Kojagari Lakshmi Puja: সৌভাগ্য দ্বিগুণ করতে কোজাগরীতে নিবেদন করুন লক্ষ্মীর এই ৫ প্রিয় ফুল!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 27, 2023 | 4:23 PM

Puja Rules: হিন্দুশাস্ত্র মতে, প্রতিটি দেবদেবীর নিজস্ব পছন্দের ফুল, রঙ রয়েছে, যেগুলি পুজো করার সময় মাথায় রাখা উচিত। বাড়িতে যদি লক্ষ্মী পুজোর আয়োজন করে থাকেন, তাহলে অবশ্যই মহালক্ষ্মীর প্রিয় ফুলগুলি আগে থেকেই কিনে আনতে পারেন। মহালক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হল পদ্ম।

Kojagari Lakshmi Puja: সৌভাগ্য দ্বিগুণ করতে কোজাগরীতে নিবেদন করুন লক্ষ্মীর এই ৫ প্রিয় ফুল!

Follow Us

হিন্দুশাস্ত্র মতে, দেবী লক্ষ্মী হলেন সৌভাগ্য, সম্পদ ও সৌন্দর্যের প্রতীক। প্রথা মতে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার করে লক্ষ্মীর আরাধনা করা হয় ঘরে ঘরে। কথিত আছে, লক্ষ্মীবারে সঠিক আচারবিধি মেনে পুজো করা হলে জীবনভর লক্ষ্মীর কৃপা বজায় থাকে। লক্ষ্মীর আশীর্বাদে কখনও অর্থাভাব দেখা যাবে না গৃহে। রাত পোহালেই, শারদীয়া দুর্গাপুজোর পর প্রথম শারদ পূর্ণিমাতে বাংলার ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজো করা হয়ে থাকে। মনে করা হয়, এদিন বাহন পেঁচায় চরে মর্ত্যে আসেন তিনি। এই শুভ তিথিতে রাত জেগে যে দেবীর আরাধনা করে থাকেন, তিনি দেবীর বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন। আর তাই ধনলক্ষ্মীর আগমনে এদিন নিষ্ঠাভরে পুজোপাঠ করায় বিশ্বাসী বাঙালি।

এদিন দেবীর কৃপা পেতে ধনলক্ষ্মীর সবথেকে প্রিয় জিনিসগুলিই নিবেদন করা হয়। লক্ষ্মী পুজোয় তাঁর পছন্দের জিনিসগুলি নিবেদন করা হলে তিনি ভীষণ তুষ্ট হন। হিন্দুশাস্ত্র মতে, প্রতিটি দেবদেবীর নিজস্ব পছন্দের ফুল, রঙ রয়েছে, যেগুলি পুজো করার সময় মাথায় রাখা উচিত। বাড়িতে যদি লক্ষ্মী পুজোর আয়োজন করে থাকেন, তাহলে অবশ্যই মহালক্ষ্মীর প্রিয় ফুলগুলি আগে থেকেই কিনে আনতে পারেন। মহালক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হল পদ্ম। তবে পদ্ম ছাড়াও রয়েছে লক্ষ্মীর পছন্দের ফুল। সেগুলি কী কী , তা জেনে নিন এখানে…

করবী ফুল: জ্যোতিষশাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মীকে করবী ফুল নিবেদন করা উচিত। এই বিশেষ ফুল নিবেদন করলে মহালক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। সাদা রঙের কবরী ফুলকে শান্তি, সুখ ও সমৃদ্ধির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

গাঁদা ফুল: বাঙালির খুব কাছের ও জনপ্রিয় ফুল হল হলুদ রঙের থোকা বা কাঠ গাঁদা ফুল। এই ফুল আবার বিষ্ণুদেবেরও খুব প্রিয় একটি ফুল। তাই পুজোয় গাঁদা ফুল নিবেদন করলে বিষ্ণু ও লক্ষ্মী উভয়েই খুশি হয়ে আশীর্বাদ বর্ষণ করেন।

পদ্ম ফুল: দেবী লক্ষ্মী পদ্ম ফুলের উপর বসে আছেন। পদ্ম ফুল দেবী লক্ষ্মীর সবচেয়ে প্রিয় ফুল। কথিত আছে, দীপাবলি বা লক্ষ্মীপুজোর সময় অন্তত একটি পদ্মফুল নিবেদন করতেই হয়।তাতে ধনলক্ষ্মী তু্ষ্ট হয়ে ধন-সম্পদের আশীর্বাদ বর্ষণ করে থাকেন।

নীল রঙের জবা ফুল: এই রঙের জবা ফুল খুব বিরল। তবে যদি পাওয়া যায় তাহলে অবশ্যই লক্ষ্মী পুজোর দিন লক্ষ্মীরর চরণে রাখা উচিত। এই ফুল নিবেদন করা হলে তুষ্ট হয়ে দেবী লক্ষ্মী ভক্তদের উপর সারাবছর আশীর্বাদ বর্ষণ করেন।

Next Article