AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SRK Birthday Horoscope: আকাশ-ছোঁয়া কেরিয়ার থেকে বিপুল অর্থ! কোন ভাগ্যবলে ‘বলিউড বাদশা’ শাহরুখ

Shah Rukh Khan Birthday 2023: কঠোর পরিশ্রম ও অধ্যাবসা না থাকলে জীবনে কিছুই সম্ভব নয়। কিন্তু তারপরেও রয়েছে একটি কারণ। ভাগ্য। পরিশ্রম ও ভাগ্য, উভয়ই যদি তালে তাল না মেলে তাহলেও কোনও সাফল্যেই অর্জন করা সম্ভব নয়। আকাশছোঁয়া সাফল্যের পিছনে যেমন রয়েছে শ্রম ও নিষ্ঠা, তেমনি রয়েছে গ্রহের অবস্থান, রাশি, তিথি।

SRK Birthday Horoscope: আকাশ-ছোঁয়া কেরিয়ার থেকে বিপুল অর্থ! কোন ভাগ্যবলে 'বলিউড বাদশা' শাহরুখ
| Edited By: | Updated on: Nov 02, 2023 | 2:42 PM
Share

‘বড়ে বড়ে দেশোঁমে, অ্যায়সা ছোটে ছোটে বাত হোতে র‍্যাহতে হ্যায় সিনোরিটা’… এই সংলাপ যতটা না সিনেমার, তার থেকেও বেশি ভক্তদের কাছে আলাদা করে জায়গা করে নিয়েছে ‘রাজ’! বিশ্বের প্রতিটি কোণে শাহরুখের ফ্যানডমকে ঈর্ষা জাগাতে পারে হলিউডের প্রথম সারির তারকাদের। সিনেমাজগতে টানা ৩০ বছর ধরে নিজের স্টারডম জিইয়ে রাখা কোনও কম কথা নয়। বলতে গেলে ইন্ডাস্ট্রির হাল ধরেছেন স্বয়ং বলিউড বাদশা। দিওয়ানা ছবির মধ্যে দিয়েই ভক্তদের মনে আস্তে আস্তে জায়গা পাকা করে নিয়েছেন। অভিনয় জীবনকে বেছে নেওয়ার সময় থেকে রাস্তাটা মসৃণ ছিল না একেবারেই। কালো, বেঁটে, হিরো-সুলভ মুখশ্রীও নয়, পরিবারের কেউ সিনেমা জগতের সঙ্গে যুক্ত নয়, অভিনয়েও কাঁচা, তোতলা-এমন কমেন্ট পেয়েও নিজের লক্ষ্য থেকে সরে যাননি। বছর ঘুরতে না ঘুরতেই রোম্যান্টিক হাসির জোয়ারে ভাসল গোটা ভারত। সেই শুরু। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি দিল্লির মধ্যবিত্ত পরিবারের ‘অপরিচিত’ শাহরুখকে।

নিজের লুক নয়, কঠোর পরিশ্রম আর অধ্যাবসার জোরে আকাশছোঁয়া কেরিয়ার গড়েছেন শাহরুখ খান। নিজের হাতে নিজেকে এমন এক পর্যায়ে নিয়ে গিয়েছেন, যেখান থেকে তাঁকে নামানো বড্ড কঠিন। কিন্তু উন্নতি ও সাফল্যের শীর্ষে দাঁড়িয়েও তিনি জনতার বাদশা। নেগেটিভ রোল দিয়ে শুরু হলেও রোম্যান্টক মুচকি হাসি, গালে টোল, অভিনয় আর বুদ্ধিদীপ্ত চোখের ঝিলিকে নতুন ও সতেজ বাতাস নিয়ে আসেন তিনি। দিওয়ানা দিয়ে শুরু, তারপর বাজিগরে আনলেন নতুন ম্যাজিক। তারপর ডর, আঞ্জাম, ইয়েস বস, দিল তো পাগল হ্যা, স্বদেশ, চাকদে ইন্ডিয়া, কভি খুশি কাভি গম, কুছ কুছ হোতা হ্যায়, ওম শান্তি ওম…। পর পর হিট, সুপারহিট, ব্লকবাস্টার ছবি দিয়ে হার্টথ্রব হয়ে গেলেন এসএরকে। আর সেই স্টারডমই এখন হিন্দি ইন্ডাস্ট্রির ফিনিক্স পাখি।

