মাসের শেষে হাতে টান, মাসভর মানিব্যাগ ভর্তি রাখুন এই বাস্তু টিপসে

Vastu Tips: অবশ্যই মাথায় রাখুন কয়েকটি বাস্তু টিপস। বাড়ির কোন জায়গায় কী রাখছেন, কোন সময় কী করছেন, তার ওপর অনেক সময় নির্ভর করে আপনার আর্থিক অবস্থা ঠিক কেমন হতে পারে।

মাসের শেষে হাতে টান, মাসভর মানিব্যাগ ভর্তি রাখুন এই বাস্তু টিপসে
Follow Us:
| Updated on: Jun 23, 2024 | 8:09 PM

প্রয়োজন মতো উপার্জন অনেকেই করে থাকেন। যথা সময় পরিবারে টাকাটা নিয়ে চলেও হয়তো আসেন। কিন্তু সেই টাকা কোনওভাবেই ধরে রাখতে পারছেন না? কোনও না কোনও উপায় তা হাত থেকে বেরিয়ে যাচ্ছে? খরচ হয়ে যাচ্ছে? ধার শোধ করতে করতে ক্লান্ত হয়ে পড়ছেন? এই পরিস্থিতিতে কীভাবে সংসারের হাল ফেরাবেন বুঝতে পারছেন না? তবে অবশ্যই মাথায় রাখুন কয়েকটি বাস্তু টিপস। বাড়ির কোন জায়গায় কী রাখছেন, কোন সময় কী করছেন, তার ওপর অনেক সময় নির্ভর করে আপনার আর্থিক অবস্থা ঠিক কেমন হতে পারে। এই কয়েকটি টিপস মেনে দেখুন, পরিবারে খরচ অনেকাংশ কমে যাবে। উপার্জনের টাকা চোখে দেখতে পাবেন।

১. টাকার জায়গায় একটি গণেশের মূর্তি রাখুন। আলমারি হোক কিংবা যে কোনও জায়গায়, যেখানে আপনি টাকা সাধারণত রেখে থাকেন, সেখানে একটি ছোট্ট গণেশের মূর্তি রেখে দিন।

২. বাঁ হাতে টাকার লেনদেন করবেন না। টাকা সব সময় ডান হাতে দেবেন, ডান হাতেই নেবেন। দেখবেন এতে লক্ষ্মী অনেক বেশি তুষ্ট হবে।

৩. বাড়িতে গাছ লাগান। বাড়ির উত্তর দিকে ক্র্যাসুলা রাখুন। এই একটি গাছেই দেখবেন পারিবারে আর্থিক সঙ্কট অনেকটাই কেটে গিয়েছে।

৪. লকারে কিংবা মানি পার্সে একটি ছোট কামজে মুড়িয়ে ২১ টি চাল রাখুন। দেখবেন আর্থিক সমস্যা থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন। অনেকটাই স্বস্তি পাবেন আপনি।

৫. বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করুন। এদিন সামান্য ফুল আর একটি সাদা সন্দেশ দিয়ে মাকে পুজো দিলেই হবে। একটা পদ্ম দিতে পারলেই দেবী সন্তুষ্ট হয়ে যান।

Disclaimer: TV9 বাংলা এই বিশ্বাসকে প্রচার করে না। যা প্রসিদ্ধ রয়েছে, যা নিয়ে বাস্তু বিশেষজ্ঞরা পরামর্শ দিয়ে থাকেন, যাঁরা এই বিষয় বিশ্বাস রাখেন, কেবল তাঁদের উদ্দেশে এই প্রতিবেদন।

রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
৫ দশক পর স্পিকার পদে লড়াই, ধ্বনি ভোটে জয়ী হলেন ওম বিড়লা
৫ দশক পর স্পিকার পদে লড়াই, ধ্বনি ভোটে জয়ী হলেন ওম বিড়লা
মহাকাশে ‘বন্দি’ সুনীতা, নাসার ভুলেই সর্বনাশ!
মহাকাশে ‘বন্দি’ সুনীতা, নাসার ভুলেই সর্বনাশ!
বাংলাতেই বিপন্ন বাংলা ভাষা? পরিচয় সঙ্কটে ভুগতে হবে বাংলাকে?
বাংলাতেই বিপন্ন বাংলা ভাষা? পরিচয় সঙ্কটে ভুগতে হবে বাংলাকে?
হাতে নতুন ব্রহ্মাস্ত্র, হামলার চেষ্টা হলেই সক্রিয় হবে ভারতের চোখ
হাতে নতুন ব্রহ্মাস্ত্র, হামলার চেষ্টা হলেই সক্রিয় হবে ভারতের চোখ
ডিজাইনার নয়, কার শাড়ি পরে বিয়ে করলেন সোনাক্ষী?
ডিজাইনার নয়, কার শাড়ি পরে বিয়ে করলেন সোনাক্ষী?