ষ্মী সদ্বাসায় নমঃ।
80. ওম গজলক্ষ্মী স্থিরালয় নমঃ।
81. ওম রাজ্যলক্ষ্মী জন্মগেহায়া নমঃ।
82. ওম ধৈর্যলক্ষ্মী-কৃপাশ্রায়ায় নমঃ।
83. ওম অখন্ডেশ্বর্য সংযুক্তায় নমঃ।
84. ওম নিত্যানন্দায় নমঃ।
85. ওম সুখাশ্রায়ায় নমঃ।
86. ওম নিত্যতৃপ্তায় নমঃ।
87. ওম নিধিত্তারায় নমঃ।
88. ওম নাশয় নমঃ।
89. ওম নিরুপদ্রায় নমঃ।
৯০। ওম নিত্যকামে নমঃ।
91. ওম নিরাক্ষ্যায় নমঃ।
92. ওম নিরুপাধিক্বস্বভুয়ে নমঃ।
93. ওম শান্তায় নমঃ।
94. ওম সর্বগুণোপতায় নমঃ।
95. ওম সর্বজ্ঞ্যা নমঃ।
96. ওম সর্বসম্মাতায় নমঃ।
97. ওম সর্বাণিকরুণাপাত্রায় নমঃ।
98. ওম সদানন্দকৃপালায় নমঃ।
99. ওম গন্ধর্বকুলসংসেভ্যায় নমঃ।
100. ওম সৌগন্ধিকুসুমপ্রিয়ায় নমঃ।
101. ওম স্বর্ণনাগরিবাসায় নমঃ।
102. ওম নিধিপীঠ সমাস্থায় নমঃ।
103. ওম মহামেরুত্তর্থায় নমঃ।
104. ওম মহর্ষিগণসংস্তায় নমঃ।
105. ওম তুষ্টায় নমঃ।
106. ওম শূরপাণকজ্যেষ্ঠায় নমঃ।
107. ওম শিবপুজারতায় নমঃ।
108. ওম অনঘায় নমঃ।