সংখ্যা ছাড়া অচল এই মহাবিশ্ব। সংখ্যার ব্যবহার প্রত্যেক মানুষের কাছেই ভিন্ন ভিন্ন। আস্তিক থেকে নাস্তিক, যুক্তিবাদী, গণিতবিদ, ব্যবসায়ী সবার কাছেই সংখ্যার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। এমনকি যে ব্যক্তি কোনও পড়াশোনা জানেন না, তিনিও কিন্তু সংখ্যার ব্যবহার করেন। আবার যাঁরা জ্যোতিষ নিয়ে চর্চা করেন তাঁদের কাছেও খুবই মূল্যবান এই সংখ্যা। বিশেষ করে সংখ্যাতত্ত্ব নিয়ে রীতিমত বই রয়েছে। জ্যোতিষ শাস্ত্র বলছে সংখ্যাতত্ত্ব কিন্তু বলে দিতে পারে আপনার বিষয়ে অনেক গোপন তথ্য। এমনকি আপনি কীসে ভয় পান, তাও বলে দেবে এই সংখ্যাতত্ত্ব। কেবল জানতে হবে আপনার জন্ম তারিখ। কী বলছে সংখ্যাতত্ত্ব? মিলিয়ে দেখুন তো সঠিক কি না?
১ তারিখ জন্মদিন হলে উঁচু জায়গা থেকে পতনের ভয় থাকে।
২, ১১, ২১ তারিখ জন্ম হলে – গভীর জল বা সমুদ্রে ভয়।
জন্মতিথি ৩, ১২, ২১ তারিখ হলে তাঁরা কুকুর, শিয়াল জাতীয় পশুকে ভয় পান।
১০ তারিখ জন্ম নেওয়া ব্যক্তিরা মহাশূন্য থেকে ভয় পান।
১৯ তারিখ জন্মদিন হলে বিড়াল জাতীয় প্রাণীকে ভয় পান।
২৮ তারিখ জন্মতিথি হলে বন্ধু বা আত্মীয়-স্বজন থেকে দূরে থাকতে চান।৪, ১১, ২২ তারিখ জন্ম হলে এঁরা নিঃসঙ্গতার সমস্যায় ভোগেন।
৩১ তারিখ জন্ম নিলে জনতার রোষকে ভয় পান এঁরা।
২৯ তারিখে যাঁদের জন্ম তাঁদের মধ্যে মৃত্যুভয় প্রবল হয়।
৩০ তারিখে জন্ম হলে অসুখ হলে বা রোগ হলে কে দেখবে, সেই ভেবে ভয়ে থাকেন।
৭, ১৬, ২৫ তারিখে যাঁদের জন্ম তাঁরা নারীর বা স্ত্রীলোক দ্বারা সম্মান খোয়ানোর ভয় পান।
৮, ১৭, ২৬ তারিখ জন্ম হলে অস্ত্র, প্রস্তরখণ্ড দ্বারা আঘাত, মস্তিস্কে রক্ত ক্ষরণের ভয় পান। মনের মধ্যেই অজানা ভয় কাজ করে।