Ganesh Puja Bhog: গণেশ পুজোর ভোগে এইগুলি নিবেদন করলেই পূরণ হয় মনস্কামনা!

Ganesh Puja: গণেশ পুজোতে ভোগ নিবেদন পুজোরই এক বিশেষ অংশ। কথিত, গণেশ মিষ্টিপ্রিয়, বিশেষত মোদক ভীষণ পছন্দ করেন। বিশ্বাস, আন্তরিক ভক্তিভরে সঠিক ভোগ নিবেদন করলে খুশি হন সিদ্ধিদাতা গণেশ। পূর্ণ হয় মনবাঞ্ছা। গণেশ পুজোয় কোন কোন ভোগ নিবেদন করলে মনোবাসনা সিদ্ধ হয়?

Aug 25, 2025 | 7:54 PM

1 / 8
গণেশ পুজোতে ভোগ নিবেদন পুজোরই এক বিশেষ অংশ। ভগবান গণেশ হলেন ভক্তের মঙ্গল, জ্ঞান, সমৃদ্ধি ও বাধা-নাশক দেবতা। কথিত, গণেশ মিষ্টিপ্রিয়, বিশেষত মোদক ভীষণ পছন্দ করেন। বিশ্বাস, আন্তরিক ভক্তিভরে সঠিক ভোগ নিবেদন করলে খুশি হন সিদ্ধিদাতা গণেশ। পূর্ণ হয় মনবাঞ্ছা। গণেশ পুজোয় কোন কোন ভোগ নিবেদন করলে মনোবাসনা সিদ্ধ হয়?

গণেশ পুজোতে ভোগ নিবেদন পুজোরই এক বিশেষ অংশ। ভগবান গণেশ হলেন ভক্তের মঙ্গল, জ্ঞান, সমৃদ্ধি ও বাধা-নাশক দেবতা। কথিত, গণেশ মিষ্টিপ্রিয়, বিশেষত মোদক ভীষণ পছন্দ করেন। বিশ্বাস, আন্তরিক ভক্তিভরে সঠিক ভোগ নিবেদন করলে খুশি হন সিদ্ধিদাতা গণেশ। পূর্ণ হয় মনবাঞ্ছা। গণেশ পুজোয় কোন কোন ভোগ নিবেদন করলে মনোবাসনা সিদ্ধ হয়?

2 / 8
মোদক - মোদক হল ভগবান গণেশের সবচেয়ে প্রিয় ভোগ। বিশেষত নারকেল এবং গুড় দিয়ে তৈরি এই বিশেষ মোদক মহারাষ্ট্রে অত্যন্ত পরিচিত। গণেশ চতুর্থীর সময় বিশেষভাবে বাড়ে এর চাহিদাও। পুরাণ অনুযায়ী, গণেশজির হাতে সর্বদা মোদক থাকে, যা জ্ঞান, সুখ ও ঐশ্বর্যের প্রতীক। বিশ্বাস করা হয়, পুজোয় ২১টি মোদক নিবেদন করলে দেবতা ভক্তের মনস্কামনা পূর্ণ করেন।

মোদক - মোদক হল ভগবান গণেশের সবচেয়ে প্রিয় ভোগ। বিশেষত নারকেল এবং গুড় দিয়ে তৈরি এই বিশেষ মোদক মহারাষ্ট্রে অত্যন্ত পরিচিত। গণেশ চতুর্থীর সময় বিশেষভাবে বাড়ে এর চাহিদাও। পুরাণ অনুযায়ী, গণেশজির হাতে সর্বদা মোদক থাকে, যা জ্ঞান, সুখ ও ঐশ্বর্যের প্রতীক। বিশ্বাস করা হয়, পুজোয় ২১টি মোদক নিবেদন করলে দেবতা ভক্তের মনস্কামনা পূর্ণ করেন।

3 / 8
লাড্ডু - মোদকের পাশাপাশি লাড্ডুও গণপতির বড় প্রিয়। বিশেষত বেসন বা বুন্দির লাড্ডু নিবেদন করলে সংসারে ধনসম্পদ ও সৌভাগ্যের বৃদ্ধি ঘটে। অনেকে আবার তিল ও গুড়ের লাড্ডু ভোগ হিসেবে দেন, যা শুভ শক্তি ও স্বাস্থ্য উভয়ই রক্ষা করে বলে মনে করা হয়।

লাড্ডু - মোদকের পাশাপাশি লাড্ডুও গণপতির বড় প্রিয়। বিশেষত বেসন বা বুন্দির লাড্ডু নিবেদন করলে সংসারে ধনসম্পদ ও সৌভাগ্যের বৃদ্ধি ঘটে। অনেকে আবার তিল ও গুড়ের লাড্ডু ভোগ হিসেবে দেন, যা শুভ শক্তি ও স্বাস্থ্য উভয়ই রক্ষা করে বলে মনে করা হয়।

