Paush Purnima 2024: হিন্দু ক্যালেন্ডার মতে, পৌষ পূর্ণিমা কবে? উপবাস ও স্নানের শুভ সময় কখন, জানেন?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jan 20, 2024 | 7:30 AM

Goddess Lakshmi: পূর্ণিমা তিথিতে চাঁদ দেখার পরই পৌষ পূর্ণিমা উপবাস পালন করা উচিত। হিন্দুধর্ম মতে,  নিয়ম  মেনে পৌষ পূর্ণিমার উপবাস পালন করা হবে আগামী ২৫ জানুয়ারিতে। শুধুমাত্র সেই দিন পবিত্র স্নান করার পর দান করা উচিত। এদিন সন্ধ্যের সময় দেবী লক্ষ্মীর পুজো করুন, রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন।

Paush Purnima 2024: হিন্দু ক্যালেন্ডার মতে, পৌষ পূর্ণিমা কবে?  উপবাস ও স্নানের শুভ সময় কখন, জানেন?

Follow Us

হিন্দু ক্যালেন্ডার মতে, পৌষ মাসে পূর্ণিমার দিনটি হল দশম মাসের পনেরোতম দিন। বাঙালির কাছে পৌষ সংক্রান্তি কেটে গেলেও হিন্দু ক্যালেন্ডার অনুআয়ী, এখনও পৌষমাস শেষ হয়নি। তাই আসন্ন পৌষ পূর্ণিমার দিন অনেকেই উপবাস পালন করে লক্ষ্মীর আরাধনা করেন। সন্ধ্যের সময় চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা হয়। মনে করা হয়, এদিন লক্ষ্মীর বিশেষ আচার মেনে পুজোপাঠ করা হলে সংসারে সম্পদ, সমৃদ্ধি বৃদ্ধি পায়। অন্যদিকে চন্দ্রদেবের কৃপায় মানসিক শক্তিও বজায় থাকে। মনোবল ও আত্মবিশ্বাস থাকে তুঙ্গে। তাহলে হিন্দু ক্যালেন্ডার অনুসারে, কবে পালিত হবে পৌষ পূর্ণিমা।

পৌষ পূর্ণিমা ২০২৪

পৌষ পূর্ণিমার তারিখ নিয়ে বিভ্রান্তি থাকলে পঞ্চাঙ্গ দেখা উচিত। পঞ্চাঙ্গ অনুসারে, পৌষ পূর্ণিমার তারিখ ২৪ জানুয়ারি রাত ৯টা ৫৯ মিনিট থেকে ২৫ জানুয়ারি রাত ১১টা ২৩ মিনিট পর্যন্ত পালিত হবে।

পৌষ পূর্ণিমার দিন স্নান করুন ঠিক সূর্যোদয়ের সময়। তাহলে তা পুণ্যলাভ হতে পারে বলে মনে করা হয়। পূর্ণিমা তিথিতে চাঁদ দেখার পরই পৌষ পূর্ণিমা উপবাস পালন করা উচিত। হিন্দুধর্ম মতে,  নিয়ম  মেনে পৌষ পূর্ণিমার উপবাস পালন করা হবে আগামী ২৫ জানুয়ারিতে। শুধুমাত্র সেই দিন পবিত্র স্নান করার পর দান করা উচিত। এদিন সন্ধ্যের সময় দেবী লক্ষ্মীর পুজো করুন, রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করুন।

পৌষ পূর্ণিমা ২০২৪: শুভ যোগগুলি কী কী?

1- রবি যোগ: সকাল ৭টা ১৩ মিনিট থেকে সকাল ৮টা ১৬ মিনিট পর্যন্ত

2- গুরু পুষ্য যোগ: ২৬ জানুয়ারির সকাল ৮টা ১৬ মিনিট থেকে সকাল ৭টা ১২ মিনিট

3- অমৃত সিদ্ধি যোগ: সকাল ৮টা ১৬ মিনিট থেকে পরের দিন সকাল ৭টা ১২ মিনিট পর্যন্ত।

4- প্রীতি যোগ: সকাল ৭টা ৩২ মিনিট থেকে সারা রাত পর্যন্ত

5- সর্বার্থ সিদ্ধি যোগ: সারা দিন

Next Article