Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় ভুলেও এই ৫ জিনিস কিনবেন না, সংসারে ধেয়ে আসবে চরম অশান্তি

Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ির দিন সোনা-রুপো কেনার চল রয়েছে। যাঁদের সোনা-রুপো কেনার সাধ্যি নেই তাঁরা কেউ মাটির পাত্র, কেউ কেউ আবার সন্দক লবনও কেনেন। জ্যোতিষশাস্ত্র বলছে, এই দিনে বেশ কিছু জিনিস কেনা একেবারেই উচিত নয়।

Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় ভুলেও এই ৫ জিনিস কিনবেন না, সংসারে ধেয়ে আসবে চরম অশান্তি
Akshaya Tritiya 2025: অক্ষয় তৃতীয়ায় ভুলেও এই ৫ জিনিস কিনবেন না, সংসারে ধেয়ে আসবে চরম অশান্তিImage Credit source: Getty Images

Apr 26, 2025 | 1:45 PM

অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) দিনটি অত্যন্ত শুভ। এমন দিনে দান, কেনাকাটা করা অত্যন্ত ফলদায়ক। সকলের বিশ্বাস এ দিন কোনও ভালো কাজ করলে পূণ্য লাভ হয়। হিন্দুধর্মে বিশ্বাস করা হয়, অক্ষয় তৃতীয়ার মতো শুভ ও পবিত্র দিন আর দুটো নেই। এই দিনে যে নতুন কাজে হাত দেওয়া হয়, তাতে সাফল্য মেলে। এই দিনে সোনা-রুপো কেনার চল রয়েছে। যাঁদের সোনা-রুপো কেনার সাধ্যি নেই তাঁরা কেউ মাটির পাত্র, কেউ কেউ আবার সন্দক লবনও কেনেন। জ্যোতিষশাস্ত্র বলছে, এই দিনে বেশ কিছু জিনিস কেনা একেবারেই উচিত নয়। জেনে নিন তেমন ৫ জিনিস, যা অক্ষয় তৃতীয়ার দিন কিনলে সংসারে ধেয়ে আসবে অশান্তি।

১. অ্যালুমিনিয়ামের জিনিসপত্র – অক্ষয় তৃতীয়ার শুভ দিনে অ্যালুমিনিয়ামের জিনিস কেনা ভালো নয় বলা হয়। এটিকে আসলে অশুদ্ধ ধাতু বলা হয়। তাই ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অ্যালুমিনিয়ামের জিনিস এদিন বাড়িতে আনলে সুখ-সমৃদ্ধি নষ্ট হয়।

২. কাঁচের জিনিসপত্র – অনেকে অক্ষয় তৃতীয়ার দিন শো-পিস কেনেন। কাঁচের জিনিসপত্র এ দিন ঘরে আনা উচিত নয়। কারণ কাঁচ রাহুর সঙ্গে যুক্ত। মানসিক চাপের কারণ হতে পারে।

৩. লোহার জিনিসপত্র – লোহা শনির ধাতু। অক্ষয় তৃতীয়ার দিন লোহার জিনিসপত্র তাই ভুলেও কিনবেন না। বলা হয় এই দিনে লোহার জিনিস কেনা হলে কোনও দুর্ঘটনার কারণ হতে পারে।

৪. ধারাল জিনিসপত্র – অক্ষয় তৃতীয়ায় কোনও ধারাল জিনিস কেনা অশুভ। যেমন – কাঁচি, ছুরি, ব্লেড এই ধরনের ধারাল জিনিস কেনা থেকে বিরত থাকা উচিত।

৫. একবার ব্যবহার করার মতো জিনিসপত্র কিনবেন না – বর্তমানে বাজারে এমন নানা জিনিস পাওয়া যায়, যা একবার ব্যবহার করার পর আর কোনও কাজে লাগে না। সেগুলো ফেলে দিতে হয়। পুনর্ব্যবহারযোগ্য নয়। তাই অক্ষয় তৃতীয়ার দিন এই ধরনের জিনিস কেনা ভালো নয় বলে মনে করা হয়।

বিঃ দ্রঃ – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।