Chandra Grahan 2023: বাড়িতে তুলসী গাছ রয়েছে, গ্রহণচলাকালীন ভুলেও এই কাজ করবেন না

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

May 05, 2023 | 4:18 PM

Lunar eclipse 2023: সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বছরের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণিমার দিনেই হতে চলেছে। চন্দ্রগ্রহণের সময় কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়।

Chandra Grahan 2023: বাড়িতে তুলসী গাছ রয়েছে, গ্রহণচলাকালীন ভুলেও এই কাজ করবেন না

Follow Us

মহাকাশ বিজ্ঞান মতে, যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একটি সরলরেখায় চলে আসে, তখন তাকে চন্দ্রগ্রহণ বলা হয়। আজ হল সেই দিন। বছরের প্রথম চন্দ্রগ্রহণ পালিত হচ্ছে। অর্থাত ৫ মে বুদ্ধ পূর্ণিমার দিনে একটি পেনাম্ব্রাল চন্দ্রগ্রহণ হতে চলেছে।

জ্যোতিষশাস্ত্রে, চন্দ্রগ্রহণকে একটি অশুভ জ্যোতির্বিদ্যাগত ঘটনা বলে মনে করা হয়। এর প্রভাব সমস্ত রাশির মানুষের উপর দেখা যায়। পঞ্চাঙ্গ অনুসারে আজ ৫ মে বৈশাখ মাসের পূর্ণিমা তিথি, যা বুদ্ধ পূর্ণিমা বলা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বছরের প্রথম চন্দ্রগ্রহণ পূর্ণিমার দিনেই হতে চলেছে। চন্দ্রগ্রহণের সময় কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়। এর সঙ্গে গ্রহণের কিছু নিয়ম রয়েছে, যেগুলি মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চন্দ্রগ্রহণের সময়

আজ চন্দ্রগ্রহণ হবে রাত ৮টা ৪৪ মিনিট থেকে গভীর রাত ১টা ২০ মিনিট পর্যন্ত। অর্থাত, চন্দ্রগ্রহণের মোট সময়কাল মাত্র ৪ ঘন্টা ১৫ মিনিট। এবছর আরও স্পেশাল। কারণ এবারের চন্দ্রগ্রহণ পেনাম্ব্রাল হতে চলেছে।

সূতক সময়

আজ রাতে চন্দ্রগ্রহণ শুরু হবে, তবে ভারতে তা দেখা যাবে না তবে চন্দ্রগ্রহণের নিয়ম মেনে উচিত। চন্দ্রগ্রহণ শুরু হওয়ার ৯ ঘন্টা আগে, সূতক সময় শুরু হয় ও সূতক সময়কালে কোনও শুভ বা শুভ কাজ করা হয় না।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহন শুরু হওয়ার আগে বাড়িতে রাখা খাবারে তুলসী পাতা অবশ্যই রাখতে হবে। যাতে খাবারে গ্রহনের নেতিবাচক প্রভাব না পড়ে এবং খাবার নাপাক না হয়। তবে খেয়াল রাখতে হবে যে গ্রহণ চলাকালীন তুলসী পাতা ছিঁড়ে ফেলা যেন না হয়। সূতক সময় শুরু হওয়ার আগে তুলসী পাতা ছিঁড়ে ফেলার চেষ্টা করুন। কারণ গ্রহনকালে হাত স্পর্শ করা অশুভ বলে মনে করা হয়। এটি তুলসীকে অপবিত্র করে তোলে। তাই ভুল করেও এমন ভুল করবেন না। গ্রহণকালে যত তাড়াতাড়ি সম্ভব খাবারে তুলসী পাতা রাখুন।

Next Article