Shivling Rules: ঠাকুরঘরে শিবলিঙ্গ স্থাপন করবেন? কপালে দুঃখ ডেকে আনার আগে জানুন সঠিক নিয়ম

Puja Rules: হিন্দু ধর্মে মহাশিবরাত্রির রাতকে অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয়। মহাশিবরাত্রির পবিত্র উৎসব এবছর পালিত হবে ৮ মার্চ। যদি এই পবিত্র দিনে ঘরের শুদ্ধ জায়গায় শিবলিঙ্গ স্থাপন করার কথা ভাবেন, তাহলে তা একদম সঠিক ভাবছেন। তবে বাড়ি ও শিবমন্দির কখনও এক নয়।  তাই বাড়িতে মহাদেবকে স্থাপন করার আগে বেশ কিছু নিয়ম মাথায় রাখা উচিত। 

Shivling Rules: ঠাকুরঘরে শিবলিঙ্গ স্থাপন করবেন? কপালে দুঃখ ডেকে আনার আগে জানুন সঠিক নিয়ম

Mar 06, 2024 | 2:26 PM

সামনেই মহাশিবরাত্রি। আর তাই মনের ইচ্ছে পূরণের জন্য এখন থেকেই অনেকে শিবরাত্রির উপবাস কীভাবে রাখবেন, কোন মন্দিরে যাবেন শিবলিঙ্গের মাথায় জল ঢালতে, তার প্ল্যান করছেন। তবে এই মহাশিবরাত্রিতে তৈরি হচ্ছে সবচেয়ে শুভ ও বিরল মহাযোগ। ফলে এবছরের শিবরাত্রি যে অত্যন্ত শুভ হতে চলেছে, তা বলাই বাহুল্য়। হিন্দু ধর্মে মহাশিবরাত্রির রাতকে অত্যন্ত গুরুত্ব বলে মনে করা হয়। মহাশিবরাত্রির পবিত্র উৎসব এবছর পালিত হবে ৮ মার্চ। যদি এই পবিত্র দিনে ঘরের শুদ্ধ জায়গায় শিবলিঙ্গ স্থাপন করার কথা ভাবেন, তাহলে তা একদম সঠিক ভাবছেন। তবে বাড়ি ও শিবমন্দির কখনও এক নয়।  তাই বাড়িতে মহাদেবকে স্থাপন করার আগে বেশ কিছু নিয়ম মাথায় রাখা উচিত। বাড়ির মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করার ফলে পরিবারের সদস্যদের উপর অনেক প্রভাব রয়েছে যা জীবনে বিপর্যয় সৃষ্টি করতে পারে। বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা উচিত কি না বা তার প্রভাব বাড়িতে ও পরিবারের উপর প্রভাব পড়বে কিনা, তা আগাম জানা উচিত…

বাড়িতে মন্দিরে শিবলিঙ্গ স্থাপন করা উচিত কি?

প্রথমেই জেনে আনা উচিত, মহাদেবকে ধ্বংসকারী বা রুদ্ররূপী বলে মনে করা হয়। ভগবান শিব ত্রিত্বের মধ্যে ধ্বংসের প্রতীক। ত্রিলোক শূন্যেরও প্রতীক। ধর্মমতে, শিব মৃত্যু ও ধ্বংসের জন্য পরিচিত। এই কারণেই ঘরে শিবলিঙ্গ রাখা উচিত নয়।

শিবলিঙ্গের বদলে শিবের পরিবারকে একসঙ্গে মন্দিরে রাখা উচিত

যদি কোনও ভক্ত শিবলিঙ্গ রাখতে চান তাহলে তার জায়গায় শিব পরিবারের ছবি ও মূর্তিও রাখা উচিত। তাতে বাড়ির সদস্যদের মধ্যে ঐক্য বজায় থাকে। যাঁরা অবিবাহিত ও ষোলো সোমবার উপবাস করেন, তাঁদের শিব পরিবারের ৩ ইঞ্চির চেয়ে বড় মূর্তি ঘরে রাখা উচিত নয়। সন্ন্যাস ও অবিবাহিতরা শিবলিঙ্গের ঠাকুরঘরে রেখে পুজো করতে পারেন।  শিবের আধ্যাত্মিক পথ বেছে নিলে তাঁরাও শিবলিঙ্গ স্থাপন করে পুজো করতে পারেন। পরিবার নিয়ে সুখে-শান্তিতে বাস করার পরেও যদি ঠাকুরঘরে এই কাজ করে থাকেন , তাহলে পরিবার ধ্বংসের মুখে পড়তে পারেন।