
আমাদের জীবনে প্রায় গাছেরই বিশেষ গুরুত্ব ও ভূমিকা রয়েছে। তবে হিন্দুধর্মে ঔষধি গাছগুলিকে আলাদা মর্যাদা দেওয়া হয়েছে। এমনই একটি ঔষধি গাছ হল তুলসী। ভারতে প্রায় পাঁচ হাজার বছর ধরে আয়ুর্বেদ ওষুধ প্রস্তুতিতে তুলসীর ব্যবহার হয়ে আসছে। তুলসী কথার অর্থ হল যার তুলনা নেই। আয়ুর্বদের নানা গ্রন্থ, বিশেষত চরক সংহিতা ও শুশ্রুত সংহিতায় তুলসীকে সুরসা নামে উল্লেখ করা হয়েছে। ইংরেজিতে তুলসীর নাম ইন্ডিয়ান বেসিল বা হোলি বেসিল। তবে যে শুধু আয়ুর্বেদ ওষুধ প্রস্তুতিতেই তুলসীর ব্যবহার হয় এমন নয়। হোমিওপ্যাথিতেও তুলসীর ব্যবহার রয়েছে।
একাধিক ধরনের তুলসী দেখা যায় ভারতে। সাধারণ তুলসী বা রাধা তুলসী প্রায় সকল গৃহস্থ বাড়িতেই দেখা যায়। এছআনা রয়েছে কৃষ্ণ তুলসী, কর্পূর তুলসী, মিষ্টি তুলসী, দুলাল তুলসী ইত্যাদি। তুলসী বহুবর্ষজীবী, ঝোপজাতীয় উদ্ভিদ। গ্রীষ্মপ্রধান অঞ্চলের উষ্ণ ও আর্দ্র পরিবেশে এই গাছ দ্রুত বেড়ে ওঠে।
হিন্দুধর্মেও তুলসী গাছকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রচলিত বিস্বাস অনুসারে এই গাছটি গৃহ থেকে নেতিবাচক শক্তি দূরে থাকে। পরিবারের সকলের জীবনে অগ্রগতি পরিলক্ষিত হয়। এবার তুলসী কাঠের মালা সম্পর্কে বলি। তুলসী কাঠের মালা পরার পর কিছু নিয়ম মেনে চলতে হবে।
হিন্দু ধর্মে তুলসী গাছকে ঈশ্বরের রূপ দেওয়া হয়েছে। সকাল-সন্ধ্যা তুলসী গাছের গোড়ায় জল দেওয়া ও প্রদীপ জ্বালানো নিয়ম। এই উদ্ভিদটিকে দেবী লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়। প্রচলিত বিশ্বাস করা হয় যে এই গাছ গৃহের আঙিনায় থাকলে এই গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। ফলে ঘর থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যায়। বাড়িতে অগ্রগতি পরিলক্ষিত হয়। এবার তুলসী গাছের কাঠের মালা সম্পর্কে বলা যাক— তুলসী কাঠের মালা পরার পর কিছু নিয়ম মেনে চলতে হয়।
তুলসী মালা পরার নিয়ম
যাঁরা একবার তুলসীর মালা পরেন, তাঁদের সাত্ত্বিক খাদ্য খেতে হয়। মাংস এবং অ্যালকোহল একবারেই স্পর্শ করা যায় না। তুলসী কাঠের মালা পরার পরে রসুন এবং পিঁয়াজ খাওয়া উচিত নয়।
তুলসীর মালা একবার পরার পর বারবার খুলে ফেলা উচিত নয়। সেই সঙ্গে এই মালা পরার আগে গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন। তারপর শুকিয়ে গেলে পরুন।
যাঁরা একবার তুলসীর মালা পরেন, তাঁরা প্রতিদিন বিষ্ণু মন্ত্র জপ করেন। একইসঙ্গে এর সঙ্গে রুদ্রাক্ষ পরা উচিত নয়। এমন কাজকে অশুভ বলে মনে করা হয়।
গলায় তুলসীর মালা পরতে সমস্যা হলে ডান হাতে মুড়েও পরতে পারেন। অন্যদিকে, রুটিন কাজ করার আগে এটিকে বাইরে রাখুন। তারপর গঙ্গাজল দিয়ে ধুয়ে পরিধান করুন।
(Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।)