কবি বলছেন নামে কি বা আসে যায়? আর জ্যোতিষ শাস্ত্র বলছে নামে অনেক কিছুই আসে যায়। একজন ব্যাক্তি কেমন হবে, তাঁর সাফল্য কবে আসবে, বিয়ে কবে হবে, তাঁর চরিত্র বা কেমন এমন অনেক কথাই বলে দিতে পারা যায়।
সেই কারণে জ্যোতিষীরা রাশি উপর নির্ভর করে নাম ঠিক করার পরামর্শ দেন। জ্যোতিষ শাস্ত্রেও রাশি অনুযায়ী নাম রাখার প্রচলন আছে। নামের প্রথম অক্ষরের দ্বারা বোঝা যায় যে সেই মানুষটি কেমন।
কোনও ব্যাক্তির চরিত্র সম্পর্কে অনেক নামের প্রথম অক্ষর দিয়ে বলা যায়। যেমন ধরুন বুদ্ধি সকল মানুষেরই আছে। কারও একটু কম এবং কারও একটু বেশি। কিন্তু জ্যোতিষ শাস্ত্র বলছে এই তিনটি অক্ষর দিয়ে নাম হলে তাঁরা জীবনে সবথেকে বুদ্ধিমান ও চালাক হয়।
১। ‘D’ বা ‘দ’ দিয়ে যাঁদের নাম শুরু তাঁরা চালাক হয়। এঁরা চালাকির দ্বারা যে ভাবে হোক নিজের লক্ষ্যে পৌঁছতে পারেন। এঁরা খুব জেদী হন। ব্যবসা বা কাজের জায়গার প্রচুর উন্নতি করতে পারেন। জেদ থাকলেও অহংকার একদমই থাকে না। কোনও বিপদে পড়লেও বুদ্ধিমত্তার সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন।
২। ‘H’ বা ‘হ’ দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা অতি বুদ্ধিদীপ্তি হওয়ার পাশাপাশি সংবেদনশীল ও রহস্যময় হন। নিজের দুঃখ বা সুখ কোনও বিষয়ের কথাই কারও সঙ্গে ভাগ করে নিতে পছন্দ করেন না, চাপা স্বভাবের হয়। এঁরা নিজের ভালবাসার কথা কাউকে বোঝাতে পারে না। তবে যদি কাউকে ভালবাসেন, তা হলে তার জন্য সব কিছু করতে পারেন। দাম্পত্য জীবন খুব সুখের হয়। এঁদের বন্ধু বা শত্রু দুটোরই সংখ্যা খুব কম হয়। বুদ্ধি বেশি হওয়ার জীবনে অর্থ কষ্ট পেতে হয় না।
৩। ‘T’ বা ‘ট’ দিয়ে যাঁদের নাম শুরু হয় তাঁরা
বেশ বুদ্ধিমান ও চালাক হন। তর্ক করা এঁদের স্বভাবের অন্যতম অংশ। অর্থ, নাম, যশ এবং প্রতিপত্তি খুব বেশি হয় এঁদের জীবনে। কিন্তু প্রেমের বিষয়ে একটু দুর্বল হন। মানুষ হিসাবে খুব বেশি যত্নবান হন। ঝঞ্ঝাট ঝামেলা থেকে নিজেকে সরিয়ে রাখতে বেশি পছন্দ করে। শান্তিপ্রিয় পরিবেশে থাকতে বেশি ভালবাসেন। সব পরিবেশেই এঁরা খুব মানানসই। ওকালতি, মিডিয়া, রাজনীতি ও প্রশাসনিক কাজে খুব উন্নতি করতে পারেন।