সাফল্যের শীর্ষে থাকার পরও পর পর ফ্লপ সিনেমা দিয়েছেন। কোথাও ক্যামিও, আবার কোথায় শুধুই ফ্লপ। তবে কিং খান বলে কথা। ভক্তদের টানে তাঁকে তো কামব্যাক করতেই হত। ২০২৩-এর শুরুতেই জওয়ানের হাত ধরে হলমুখী করলেন বাচ্চা থেকে বুড়োকে। কোভিড পরবর্তী সময় বলিউড সিনেমায় ফের প্রাণ ফিরল। শুধু তাই নয়, সর্বকালের অন্যতম সেরা ছবি ও হিট করে পাঠান সিনেমা। বুড়ো হালে ভেলকি কেমন দেখাতে হয়, তা আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শাহরুখ। ৩০ বছরের কেরিয়ারে শাহরুখের ঝুলিতে রয়েছে অগণিত অ্যাওয়ার্জ ও সম্মান। দুটি লাইফটাইম এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ড, ১৪টি ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড-সহ তিনটি এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড রয়েছে তাঁর ঝুলিতে। এছাড়াও তিনি একজন সুপরিচিত প্রযোজক ও রেড চিলিস মোশন পিকচার প্রোডাকশন ফার্মের প্রধান।

কঠোর পরিশ্রম ও অধ্যাবসা না থাকলে জীবনে কিছুই সম্ভব নয়। কিন্তু তারপরেও রয়েছে একটি কারণ। ভাগ্য। পরিশ্রম ও ভাগ্য, উভয়ই যদি তালে তাল না মেলে তাহলেও কোনও সাফল্যেই অর্জন করা সম্ভব নয়। আকাশছোঁয়া সাফল্যের পিছনে যেমন রয়েছে শ্রম ও নিষ্ঠা, তেমনি রয়েছে গ্রহের অবস্থান, রাশি, তিথি।

একঝলকে শাহরুখ খানের রাশিফল ও গ্রহের অবস্থান দেখে নিন…

– নয়াদিল্লিতে ২ নভেম্বর, ১৯৬৫ সালে জন্মগ্রহণ করেন শাহরুখ খান।

-শাহরুখ খানের জন্মকুণ্ডলী হিসেবে দেখা হয়, তাহলে সূর্যের অবস্থান মতে তাঁর রাশি হল বৃশ্চিক। এই রাশির জাতক-জাতিকারা অত্যন্ত পরিশ্রমী, লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। নিজেকে গড়েপিঠে নেওয়ার অদম্য সাহস ও প্রচেষ্টা থাকে। তবে এরা মাটির মানুষ। নিজের পুরোটা দিয়ে কাজ করার চেষ্টা করেন। মানুষের সঙ্গে মিশে যেতে ভালোবাসন। প্রতিজ্ঞাবদ্ধ হওয়ায় সেই কাজ বা কথা রাখার চেষ্টা করেন। সাহসিকতা, উচ্চাকাঙ্খা তো বটেই, রাশির ঘরে রয়েছে সূর্যের অবস্থান। তাই তিনি এককথার মানুষ, সাহসী ও একজন সেরা অভিনেতা।

– শাহরুখ খানের কুন্ডলী অনুসারে, চন্দ্রের অবস্থান মতে তাঁর রাশি হল মকর। এই রাশি অপ্রতিরোধ্য। তাই যে কোনও কঠিন পরিস্থিতিতেই জীবনের প্রতিটি বাধা অতিক্রম করার শক্তি পান তিনি। জীবনের উত্থান-পতনের মুখোমুখি হওয়ার ধৈর্য রয়েছে তাঁর। অভিনয় জগতে শাহরুখের ক্যারিশ্মা যে অল্যাহ, তার পিছনে ম্যাজিক হিসেবে কাজ করছে তাঁর রাশিফল।

– শুধু রাশির ফলেই নয়, রয়ছে বৃহস্পতি, মঙ্গল এবং শুক্রের মতো ত্রয়ী গ্রহের ফের। জ্যোতিষশাস্ত্র অনুসারে, এই তিন গ্রহ জ্ঞান, ধৈর্য ও সাফল্যের দরজা খুলে দেয়। পাশাপাশি শিল্পীদের দক্ষতাকেও বাড়িয়ে তোলে। ব্যক্তিগত জীবন ও আর্থিক সাফল্যের শীর্ষে পৌঁছাতে এই ত্রয়ী গ্রহের বিশেষ অবদান রয়েছে।

– অভ্যন্তরীণ আবেগ ও অনুভূতির গ্রহ হল চন্দ্র। এই চন্দ্রই শাহরুখের কুণ্ডলীর ষষ্ঠ ঘরে অবস্থান করে। জ্যোতিষশাস্ত্র অনুসারে, ষষ্ঠ ঘরে চাঁদের অবস্থান স্থির থাকলে পারিবারিক, প্রেম জীবন থাকে অটল। পাশাপাশি স্বাস্থ্যের প্রতিও যত্ন নিতে সাহায্য করে।

আসন্ন বছর কেমন কাটবে?

জ্যোতিষশাসাত্র অনুসারে, ২০২৬ সাল পর্যন্ত শাহরুখের কপালে রয়েছে শনি মহাদশার প্রভাব। বাদশার জন্ম তালিকায়, শনি অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকবে। তাই পরিস্থিতি থাকবে অনুকূলে। স্বাস্থ্যের মধ্যে ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। আইনি কাজে ফেঁসে যেতে পারেন।