Lunar Eclipse 2023: বন্ধ হচ্ছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দিরের দরজা, আবার কবে খুলবে?

Kedarnath Temple: কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হলেও  শনিবার অর্থাৎ আজ বিকেল ৪টা পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। সূতক সময়ও চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগে শুরু হয়। এই সময় পুজোপাঠ করা নিষিদ্ধ বলে মনে করা হয়।

Lunar Eclipse 2023: বন্ধ হচ্ছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দিরের দরজা, আবার কবে খুলবে?

| Edited By: দীপ্তা দাস

Oct 29, 2023 | 9:30 AM

শারদ পূর্ণিমার দিনই পালিত হচ্ছে বছরের শেষ ও দ্বিতীয় চন্দ্রগ্রহণ। সনাতন ধর্মে শারদ পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে বিবেচিত হয়। এদিন ভগবান বিষ্ণু ও চন্দ্রদেব পুজো করার প্রথা রয়েছে। বছরের বাকি গ্রহণ না দেখা গেলেও এবার ভারত থেকে দেখা যাবে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। দেশের অনেক শহর থেকেই দেখা যাবে এই গ্রহণ। কোজাগরী লক্ষ্মীপুজো পালিত হলেও  শনিবার অর্থাৎ আজ বিকেল ৪টা পর্যন্ত মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটি। সূতক সময়ও চন্দ্রগ্রহণের নয় ঘন্টা আগে শুরু হয়। এই সময় পুজোপাঠ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। তাই বিকাল ৪টা পর্যন্ত পবিত্র স্থান বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ করে হয়েছিল। তবে রবিবার সকালে শুদ্ধি পূজার পর  ফের বদ্রীনাথ ও কেদারনাথ মন্দিরের দরজা ‘ব্রহ্ম মুহুর্তে’ খুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সূতক সময়কালে কোনও দেবতার পুজো করা অশুভ। বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির অধীনে থাকা সমস্ত মন্দির বন্ধ রাখা হয়েছিল। ২৯ অক্টোবর সকালে দুটি মন্দিরই খুলে দেওয়া হবে।

চন্দ্রগ্রহণ ২০২৩

পূর্ণিমার দিনই চন্দ্রগ্রহণ ঘটে। নজরকাড়া এই মহাজাগতিক দৃশ্যের পিছনে রয়েছে জ্যোতির্বিজ্ঞান। এই ঘটনা যতটা জ্যোতিষচর্চার, ততটা জ্যোতির্বিদ্যারও। তাই অনেকেই চন্দ্রগ্রহণকে অশুভ বলে মনে করা হয়। কিন্তু এর পিছনে বিজ্ঞান অনেকেরই অজানা। অনেক মানুষের কাছেই অজানা। যখন পৃথিবী চাঁদ ও সূর্যের মাঝখানে চলে আসে, যার ফলে পৃথিবীর ছায়া চাঁদের পৃষ্ঠে পড়ে। একটি আংশিক গ্রহণের সময় চাঁদের কিছু অংশ কালো দেখায়, যখন সম্পূর্ণ গ্রহণের সময় চাঁদ কখনও কখনও লাল দেখা যায়।