Ram Darbar: বাড়িতে রাম দরবারের ছবি থাকলে কোন দিকে রাখবেন? ভাগ্য়ে দরজা খুলতে নজর রাখুন বাস্তুতে

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Jan 08, 2024 | 7:30 AM

Vastushastra: বাড়ির ঠাকুরঘরে প্রিয় দেব-দেবীর ছবি রাখেন অনেকেই। কিন্তু ছবি রাখার সময়, বাস্তুশাস্ত্রের নিয়ম না মানার ফলে জীবনে সমস্যায় পড়তে হয় বারে বারে। মনে করা হয়, ঘরে সঠিক দিকে শ্রী রামচন্দ্রের দরবারের ছবি রাখলে সুখ শান্তি আসে।

Ram Darbar: বাড়িতে রাম দরবারের ছবি থাকলে কোন দিকে রাখবেন? ভাগ্য়ে দরজা খুলতে নজর রাখুন বাস্তুতে

Follow Us

রাম দরবার যদি নতুন ভেবে থাকেন, তা একেবারেই নয়। রামের বাম পাশে স্ত্রী সীতা, ডান পাশে ভাই লক্ষ্মণ ও ভক্ত হনুমান, একসঙ্গে রাম দরবার বলা হয়। মানে রামের দরবারে এই তিনজন বসে আছেন। প্রাচীনকালে ঘরে ঘরে রামের দরবারের ছবি বা মূর্তি রেখে পুজো করার চল ছিল। কথিত আছে, প্রতিদিন নিয়ম করে রামের দরবার পুজো করলে ঘরে সুখ-শান্তি বজায় থাকে। সনাতন ধর্মে বাস্তুশাস্ত্রের গুরুত্ব বেশি। বাস্তুর নিয়ম মেনে চললে ঘরে সবসময় পজিটিভ শক্তি বজায় থাকে। সুখ-সমৃদ্ধির বন্যা বয়ে আসে।

বাড়ির ঠাকুরঘরে প্রিয় দেব-দেবীর ছবি রাখেন অনেকেই। কিন্তু ছবি রাখার সময়, বাস্তুশাস্ত্রের নিয়ম না মানার ফলে জীবনে সমস্যায় পড়তে হয় বারে বারে। মনে করা হয়, ঘরে সঠিক দিকে শ্রী রামচন্দ্রের দরবারের ছবি রাখলে সুখ শান্তি আসে। রাম দরবারের ছবি যদি ভুল দিকে লাগানো হয় বা রাখা হয়, তাহলে সেই ব্যক্তির  জীবনে দুঃখের অন্ত থাকে না। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে শ্রী রাম দরবারের ছবি কোন দিকে রাখা শুভ, তা জানুন…

কোন দিকে শ্রীরাম দরবার স্থাপন করা শুভ

বাড়িতে রাম দরবারের ছবি রাখলে পরিবারের সদস্যদের মধ্যে ঐক্যতা দেখা যায়। সকল প্রকার বিবাদ থেকে মুক্তিও পাওয়া যায়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে রাম দরবারের ছবি মন্দিরের পূর্ব দিকের দেওয়ালে টাঙানো উচিত। মনে করা হয় যে রাম দরবারকে সঠিক পথে রাখলে পরিবারের সদস্যদের মধ্যে শান্তি বজায় থাকে। বাস্তু দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। পরিবারের সকল সদস্যদের প্রতিদিন রাম দরবারে যাওয়া উচিত।

রাম দরবার পুজো পদ্ধতি

সকালে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরুন।

এরপর গঙ্গাজল দিয়ে শ্রী রাম দরবার পরিষ্কার করুন।

এবার রাম দরবারে বস্ত্র নিবেদন করুন , ফুল নিবেদন করুন।

এবার রাম দরবারকে যথাযথভাবে পুজো করা উচিত।

শেষে আরতি ও প্রসাদ বিতরণ করা উচিত।

Next Article