জ্যোতিষশাস্ত্র মতে, রাহু ও শনি হল সব গ্রহগুলির মধ্যে অশুভ। অনেকেই বিশ্বাস করেন, জ্যোতিষশাস্ত্র অনুসারে কোন রাশির জাতক-জাতিকাদের উপর সূর্যের মহাদশা শীর্ষে থাকে, তাহলে সেই রাশিকে কখনও কোনও কিছুর অভাববোধ হয় না। সবসময় ইতিবাচক ও শুভ প্রভাব থাকে। কিন্তু শনির সাড়ে সাতি দশা বা মহাদশার মতই সূর্যের মহাদশাও নেচিবাচক প্রভাব বিস্তার করে। তার জেরে রাশির জাতক-জাতিকাদের জীবনে নেমে আসে সমস্যার ঝড়। নেগেটিভি শক্তিতে জীবনটাই ছাড়খার করে দিতে পারে। জ্যোতিষশাস্ত্র মতে, শনির সাড়ে সাতি দশা দেড় বছর ধরে চলতে থাকে। এদিকে সূর্যের মহাদশা স্থায়ী হয় ৬ বছর। এত বছর ধরে সূর্যের মহাদশায় জীবনে নেমে আসে অন্ধকার।
জ্যোতিষশাস্ত্র অনুসারে, সূর্যকে সিংহ রাশির অধিপতি বলে মনে করা হয়। সূর্য মেষ রাশিতে উচ্চ ও তুলা রাশিতে নিম্ন। যার কারণে ব্যক্তির কর্মজীবনে অনেক ধরনের সুবিধা রেয়ে থাকেন। শুধু তাই নয়, ব্যবসাতেও লাভ ও সমাজে সম্মান বৃদ্ধি পায়।
সূর্য মহাদশার ইতিবাচক প্রভাব
যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে সূর্যের অবস্থান শুভ হয় তাহলে সেই ব্যক্তি প্রতিটি পথে সাফল্য অর্জন করবেন বলে মনে করা হয়। এই পরিস্থিতিতে উক্ত ব্যক্তির সব ইচ্ছাও পূরণ হতে পারে। যদি সম্ভব হয়, এই সময়ের মধ্যে, দীর্ঘ অমীমাংসিত কাজ শেষ করা যেতে পারে। এমনকি আটকে যাওয়া কাজও সম্পন্ন করতে পারেন। গুরুত্বপূর্ণ কোনও পদে দায়িত্বও পেতে পারেন।
সূর্যের মহাদশার নেতিবাচক প্রভাব
যদি কোনও ব্যক্তির কুণ্ডলীতে সূর্যদেব নেতিবাচক অবস্থানে থাকেন তাহলে তিনি ধরাকেও সরা ভাবেন। অহংকারে পূর্ণ থাকেন সর্বদা। যদি রাশিতে সূর্যের অবস্থান ভাল জায়গায় না থাকে, তাহলে গুরুতর কোনও রোগ আক্রান্ত হতে পারেন। হৃৎপিণ্ড বা চোখ সংক্রান্ত বড় সমস্যায় পড়তে হতে পারে। সম্ভব হলে বাবার সঙ্গেও সম্পর্ক ঠিক থাকে না।