ইংরেজি ক্যালেন্ডার অনুসারে, বছরের সপ্তম মাস হল জুলাই মাস। এই মাসে জন্মগ্রহণকারীদের মধ্যে রয়েছে বিশেষ গুণ। জুলাই মাস হল শিবের পবিত্র মাস। তাই এই মাসে জন্মগ্রহণকারীরা মহাদেবের আশীর্বাদপ্রাপ্ত বলেই মনে করা হয়। অনেকেই জানেন না, এই পবিত্র মাসে জন্ম হয়েছে বিশ্বের তাবড় তাবড় ব্যক্তিত্বরা। নেলসন ম্যান্ডেলা, দালাই লামা, প্রিয়াঙ্কা চোপড়া, টম হ্যাঙ্কস, মহেন্দ্র সিং ধোনি, অ্যাঞ্জেলা মার্কেল, সঞ্জয় দত্ত, রণবীর সিং, কিয়ারা আদভানি-সহ আরও অনেক বিখ্যাত ব্যক্তিদের জন্মদিনও রয়েছে। জুলাই মাসের বিশেষত্ব হল এই মাসে জন্মগ্রহণকারী নিজ নিজ ক্ষেত্রে সাফল্যের শীর্ষ স্থানে অবস্থান করেন। এই মাসে ছায়া গ্রহ কেতুর দ্বারা প্রভাবিত হয়। পাশাপাশি জুলাই মাসে সূর্য, শুক্র, বুধ, মঙ্গল-সহ অনেক গ্রহ-নক্ষত্র পরিবর্তন করে। তাই এই মাসে জন্ম নেওয়া মানুষের জীবন কেমন হবে, তা জেনে নিন এখানে…
ব্যক্তিত্ব
জুলাই মাসে জন্মগ্রহণকারীদের ব্যক্তিত্ব বেশ খোশমেজাজের হয়ে থাকে। তবে মনের গভীরতার কোনও তল পাওয়া যায় না। রহস্যে ঘেরা। স্বভাবে খুব শান্ত ও আশাবাদী। প্রতিটি সিদ্ধান্ত খুব সাবধানে নেন। তারা জানেন কখন, কোথায়, কতটা কথা বলতে হবে। খুব ভালো কূটনীতিক মনোভাবাপন্ন, তাই বিপরীতে থাকা ব্যক্তির স্বভাব দেখেই আচরণ করে থাকেন। মন খুব পরিষ্কার, তাই কারওর সঙ্গে শত্রুতার সম্পর্ক বজায় রাখতে আগ্রহ দেখান না।
কর্মজীবন
জুলাই মাসে জন্মগ্রহণকারীদের কর্মজীবন খুবই পরিষ্কার ও সাদাসিদে হয়ে থাকে। নিজ নিজ ক্ষেত্রে সাফল্য কখনও আটকে থাকে না। কঠোর পরিশ্রমের ফল পেয়ে যান। অন্যকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার প্রবণতা রয়েছে। নিজেকে বস হিসেবে দেখতে চান। কাজের মাধ্যমে প্রতিভা জাহির করার চেষ্টা কখনও ছাড়েন না। যার কারণে অনেকেই প্রভাবিত হয়ে ভুল পথে চালিত হন। যদি কোনও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তার সঙ্গে যারা কাজ করেন, তাঁরা রাগ করলেও অন্যদিকে পছন্দও করে থাকেন। কর্মক্ষেত্রে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।
স্বাস্থ্য
জুলাই মাসে জন্মগ্রহণকারীরা খুব সহজে রেগে যান। তবে যখন রেগে যান তখন কড়াইয়ের উল্টো দিকের মতোন ফেটে পড়েন। রাগ বেশিক্ষণ নিজের মনের মধ্যে দাবিয়ে রাখেন না। খুব তাড়াতাড়ি শান্তও হয়ে যান। নিজের ভুলের জন্য সামনে থাকা ব্যক্তিকে দুঃখিত বলা থেকে পিছপা হন না। অন্যদের সাহায্য করতে প্রস্তুত থাকুন। স্বাস্থ্যের বিষয়েও খুব উদাসীন হন। নিজের কাজ গুছিয়ে নিতে দারুণ পারদর্শী। পরিবারের প্রয়োজনের দিকে মনোযোগ দেয়। অনেক সময় শারীরিক ও মানসিক, উভয়েরই সমস্যার সম্মুখীন হতে পারেন।
সম্পর্ক
পরিবারের সদস্যদের প্রতি সম্পূর্ণ নিবেদিতপ্রাণ। নরম ও সরল মানুষ হওয়ার কারণে পরিবারের সদস্যরা নানা কাজে ব্যবহার করতে সক্ষম হন। সবসময় পরিববারের সঙ্গে সময় কাটাতে চান এরা। জীবনে কখনও কোনও কিছুর অভাব তৈরি হয় না। প্রেম জীবন নিয়ে সমস্যা থাকে। দ্রুত কারওর উপর প্রেমে গদগদ হয়ে উঠে, কিন্তু সেই প্রেমের বেশিদিন টেঁকে না। প্রেম ভেঙে যাওয়ার ভয়ে নতুন সম্পর্ক তৈরিতে আগ্রহ দেখান না। বিবাহিত জীবনে এই ব্যক্তিরা খুব ভালো সংসারী হন। জীবনসঙ্গীর প্রতি সত্ থাকেন। ছোট ছোট ইচ্ছেগুলিকে গুরুত্ব দিয়ে যত্ন নেন।