Shankh Benefits: প্রতিদিন সন্ধ্যের সময় শাঁখ বাজানো ভাল! তিনবারের বেশি কেন বাজানো হয় না, জানুন

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jun 10, 2022 | 7:40 AM

Miraculous Advantages: প্রাচীনকালে বিশুদ্ধতা এবং বিজয় উভয়েরই প্রতীক হিসেবেশঙ্খকেই বেছে নেওয়া হয়েছিল। পঞ্চজন্য, ভীষ্মের গঙ্গানাভ এবং কর্ণের হিরণ্যগর্ভ সবই ছিল ভগবান শ্রী কৃষ্ণের শঙ্খের নাম।

Shankh Benefits: প্রতিদিন সন্ধ্যের সময় শাঁখ বাজানো ভাল! তিনবারের বেশি কেন বাজানো হয় না, জানুন

Follow Us

প্রত্যেক বাঙালী বাড়িতে নিয়মিত সন্ধ্যে বেলা শঙ্খ বাজানো হয় এই কথা আমরা সকলেই জানি। দিনশেষে সূর্য অস্ত গেলে গৃহস্থ বাড়িতে ভগবানের আরাধনা করা হয় আর সঙ্গে শঙ্খ বাজিয়ে তাদের আমন্ত্রণ করা হয়। এই রীতি হিন্দুদের মধ্যে প্রাচীন কাল থেকেই চলে আসছে, এটা কোন নতুন কথা নয়। হিন্দু ধর্মে শঙ্খ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনও শুভ কাজে শঙ্খের ব্যবহার আবশ্যক। বিয়ে, দুর্গাপুজো-সহ বাড়ির বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, আনন্দের দিনে, প্রাকৃতিক দুর্যোগের সময় শঙ্খের মুখে তিনবার ফুঁ দিলেই কেল্লাফতে।

শঙ্খের বাইরের দিকটিকে রূপ এবং পৃথিবীর গঠনের সঙ্গে তুলনা করা হয়েছে। নাসার বিজ্ঞানীরা পর্যন্ত জানিয়েছেন, শঙ্খ বাজানোর ফলে ঐশ্বরিক শক্তি ছড়িয়ে পড়ে। প্রাচীনকালে বিশুদ্ধতা এবং বিজয় উভয়েরই প্রতীক হিসেবেশঙ্খকেই বেছে নেওয়া হয়েছিল। পঞ্চজন্য, ভীষ্মের গঙ্গানাভ এবং কর্ণের হিরণ্যগর্ভ সবই ছিল ভগবান শ্রী কৃষ্ণের শঙ্খের নাম। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় যখন সকালে যুদ্ধ শুরু হত তখনই শঙ্খ বাজানো হত। এর অর্থ হল সকালে শঙ্খের ধ্বনি যুদ্ধের সূচনা করে, যুদ্ধের খবর বয়ে নিয়ে আসে। প্রাচীন কাল থেকে সন্ধ্যা বেলা শঙ্খ বাজানোর নিয়ম। সন্ধ্যে বেলা শঙ্খ বাজানোর অর্থ হল সারাদিনের যুদ্ধের সমাপ্তি ঘটে শান্তি ফিরে আসে। আরেকটি নিয়ম হল শঙ্খ তিনবার বাজাতে হয়। শঙ্খ বাজানো হয় জীবনে সুখ শান্তি ফেরানোর জন্য। বাড়ির আশেপাশে অশুভ শক্তি যাতে প্রবেশ না করতে পারে। আর বাড়িতে শুভ শক্তির প্রভাব বৃদ্ধির জন্য। তবে শাঁখ বাজানোর নিয়ম রয়েছে। এই নিয়মগুলি মেনে চললে জীবনে সৌভাগ্য, শুভ শক্তির প্রভাব তৈরি হয়।

* শাশুড়ির শাশুড়ির অসুখ হলে দিনে চার থেকে পাঁচ বার শঙ্খ বাজান। এটি খেলে এই অসুস্থতা থেকে অনেকাংশে মুক্তি পাবেন।

* শঙ্খে ফুঁকলে ঘরে ইতিবাচক শক্তি বজায় থাকে। পরিবেশটাও সুন্দর হবে।

* প্রতিদিন শঙ্খে ফুঁক দিলে আপনার কোন প্রকার গলার অসুখ হবে না।

* শঙ্খ ফুঁক দিলে আমাদের স্মৃতিশক্তি উন্নত হয়। স্মৃতিশক্তির বিকাশ ঘটলে জীবন সহজ হয়ে যায়।

* দেবী লক্ষ্মী এবং মহাদেবের ভক্তরা প্রতিদিন শঙ্খ বাজান। এতে দুই দেবতাই প্রসন্ন থাকেন।

শঙ্খ ফুঁকলে বায়ুমণ্ডল সম্পূর্ণ শুদ্ধ হয়। কোনও খারাপ শক্তি প্রভাবিত হয় না।

* কথিত আছে যে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে প্রতিদিন শঙ্খ বাজানো হয়। দুই দেবতাই যদি আপনার ঘরে প্রবেশ করে, তাহলে জীবনে কখনও সৌভাগ্য ও সাফল্য আসবে দ্রুত।

 

Next Article