Vastu Tips 2024: গোটা বছর কেটেছে অর্থকষ্টে? আসন্ন বছর শুরুর আগেই বাথরুম থেকে সরান এই জিনিসগুলি

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 29, 2023 | 8:30 AM

Bathroom Tips: বাস্তুশাস্ত্র মতে, নতুন বছর যাতে সব কিছুইই অর্জন করতে পারেন, তার জন্য ২০২৪ সাল শুরু হওয়ার আগেই বাথরুম থেকে সরিয়ে ফেলুন ছোটখাটো কিছু জিনিস। ঘর থেকে সঙ্কট ও অভাব দূরে রাখতে কোন কোন জিনিসগুলি বাথরুম থেরে সরিয়ে ফেলবেন, তা জেনে নিন এখানে..

Vastu Tips 2024: গোটা বছর কেটেছে অর্থকষ্টে? আসন্ন বছর শুরুর আগেই বাথরুম থেকে সরান এই জিনিসগুলি

Follow Us

জ্যোতিষশাস্ত্রের মত বাস্তুশাস্ত্রেরও রয়েছে বিশাল ক্ষমতা। তাই বাস্তু শক্তিকে মর্যাদা দেওয়া উচিত। বাস্তুশাস্ত্র মতে, বেশ কিছু কাজ বা প্রতিকার মেনে চললে বাড়ির পরিবেশ হয় সমৃদ্ধ। সুখ ও শান্তিতে ভরপুর হয়ে ওঠে সংসার। নতুন বছর যাতে চলতি বছরের থেকে দ্বিগুণ ভাল হয়, তার জন্য বছর শুরুর আগেই বেশ কিছু প্রতিকার মেনে চলা উচিত। বাস্তুশাস্ত্র মতে, নতুন বছর যাতে সব কিছুইই অর্জন করতে পারেন, তার জন্য ২০২৪ সাল শুরু হওয়ার আগেই বাথরুম থেকে সরিয়ে ফেলুন ছোটখাটো কিছু জিনিস। ঘর থেকে সঙ্কট ও অভাব দূরে রাখতে কোন কোন জিনিসগুলি বাথরুম থেরে সরিয়ে ফেলবেন, তা জেনে নিন এখানে..

আজই  বাথরুম থেকে এই জিনিসগুলি সরিয়ে ফেলুন

বাস্তুশাস্ত্রে ভাঙা বা চির ধরা কাঁচকে খুবই অশুভ মনে করা হয়। তাই বাড়ির বাথরুমে যদি ভাঙা আয়না থাকে, তাহলে নতুন বর্ষ শুরু হওয়ার আগে ঘর থেকে বের করে দিন। বাস্তু মতে, ভাঙা আয়না ঘরে বাস্তুদোষ বয়ে নিয়ে আসে। বাথরুমের আয়না নষ্ট হয়ে গেলে আর্থিক সংকটে পড়তে হয়। তাই যত দ্রুত সম্ভব সরিয়ে ফেলুন।

বাথরুমে ব্যবহারের জন্য অনেকেই আলাদা আলাদা স্লিপার রাখেন। আর সেগুলি বাথরুমের জন্য বলে খারাপ স্লিপার রেখে দেন। বাস্তুমতে, ভুল করেও বাথরুমে নষ্ট হয়ে যাওয়া চপ্পল রাখা উচিত নয়। তাতে ঘরের মধ্যে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে।

বাস্তুশাস্ত্র অনুসারে, কখনওই খালি বালতি বাথরুমে রাখা উচিত নয়। কারণ খালি বালতি বাড়িতে দুর্ভাগ্যের কারণ হতে পারে। বাস্তু অনুসারে, সবসময় ভর্তি বালতি বাথরুমে রাখা উচিত। তাতে পজিটিভিটি ফিরে আসে।

বাস্তু অনুসারে, বাথরুমের কল বা ট্যাব ভাল অবস্থায় থাকা উচিত। বাথরুমের কল থেকে জল অনবরত ঝরে পড়ে, সেি বাড়িতে সম্পদ কখনওই স্থায়ী থাকতে পারে না। দারিদ্র্যের লক্ষণ দেখা যেতে পারে।

বাস্তুমতে বাথরুমে ভেজা কাপড় রাখা ভালো বলে মনে করা হয় না। যদি কাপড় ধুয়ে থাকেন তবে বাথরুমে বেশিক্ষণ রাখবেন না। তাতে সূর্যদোষ দেখা যায়। ধোওয়ার পরপরই শুকাতে দেওয়ার জন্য বাইরে রাখুন।

ঘর সাজানোর জন্য অনেকেই গাছ দিয়ে সাজিয়ে তোলেন। তবে বাথরুমের মধ্য়ে কখনও গাছ-গাছালি রাখবেন না। বাথরুমে রাখা গাছপালা দ্রুত নষ্ট হয়ে যায় ও ঘরে বাস্তু দোষ বাড়িয়ে তোলে। তাই সেগুলি বাথরুমে না রেখে বাইরে রাখুন।

Next Article