Name Personality: নামের প্রথম অক্ষর কি ‘D’ দিয়ে শুরু?  ব্যক্তিত্ব কেমন, জানুন

Hindu Name: 'D' অক্ষরের মানুষেরা খুব পরিষ্কার, সৎ ও মনের দিক থেকে খুব জ্ঞানী হন। সঙ্গী হিসাবে অন্যদের সাহায্য করতে পছন্দ করেন তাঁরা।

Name Personality: নামের প্রথম অক্ষর কি D দিয়ে শুরু?  ব্যক্তিত্ব কেমন, জানুন

| Edited By: দীপ্তা দাস

Aug 10, 2023 | 3:09 PM

নামের অর্থ ও অক্ষর দেখে একজনের ব্যক্তিত্ব, আচারণ ও স্বভাব জানা সম্ভব। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে নামের সঙ্গে জড়িয়ে রয়েছে রাশিফল, জন্মকুণ্ডলী ও ব্যক্তিত্ব। নাম অনুসারে সমস্ত যোগ্যতা এবং গুনাগুণ সম্পর্কে তথ্য পাওয়া যায় বলেই মনে করা হয়। সকলেরই একটি নাম রয়েছে। নামের প্রথম অক্ষর অনেক অবদান রাখে। কারণ নামের প্রথম অত্ররের মাধ্যমে জীবনে অনেক প্রভাব পড়ে। যাদের নামের প্রথম অক্ষর ডি বা ‘D’ দিয়ে শুরু হলে জানা যায় সেই ব্যক্তির স্বভাব ও গুণাবলী। যাদের নাম D অক্ষর দিয়ে শুরু হয় তাদের সংখ্যা 4 এবং তাদের অধিপতি রাহু।

‘D’ অক্ষরযুক্ত ব্যক্তিদের চিন্তাভাবনা অন্যদের থেকে কিছুটা আলাদা। এই ধরনের মানুষ তাদের জীবনে ভিন্ন কিছু করার প্রচেষ্টা দেখা যায়। এমন ব্যক্তিরা নিয়ম, আইন ও ব্যবস্থা মানে না। ‘D’ অক্ষরের মানুষদের ব্যক্তিত্বও শান্ত ও স্থির হয়। ‘D’ অক্ষরের মানুষেরা খুব পরিষ্কার, সৎ ও মনের দিক থেকে খুব জ্ঞানী হন। সঙ্গী হিসাবে অন্যদের সাহায্য করতে পছন্দ করেন তাঁরা।

এই ধরনের মানুষ অত্যন্ত পরিশ্রমী এবং ভাগ্যবান হয়ে থাকেন। নামের প্রথম অক্ষর ‘D’ হলে, তাদের জীবনে অনেক চরাই-উতরাই আসে। পদে পদে অগ্নিপরীক্ষার সম্মুখীন হোন তাঁরা। তবে এই পরীক্ষাগুলি দিতে দিতে দিতে অভ্যস্ত হয়ে পড়েন। তবে কখনও কখনও এই ধরেনর মানুষরা  নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করেন।

নামের প্রথম অক্ষর ‘D’ হলে সেই ব্যক্তিরা আত্মকেন্দ্রিক হন। একটুতেই খুব রেগে যাওয়া স্বভাব এঁদের। তবে রাগ খানিকের মধ্যে পড়ে যায়। কিন্তু যখন রেগে যান, তখন সেই রাগের উপর কোনও নিয়ন্ত্রণ থাকে না। মেজাজ হারিয়ে ফেলে যা খুশি তাই করে ফেলেন। আসক্তি হিসেবে কোনও কিছুই করেন না তাঁরা।

এঁদের জীবনে ভিন্ন কিছু করতে চান। গম্ভীর হলেও মনটা খুব নরম হয়। নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত যোগা করতে পারেন। মন একাগ্র থাকবে। প্রাণায়াম করলে জীবনের প্রতি মনোযোগী থাকেন।