Durga Ashtami 2021: ঘরে সুখ ও সমৃদ্ধির জন্য মাসিক দুর্গাষ্টমীতে এই ভুলগুলি একেবারেই করা চলবে না!

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 11, 2021 | 6:30 AM

মাসিক দুর্গাষ্টমীর দিন সকালে স্নান করে প্রথমে লাল রঙের বস্ত্র পরিধান করে লাল রঙের তিলক লাগিয়ে তামার পাত্র দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করতে হয়।

Durga Ashtami 2021: ঘরে সুখ ও সমৃদ্ধির জন্য মাসিক দুর্গাষ্টমীতে এই ভুলগুলি একেবারেই করা চলবে না!

Follow Us

শাস্ত্রে দেবী দুর্গাকে শক্তির প্রতীক হিসেবে বিবেচনা করা হয়েছে। হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মাসিক দুর্গাষ্টমী পালিত হয়। মাসিক দুর্গাষ্টমী দুর্গাষ্টমী, মাস দুর্গাষ্টমী এবং মহাষ্টমী নামেও পরিচিত। দুর্গা, কালী, ভবানী, জগদম্বা, নবদূর্গা ইত্যাদি রূপে দুর্গাপুজো করা হয়। এই দিনে দেবী দুর্গাপ আরাধনা করলে সমস্ত ঝামেলা দূর হয়। সুখ, সমৃদ্ধি লাভ হয়, মনের ইচ্ছাপূরণ হয়। দুর্গাষ্টমী প্রতিমাসে পুজিত হয়। তাই এই মাসিক দুর্গাষ্টমীতে ইুবাস ও উপাসনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাসিক দুর্গাষ্টমী শুভ মুহুর্ত

মাসিক দুর্গাষ্টমী শুরু হয় – ১০ডিসেম্বর ২০২১, শনিবার সন্ধ্যা ৭.০৯মিনিট থেকে।
মাসিক দুর্গাষ্টমীর সমাপ্তি- ১১ডিসেম্বর ২০২২ রবিবার সন্ধ্যা ৭.১২ মিনিট পর্যন্ত।

পূজা পদ্ধতি

মাসিক দুর্গাষ্টমীর দিন সকালে স্নান করে প্রথমে লাল রঙের বস্ত্র পরিধান করে লাল রঙের তিলক লাগিয়ে তামার পাত্র দিয়ে সূর্যদেবকে অর্ঘ্য অর্পণ করতে হয়। এর পর চন্দনের পদে দেবী দুর্গার মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। এরপর দেবী প্রতিমায় লাল রঙের ফুল অর্পণের পর ধূপ ও প্রদীপ জ্বালাতে হয়। এরপর সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেবী দুর্গার আলো জ্বালিয়ে দুর্গা সপ্তসতী পাঠ করতে হবে। সপ্তসতী পাঠের পর এই মন্ত্রটি জপ করতে হবে-

‘ওম হ্রিম ক্লেইন চামুন্ডাই ভিচাই’

পূজার পরে, মাকে নিবেদন করা ১৬ টি সাজসজ্জা একটি সুহাগন বা মা দুর্গার মন্দিরে দিতে হবে। এতে করে ঘরে অসুখী সুখ আবার ফিরে আসতে থাকে।

মা দুর্গার আরাধনার সময় এই বিষয়গুলো মাথায় রাখুন

-ঘরে সুখ ও সমৃদ্ধির জন্য মায়ের শিখা অগ্নিকোণে জ্বালাতে হবে।
-পূজার সময় উপাসকের মুখ পূর্ব বা উত্তর দিকে হওয়া উচিত।
-পূজার সময় পূজার জিনিসপত্র দক্ষিণ-পূর্ব দিকে রাখতে হবে।

-এই দিনে এই ভুলগুলি কখনই করবেন না মাসিক দুর্গাষ্টমীতে পুজো করার সময় খেয়াল রাখতে হবে পুজোয় তুলসী, আমলা, দূর্বা, মাদার, ওক ফুল ব্যবহার করা উচিত নয়।

-বাড়িতে মা দুর্গার একাধিক প্রতিমা বা ছবি রাখবেন না।

আরও পড়ুন: Paush 2022: পৌষ মাসে সূর্যের আরাধনা করলে কী হয়? বাংলা ক্য়ালেন্ডারে কবে থেকে শুরু হচ্ছে এই মাস?

Next Article