Hibiscus Flower: একটি জবা ফুলে আমূল বদলে যাবে গোটা জীবনটাই! সমস্যা মেটাতে কীভাবে ব্যবহার করবেন?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Aug 28, 2023 | 9:30 AM

Astro Remedies: এই পরিস্থিতিতে, বাস্তুশাস্ত্রে রয়েছে এক মোক্ষম প্রতিকার। রয়েছে জবা ফুলের প্রতিকার। জীবনের সমস্যা মেটাতে বা জীবনের ভোল বদলে দিতে কীভাবে ব্যবহার করবেন এই অতিপরিচিত ফুল, তা জেনে নিন একনজরে...

Hibiscus Flower: একটি জবা ফুলে আমূল বদলে যাবে গোটা জীবনটাই! সমস্যা মেটাতে কীভাবে ব্যবহার করবেন?

Follow Us

প্রত্যেকের জীবনেই অনেক উত্থান-পতন থাকে। আর জীবন মানেই সমস্যার পর সমস্যার মুখোমুখি হওয়া। জেদি দুঃখ-কষ্টের সময় থেকে কীভাবে মুক্তি পাওয়া যা, সেই চেষ্টাই করে যান। কিন্তু একটা শেষ হতে না হতেই আরও একটা সমস্যা। এই পরিস্থিতিতে, বাস্তুশাস্ত্রে রয়েছে এক মোক্ষম প্রতিকার। রয়েছে জবা ফুলের প্রতিকার। জীবনের সমস্যা মেটাতে বা জীবনের ভোল বদলে দিতে কীভাবে ব্যবহার করবেন এই অতিপরিচিত ফুল, তা জেনে নিন একনজরে…

আর্থিক অবস্থার উন্নতি করতে: যদি আর্থিক সমস্যার মধ্য দিয়ে যান, তাহলে তা কাটিয়ে উঠতে জবা ফুলের ব্যবস্থা নিতে পারেন। এর জন্য মঙ্গলবার হনুমানজিকে ওশুক্রবার দেবী লক্ষ্মীকে লাল রঙের জবা ফুল অর্পণ করতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে হু হু করে। এর পাশাপাশি আপনার কোনও জিনিসপত্র চুরি হয়ে গেলে বা কোনও মূল্যবান জিনিস হারিয়ে গেলেও এই প্রতিকারের সাহায্য নিতে পারেন।

শক্তি বৃদ্ধি করতে: সূর্যদেবের মতো দীপ্তি পেতে এবং শরীরে শক্তি সঞ্চালন বাড়াতে জবা ফুলের সাহায্য নিতে পারেন। এর জন্য নিয়মিত সূর্য দেবতার পূজা করুন ও  জল দেওয়ার সময় জলে একটি লাল জবা ফুল রেখে দিন। আসলে, হিবিস্কাস ফুল ছাড়া ভগবান সূর্য নারায়ণের পুজো অসম্পূর্ণ।

গ্রহের দোষ কমাতে: যে রাশিতে সূর্য দুর্বল, সেই রাশির জাতক-জাতিকারা গ্রহের দোষ থেকে মুক্তি পেতে জবা ফুলের প্রতিকার নিতে পারেন। এর জন্য বাড়ির পূর্ব দিকে একটি লাল জবা ফুলের গাছ লাগান। এর মাধ্যমে, বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর করে ও পজিটিভ শক্তিতে রূপান্তরিত করে।

সন্তানের একাগ্রতা বাড়াতে: অনেক সময় শিশুরা পড়াশোনায় আগ্রহী হয় না, মাঝেমধ্যেই তাদের একাগ্রতা ব্যাহত হতে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে হিবিস্কাস ফুলের ব্যবস্থা নিতে পারেন। এই জন্য, পড়াশোনা করার সময় শিশুর পড়ার টেবিলে প্রতিদিন একটি লালজবা ফুল রেখে দিতে পারেন। এতে শিশুর মন পড়াশুনার প্রতি আকৃষ্ট হবে,  একাগ্রতাও বাড়বে।

শত্রু কমাতে: জীবনে যত কম শত্রু থাকবে, ততই ভালো। এমন পরিস্থিতিতে, যদি কারও সঙ্গে শত্রুতা শুরু করে থাকেন তবে তার প্রভাব কমাতে সেই ব্যক্তিকে লাল জবা ফুল উপহার দিতে পারেন। তাতে শীঘ্রই এর ইতিবাচক ফলাফল দেখতে শুরু করবেন।

মঙ্গল দোষ কমাতে: যাদের জন্মের কুণ্ডলীতে মঙ্গল দোষ রয়েছে তারা জীবনে অনেক সমস্যার সম্মুখীন হন। যেমন দেরিতে বিয়ে হওয়া বা বিয়ে হলেও সঙ্গীর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা। জীবনে কখনও কখনও দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়। এই পরিস্থিতিতে, মঙ্গল দোষ থেকে মুক্তি পেতে, বাড়িতে লাল জবা  ফুলের গাছ লাগাতে পারেন।

Next Article