Kartik Puja: কার্তিক পুজোর দিন কী ভাবে ব্রত পালন করলে মিলবে আশির্বাদ?

Nov 15, 2024 | 11:26 PM

Kartik Puja: কলকাতাতে কার্তিক পুজোর বেশি রমরমা না থাকলেও কাটোয়া এবং বাঁশবেড়িয়ায় বেশ ধুমধাম করে পালিত হয় কার্তিক পুজো।

Kartik Puja: কার্তিক পুজোর দিন কী ভাবে ব্রত পালন করলে মিলবে আশির্বাদ?

Follow Us

কার্তিক মাসে পূজিত হবেন হর-গৌরী পুত্র চিরকুমার দেবসেনাপতি কার্তিকেয়। কার্তিক মাসের সংক্রান্তির দিন পূজিত হন তিনি। বিশেষ করে বন্ধ্যা মহিলারা সুদর্শন উচ্চগুণ সম্পন্ন সন্তান লাভের আশায় পুজো করেন কার্তিকের। কলকাতাতে কার্তিক পুজোর বেশি রমরমা না থাকলেও কাটোয়া এবং বাঁশবেড়িয়ায় বেশ ধুমধাম করে পালিত হয় কার্তিক পুজো। এই দিন কী করলে দেবসেনাপতি কার্তিকের আশির্বাদ লাভ করা যায়, জানেন?

১। কার্তিক পুজোর দিন সকালবেলা তুলসী গাছের পুজো করুন। সন্ধ্যাবেলা তুলসী মঞ্চে একটা ঘিয়ের প্রদীপ জ্বালুন।

২। কার্তিক ঠাকুরের পছন্দের ফুল রক্তকরবী। যদি এই ফুল না পাওয়া যায় তা হলে সাদা বা হলুদ করবী দিয়েও পুজো করতে পারেন।

৩। সন্তান লাভের প্রার্থনা থাকলে কার্তিক পুজোর দিন কার্তিক ঠাকুরের সামনে বাচ্চাদের একটা জামা কিনে এনে রাখতে হবে।

৪। পুজোর সময় অবশ্যই একটা বাঁশি, তীর-ধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রাখবেন।

৫। ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক পুজো শেষ হয়ে গেলে আপনার সন্তানের বিদ্যার স্থানে রেখে দিন। এর ফলে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়।

৬। কার্তিক পুজোয় ঠাকুরকে পাঁচটা গোটা ফল নিবেদন করুন। এ ছাড়া সম্ভব হলে পায়েস ভোগ নিবেদন করুন।

Next Article