Pitru Paksha 2023: এই ফুল ছাড়া তর্পন অসম্পূর্ণ! ভুলেও কোন ফুল শ্রাদ্ধের সময় ব্যবহার করবেন না?

Astrology: পঞ্চাঙ্গ অনুসারে, ভাদ্রপদ মাসের পূর্ণিমা দিন থেকে শুরু হয়ে পিতৃপক্ষ আশ্বিন মাসের অমাবস্যার দিন পর্যন্ত চলবে। এই ১৬ দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পূজা, শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান ইত্যাদি কাজকর্ম করা হয়।

Pitru Paksha 2023:  এই ফুল ছাড়া তর্পন অসম্পূর্ণ! ভুলেও কোন ফুল শ্রাদ্ধের সময় ব্যবহার করবেন না?

| Edited By: দীপ্তা দাস

Sep 30, 2023 | 10:26 AM

সনাতন ধর্মে পিতৃপক্ষের বিশেষ গুরুত্ব রয়েছে, তা সকলেরই জানা। সামনেই মহালয়া। পঞ্চাঙ্গ অনুসারে, ভাদ্রপদ মাসের পূর্ণিমা দিন থেকে শুরু হয়ে পিতৃপক্ষ আশ্বিন মাসের অমাবস্যার দিন পর্যন্ত চলবে। এই ১৬ দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে পূজা, শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান ইত্যাদি কাজকর্ম করা হয়। বংশের কারওর দ্বারা সম্পাদিত শ্রাদ্ধের আচার-অনুষ্ঠানে খুশি হলে পূর্বপুরুষরা সন্তানসুখ, সুখ ও সমৃদ্ধির সঙ্গে আশীর্বাদ প্রদান করেন। ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর পিতৃপক্ষ ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। শেষ হবে আগামী ১৪ অক্টোবর।

জ্যোতিষশাস্ত্র অনুসারে, পিতৃপক্ষের সময়, পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ ও পিন্ডদান ইত্যাদি করতে একটি বিশেষ ফুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তর্পনে সবচেয়ে দরকারি ফুলকে ইচ্ছার ফুল নামে পরিচিত। কথিত আছে, শ্রাদ্ধের সময় কাশ ফুল ব্যবহার না করলে সেই ব্যক্তির শ্রাদ্ধানুষ্ঠান সম্পূর্ণ হয় না।

পিতৃপক্ষে কোন ফুল ব্যবহার করবেন

শাস্ত্র অনুসারে, শ্রাদ্ধের সময় যে পুজো করা হয়, তা একেবারে আলাদা।শুধু তাই নয়, শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় বেশ কিছু জিনিসের উপর খেয়াল রাখা খুব দরকার। পিতৃপক্ষের শ্রাদ্ধ ও তর্পণের জন্য সব ফুল ব্যবহার করা যায় না। শ্রাদ্ধ বা তর্পনের জন্য শুধুমাত্র কাশ ফুলই ব্যবহার করা হয়। পিতৃপক্ষের সময় যে শ্রাদ্ধে রীতি মনে পুজো করা হয়, তাতে মালতী, জুহি, চম্পা-সহ সাদা ফুল ব্যবহার করা হয়। তবে ভুলেও যেন শ্রাদ্ধের সময় তুলসী ও ভৃঙ্গরাজের ব্যবহার যেন না হয়, তা মাথায় রাখা উচিত।

ভুল করেও এই ফুল ব্যবহার করবেন না

পিতৃপক্ষে শ্রাদ্ধ ও তর্পনের সময় বেলপত্র, কদম্ব, করবী, লাল-কালো রঙের ফুলের ব্যবহার নিষিদ্ধ বলে মনে করা হয়। মনে করা হয়, পূর্বপুরুষরা শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় এই ফুলগুলি দেখলে অত্যন্ত বিষন্ন হন, এমনকি রুষ্ট হতেও পারেন। তাই পিতৃপক্ষের সময় যদি পিতৃদোষ থেকে মুক্তি চান, তাহলে এই ফুলগুলি একেবারেই ব্যবহার করবেন না। পূর্বপুরুষের রাগের কারণে পরিবারের মধ্য়ে অশুভ প্রভাব পড়তে পারে। এমনকি আর্থিক সমস্যায় পড়ে ভিখারিও হয়ে যেতে পারেন।

পূর্বপুরুষদের নিবেদনের ক্ষেত্রে কাশ ফুল কেন গুরুত্বপূর্ণ?

পুরাণে উল্লেখ রয়েছে, পিতৃতর্পনের সময় কাশ ফুলের ব্যবহারকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তর্পণের সময় যেমন কুশ ও তিলের আলাদা মর্যাদা রয়েছে, তেমনি পিতৃতর্পণের সময় কাশ ফুল না থাকলে সেই তর্পণ করা অসম্পূর্ণ থেকে যায়। কথিত আছে পিতৃপুরুষদের খুশি করার জন্য কাশ ফুল ব্যবহার করা শুভ বলে মনে করা হয়।