
সনাতন ধর্মে সৌভাগ্য, আধ্যাত্মিক সম্পদ ও সৌভাগ্যের প্রতীক হলেন দেবী লক্ষ্মী। ত্রিদেবীর মধ্যে মহালক্ষ্মী হলেন অন্যতম। বিষ্ণুর পত্নীকে লক্ষ্মীদেবীকে মহালক্ষ্মী বলেও সম্বোধন করা হয়। শাস্ত্র মতে, ছয়টি বিশেষ গুণের দেবী হলেন মহালক্ষ্মী। মহাবিশ্বের সৃষ্টি ও তাকে রক্ষা করতে বিষ্ণু মর্ত্যে অবতীর্ণ হয়েছিলেন। সেই সময় সঙ্গে ছিলেন লক্ষ্মীদেবীও। বিভিন্ন সময়ে নানা রূপে মর্ত্যে জন্মগ্রহণ করেছিলেন। সাধারণত পদ্মের উপর দাঁড়িয়ে বা কখনও বসে থাকতে দেখা যায় লক্ষ্মীকে। সঙ্গে কখনও হাতি আবার পেঁচাকে বাহন হিসেবে দেখা যায়। হাতি থাকার অর্থ হল, ব্যাপক সমৃদ্ধি, শক্তি, জল, বৃষ্টি ও উর্বরতার প্রতীক। আর পেঁচা হল দৃষ্টি, জ্ঞান ও বিচক্ষণতার প্রতীক। আর পদ্ম হল বিশুদ্ধতার প্রতীক। আজ মহালক্ষ্মী ব্রত। এদিন উপবাস পালন করলে পুণ্যের সঙ্গে সঙ্গে পসুখ ও সৌভাগ্যও বৃদ্ধি ঘটে। বাড়ে আয়ও। বিশিষ্টদের মতে, মহালক্ষ্মী ব্রতে রয়েছে সৌভাগ্য যোগ- বেশ কয়েকটি শুভ যোগ গঠিত হয়েছে। এই শুভ যোগে সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করলে ভক্তদের আয়, সুখ ও সৌভাগ্য বৃদ্ধি ঘটে।
হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি পর্যন্ত প্রতি বছর মহালক্ষ্মী ব্রত পালন করা হয়। চলতি বছরে এই বিরল ও শুভ মহালক্ষ্মী ব্রত পালিত হবে ২২ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এই উপবাসে রীতি অনুযায়ী ধন-সম্পদের দেবী লক্ষ্মীর পুজো করা হয়। এই উপবাস পালন করা হলে পুণ্য সুখ ও সৌভাগ্য বৃদ্ধি করে।
শুভ সময়
পঞ্চাঙ্গ অনুসারে, ভাদ্রপদ মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি শুরু হবে দুপুর ১টা ৩৫মিনিটে ও শেষ হবে পরের দিন অর্থাৎ ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টা ১৭মিনিটে। এই ব্রত পালনের জন্য কোনও নির্দিষ্ট কোনও সময় নেই, সুবিধেমত যে কোনও সময় ধন-সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করতে পারেন।
শুভ যোগ
জ্যোতিষীদের মতে, মহালক্ষ্মী ব্রত ও উপবাসে একটি বিরল আয়ুষ্মান যোগ তৈরি হচ্ছে। রাত ১১টা ৫৩ মিনিট পর্যন্ত আয়ুষ্মান যোগ। এই শুভ ও বিরল যোগে দেবী লক্ষ্মীর আরাধনা করলে ভক্তরা অনন্ত ফল লাভ করে থাকেন। শুধু তাই নয়, ধনলক্ষ্মী আশীর্বাদও বর্ষণ করে থাকেন। এই যোগে সব ধরনের শুভ কাজ করা সম্ভব। মহালক্ষ্মী ব্রত উপবাসে সৌভাগ্য যোগও তৈরি হয়েছে। সৌভাগ্য যোগের গঠন ২২ সেপ্টেম্বর রাত ১১টা ৫৩ মিনিট থেকে ২৩ সেপ্টেম্বর রাত ৯টা ৩১ মিনিট পর্যন্ত। জ্যোতিষশাস্ত্র সৌভাগ্য যোগকে শুভ বলে মনে করা হয়। এই মহাযোগে সমস্ত শুভ কাজ করতে পারেন ভক্তরা। সহজ কথায়, মহালক্ষ্মী উপবাসের দ্বিতীয় দিনেও শুভ কাজ করা সম্ভব। তাই নয়, দ্বিতীয় দিনে সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা করলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে।
অভিজিৎ মুহুর্তা
মহালক্ষ্মী উপবাসের প্রথম দিনে, অভিজিৎ মুহুর্ত শুরু হয়েছে সকাল ১১টা ৪৯ মিনিট থেকে দুপুর ১১টা ৩৮ মিনিট পর্যন্ত। এই সময়ে শুভ কাজ করতে পারেন ভক্তরা।
নক্ষত্র যোগ
মহালক্ষ্মী উপবাসের দিন উদয় তিথি থেকে বিকেল ৩টে ৩৪মিনিট পর্যন্ত জ্যৈষ্ঠ নক্ষত্র অবস্থানে থাকে। এই নক্ষত্রকে শুভ কাজের জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয়। এই নক্ষত্রে দেবী মহালক্ষ্মীর আরাধনা করলে সব ইচ্ছেপূরণ হতে পারে। এর পরে রয়েছে মূলা নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র মূল নক্ষত্রেও শুভ কাজ করার নির্দেশ রয়েছে।