Zodiac Signs Prediction: বুধে স্থান বদলাবে সূর্য! রবি-শনি যোগে মহাপ্রলয় আসছে এই ৪ রাশির জীবনে, সাবধান

Vishwakarma Puja 2025: পরিবর্তনের শুরু হবে আগামী ৩১ ভাদ্র। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন থেকে। এই দিন সূর্য সিংহ ছেড়ে কন্যা রাশিতে গমন করবে। কন্যার বিপরীতে রয়েছে মীন রাশি। সেখানে এখন অবস্থান করছে শনি দেব। তাই সূর্য এবং শনির মধ্যে এক বিশেষ সম্পর্ক স্থাপন হবে।

Zodiac Signs Prediction: বুধে স্থান বদলাবে সূর্য! রবি-শনি যোগে মহাপ্রলয় আসছে এই ৪ রাশির জীবনে, সাবধান

Sep 15, 2025 | 3:12 PM

পুজোর আগে তুমুল পরিবর্তনের হাওয়া। নিজেরদের স্থান বদল করছে বিভিন্ন গ্রহ। যার প্রভাব আমার-আপনার সকলের জীবনে পড়বে বলেই মনে করছেন জ্যোতিষবিদরা। সেই পরিবর্তনের শুরু হবে আগামী ৩১ ভাদ্র। ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন থেকে। এই দিন সূর্য সিংহ ছেড়ে কন্যা রাশিতে গমন করবে। কন্যার বিপরীতে রয়েছে মীন রাশি। সেখানে এখন অবস্থান করছে শনি দেব। তাই সূর্য এবং শনির মধ্যে এক বিশেষ সম্পর্ক স্থাপন হবে। এই কারণে কারও কারও যেমন ভাগ্য খুলবে তেমন বদলাবে অনেকের ভাগ্য। সূর্যের স্থান পরিবর্তনে কোন কোন রাশির উপর পড়বে কুপ্রভাব?

মিথুন রাশি – শনি-রবির সংযোগের ফলে মিথুন রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে নানা জটিলতার সম্মুখীন হতে পারেন। যথাযথ পরিশ্রম করলেও উপযুক্ত ফল পেতে সমস্যা হতে পারে। কাজ করার ইচ্ছা হারাতে পারেন। পরিবারে ছোটখাটো বিষয়ে ঝামেলা লেগেই থাকবে। এই সময় মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করুন। রোজকার জীবনধারায় নিয়ম মেনে চলুন। অযথা অশান্তি এড়িয়ে চলা ভাল।

সিংহ রাশি – সিংহ রাশির জাতিক-জাতিকাদের ভবিষ্যৎ এই মুহূর্তে খুব একটা ভাল নয়। কর্মক্ষেত্র থেকে ব্যক্তিগত সম্পর্ক, সব জায়গায় ঝামেলার সম্মুখে পড়তে হতে পারে। এই সময় দ্রুত গরম হয়ে যায় মাথা। তাই নিজের উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। মনে রাখবেন ক্রোধের বশে নেওয়া সিদ্ধান্ত পরবর্তীতে আপশোষের কারণ হয়ে দাঁড়াতে পারে। মেজাজ হারালে সমস্যা আরও বাড়বে। শান্ত ভাবে পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার চেষ্টা করুন।

ধনু রাশি – শনি-সূর্যের সংযোগ ধনু রাশির জন্য খুব ফলপ্রদ হবে না। এই সময় নিজের শরীর-স্বাস্থ্যের দিকে নজর দিন। বিশেষ করে যদি বাড়ির বয়স্ক কারও রাশি ধনু হয় তাঁকে সাবধানে রাখুন। শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হার্টের সমস্যা থাকলে সামলে যান। অর্থক্ষেত্রেও টালমাটাল পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারলে পরিস্থিতি অনেকটা আপনার বশেই থাকবে।

কুম্ভ রাশি – কুম্ভ রাশির ব্যক্তিরাও কাজের জায়গায় মুশকিলে পড়তে পারেন। কোনও কাজই মনের মতো হবে না। হয়ে আসা কাজ শেষ মুহূর্তে ভেস্তে যেতে পারে। যে কোনও কাজে বাধাপ্রাপ্ত হতে হবে। তবে হাল ছাড়লে চলবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে। মেজাজ নিজের বশে রাখতে হবে।