
আমাদের প্রতিদিনের জীবনে গ্রহগুলির নানা রকম প্রভাব পড়ে। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র সবার আলাদা আলাদা করে আমাদের জীবনে প্রভাব পড়ে। তেমন একটি গ্রহ হল শুক্র। শুক্র প্রেম, সম্পর্ক, সৌন্দর্য্যের গ্রহ। শুক্রের প্রভাবে আমাদের ভালবাসা এবং শিল্প বোধের বিকাশ ঘটে। আমরা সব জিনিসকে অন্য আঙ্গিকে দেখতে শিখি। জীবনকে উপভোগ করতে শেখায় শুক্রদেব। কিন্তু এই শুক্র যদি দুর্বল হয়ে পড়ে, তখন জীবনে নানা বাধার সম্মুখীন হতে হয়।
শুক্রের দশা খারাপ হলে কী কী হয় জানেন?
১। শুক্রের নেতিবাচক শক্তির প্রভাব আমাদের সম্পর্কের উপর পড়ে। বিশেষ করে প্রেমের সম্পর্কের অবনতি হয়। সঙ্গীর সঙ্গে বোঝা পড়ার অভাব হয়, মতের অমিল দেঝা যায়। নিজের মনের কথা প্রকাশ করতেও অসুবিধা হয়।
২। কেবল প্রেমের সম্পর্কে নয়, শুক্রের প্রভাব পড়ে নিজের উপরেও। নিজের প্রতি যত্ন নিতেও অনীহা দেখা যায়।
৩। শুক্রের নেতিবাচক শক্তির প্রভাব বজায় থাকলে, শিল্প বোধ কমে আসে। নিজের জীবন উপভোগ করতেও সমস্যা তৈরি হয়।
৪। নিজের স্বপ্নের থেকেও দূরে নিয়ে যায় শুক্রের নেতিবাচক প্রভাব। সব সময় একটা মানসিক চাপ কাজ করে।
কী ভাবে শুক্রের ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবেন?
১। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজের চারপাশ পরিষ্কার করে রাখা শুক্রকে আকর্ষণ করার প্রধান উপায়। নিজের সাজ পোশাকে সেই ঝলক থাকাটা একান্ত গুরুত্বপূর্ণ। কাচা ইস্ত্রি করা জামাকাপড় পরা, নিজের পোশাক সম্পর্কে সজাগ থাকাটা গুরুত্বপূর্ণ।
২। নিজের সঙ্গীকে সম্মান করুন, মহিলাদের সম্ভ্রম বজার রাখতে হবে। মহিলাদের প্রতি সম্মান দেখানো, ভাল ব্যবহার করাটা গুরুত্বপূর্ণ।
৩। শিল্পকলার প্রতি নিজের আগ্রহ বাড়ান। আঁকা, নাটক করার মতো শিল্পকলার সঙ্গে নিজের যোগাযোগ বাড়ান।
৪। দেবী লক্ষ্মীর পুজো করুন। পুজো করার সময়, ‘ওঁ শ্রীম মহালক্ষ্মীঃ নমঃ’ মন্ত্র জপ করুন। প্রতি শুক্রবার ঘি-এর প্রদীপ জ্বালিয়ে সাদা ফুল ভগবানকে নিবেদন করুন।