4 / 8
ক্ষীর বা পায়েস - দুধ, চাল ও চিনি দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস পুজোর অন্যতম পবিত্র ভোগ। গণপতির কাছে খীর নিবেদন করলে ভক্তের সংসারে অন্নের অভাব দূর হয় এবং পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। যারা সন্তানের মঙ্গল কামনা করেন, তারা বিশেষভাবে ক্ষীর নিবেদন করলে ফলপ্রাপ্ত হন বলে বিশ্বাস।

ক্ষীর বা পায়েস - দুধ, চাল ও চিনি দিয়ে তৈরি ক্ষীর বা পায়েস পুজোর অন্যতম পবিত্র ভোগ। গণপতির কাছে খীর নিবেদন করলে ভক্তের সংসারে অন্নের অভাব দূর হয় এবং পরিবারে সুখ-শান্তি বজায় থাকে। যারা সন্তানের মঙ্গল কামনা করেন, তারা বিশেষভাবে ক্ষীর নিবেদন করলে ফলপ্রাপ্ত হন বলে বিশ্বাস।

5 / 8
ফলমূল - তাজা ফল গণেশ পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত কলা, আঙুর, ডালিম, আপেল ইত্যাদি ফল নিবেদন করলে তা শুভ ফল প্রদান করে। কলা ভোগ হিসেবে দিলে কর্মক্ষেত্রে উন্নতি হয় বলে লোকবিশ্বাস আছে। আবার ডালিম নিবেদন করলে স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধি পায়।

ফলমূল - তাজা ফল গণেশ পুজোয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষত কলা, আঙুর, ডালিম, আপেল ইত্যাদি ফল নিবেদন করলে তা শুভ ফল প্রদান করে। কলা ভোগ হিসেবে দিলে কর্মক্ষেত্রে উন্নতি হয় বলে লোকবিশ্বাস আছে। আবার ডালিম নিবেদন করলে স্বাস্থ্য ও শক্তি বৃদ্ধি পায়।

6 / 8
নারকেল - নারকেলকে শুভ প্রতীক ধরা হয়। পুজোয় গোটা নারকেল নিবেদন করলে জীবনের বাধা দূর হয়। অনেকেই পুজোর শেষে সেই নারকেল ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করেন, যা ভাগ করে খেলে ভক্তদের মনোবাসনা পূর্ণ হয় বলে মনে করা হয়।

নারকেল - নারকেলকে শুভ প্রতীক ধরা হয়। পুজোয় গোটা নারকেল নিবেদন করলে জীবনের বাধা দূর হয়। অনেকেই পুজোর শেষে সেই নারকেল ভক্তদের মধ্যে প্রসাদ হিসেবে বিতরণ করেন, যা ভাগ করে খেলে ভক্তদের মনোবাসনা পূর্ণ হয় বলে মনে করা হয়।

7 / 8
 মিষ্টান্ন - রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই ইত্যাদি ঘরোয়া মিষ্টান্নও গণেশ পুজোয় নিবেদন করা হয়। এগুলো নিবেদন করলে পরিবারের মধ্যে আনন্দ, ঐক্য ও প্রেম বৃদ্ধি পায়। অনেকে বলেন, যিনি মিষ্টির ভোগ নিবেদন করেন, তার জীবনে সুখবর দ্রুত আসে।

মিষ্টান্ন - রসগোল্লা, সন্দেশ, মিষ্টি দই ইত্যাদি ঘরোয়া মিষ্টান্নও গণেশ পুজোয় নিবেদন করা হয়। এগুলো নিবেদন করলে পরিবারের মধ্যে আনন্দ, ঐক্য ও প্রেম বৃদ্ধি পায়। অনেকে বলেন, যিনি মিষ্টির ভোগ নিবেদন করেন, তার জীবনে সুখবর দ্রুত আসে।

8 / 8
গণেশ পুজোয় মোদক, লাড্ডু, ক্ষীর, ফলমূল, নারকেল ও মিষ্টান্ন নিবেদন করলে ভগবান গণেশ ভক্তের আন্তরিকতা উপলব্ধি করেন এবং দ্রুত মনবাঞ্ছা পূর্ণ করেন বলেই বিশ্বাস। (সব ছবি - Getty Images)

গণেশ পুজোয় মোদক, লাড্ডু, ক্ষীর, ফলমূল, নারকেল ও মিষ্টান্ন নিবেদন করলে ভগবান গণেশ ভক্তের আন্তরিকতা উপলব্ধি করেন এবং দ্রুত মনবাঞ্ছা পূর্ণ করেন বলেই বিশ্বাস। (সব ছবি - Getty Images)