আচমকাই হাত থেকে ভাঙলেন কাঁচের গ্লাস? জানেন কোন বিপদ অপেক্ষায়!

TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র

Mar 23, 2025 | 4:10 PM

Vastu Tips: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ঘরে যদি কোনও কাঁচ ভেঙে যায়, তার মানে আসন্ন সংকট এড়ানো কঠিন হয়ে পড়তে পারে। এর জন্য ঈশ্বরকে প্রনাম জানিয়েপুজোর ঘরে প্রদীপ জ্বালিয়ে ভোগ নিবেদন করতে পারেন।

আচমকাই হাত থেকে ভাঙলেন কাঁচের গ্লাস? জানেন কোন বিপদ অপেক্ষায়!

Follow Us

দৈনন্দিন জীবনে এমন অনেক কিছু ঘটনা ঘটে, যা কাকতালীয় বা দুর্ঘটনা বলে এড়িয়ে যাওয়া হয়। সকালে ঘটে যাওয়া তুচ্ছ ঘটনাকে বেশি পাত্তা না দেওয়ায় তা ভুলেই যাওয়া হয় বেশিরভাগ মানুষই। কিন্তু বাস্তুমতে, এই ছোট ছোট ঘটনাই জীবনে বড়সর কোনও ঘটনার আগাম সতর্কবার্তা হিসেবে মনে করা হয়। বাস্তু অনুসারে, রোজকার বেশ কিছু ঘটনাগুলির মাধ্যমে অর্থনৈতিক, সামাজিক জীবনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাব পড়ে। এই ঘটনার জেরে যে কোনও মানুষের জীবনে নেমে আসতে পারে সমস্যার ঝড়। এই ঘটনাগুলিই আগাম সতর্কবার্তাও হতে পারে। সেই ঘটনাগুলি কী কী, তা জেনে নিন একনজরে…

হাত থেকে পড়ে গিয়ে যদি কাচের কোনও জিনিস যেমন গ্লাস, কাপ ভেঙে যায়, অথবা কাউকে জল দিতে গিয়ে বা জল তোলার সময় উপচে পড়ে যায়, তাহলে তা অশুভ লক্ষণ বলে মনে করা হয়। এর জেরে আগামীদিনে পরিবারের কোনও সদস্য অসুস্থ হতে পারে আবার আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন। এমনটা হলে গরিব-দুঃস্থদের খাবার দান করতে পারেন।

যদি দুধ বা চা ফুটে গিয়ে উথলে যায়, তাহলেও তা অশুভ লক্ষণ। বাস্তুমতে এমনটা হলে ঘরেসুখ-শান্তি হ্রাস পেতে থাকে। পরিবারের মধ্যে ঝগড়া শুরু হতে পারে। হঠাৎ কাচ বা আয়না ভেঙে গেলে বা ঘরের জানালার কাচ ভেঙে গেলে তা অশুভ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ঘরে যদি কোনও কাঁচ ভেঙে যায়, তার মানে আসন্ন সংকট এড়ানো কঠিন হয়ে পড়তে পারে। এর জন্য ঈশ্বরকে প্রনাম জানিয়েপুজোর ঘরে প্রদীপ জ্বালিয়ে ভোগ নিবেদন করতে পারেন।

দুধ হল চন্দ্রের প্রতীক, আর চন্দ্র হল মনেক প্রতীক। দুধ ও দুগ্ধজাত দ্রব্য উথলে গিয়ে ছড়িয়ে পড়লে আর্থিক সঙ্কট ধেয়ে আসতে পারে। মনের মধ্যে নেগেটিভ চিন্তাভাবনা ঘিরে ফেলতে পারে। হাড়ের টুকরো যদি হঠাৎ আপনার ছাদে বা উঠোনে পড়ে থাকতে দেখা যায়, তাহলে তা কখনও শুভ বলে মনে করা হয় না। এর অর্থ হল যে শীঘ্রই কিছু অশুভ খবর শুনতে পারেন। একই সময়ে, সিলিংয়ের প্লাস্টার ভাঙাও অশুভ।

পুজোপাঠের উপকরণ বা পুজোর থালা হাত থেকে পড়ে গেলে অশুভ বলে ধরা হয়। এর মানে হল আগামীদিনে পরিবারকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে পারে। অন্যদিকে পুজোর প্রদীপ হঠাৎ নিভে গেলে তাও অশুভ বলে মনে করা হয়।