
জ্যোতিষশাস্ত্র (Astrology) অনুযায়ী, হস্তরেখাবিদ্যা (Palmistry) প্রত্যেক ব্যক্তির জীবনের সমস্ত তথ্য প্রদান করে। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে, হাতের তালুর রেখা বিশ্লেষণ করে একজন ব্যক্তির ভবিষ্যত সম্পর্কে নানা তথ্য দেয়। কেরিয়ার, ব্যবসা, সম্পদ, ভাগ্য, বিবাহ ও সন্তান সম্পর্কেও আগাম জানান দেয়। শুধু তাই নয়, একজন ব্যক্তি কত বছর পর্যন্ত বাঁচবেন, তা জানা যাবে হাতের রেখা দেখেই। সহজ করে বললে ব্যক্তির আয়ু লেখা রয়েছে হাতের মুঠোয়। আপনার আয়ু যদি জানতে চান, তাহলে জ্যোতিষীর কাছে নয়, নিজেই তা চিনে নিতে পারবেন। কীভাবে চিনবেন, তা জেনে নিন এখানে…
– কব্জির কাছে হাতের তালুতে মণিবন্ধ রেখা রয়েছে। এই লাইনগুলি অনুভূমিক। হস্তরেখা বিশেষজ্ঞদের মতে, তালুতে মণিবন্ধ রেখার সংখ্যা ১ থেকে ৫ পর্যন্ত। প্রতিটি লাইনের গড় বয়স ২০ থেকে ২৫ বছর।
– যদি কারওর হাতের তালুতে কব্জির কাছে মণিবন্ধ রেখা থাকে তাহলে সেই ব্যক্তির বয়স হবে ২০ থেকে ২৫ বছর।
– এছাড়া যদি একজন ব্যক্তির হাতে ২টি মণিবন্ধ রেখা থাকে, তবে সেই ব্যক্তির গড় বয়স ৪৫ থেকে ৫০ বছর হতে পারে।
– আপনার হাতের কব্জির কাছে যদি ৩টি মণিবন্ধ রেখা থাকলে আপনার বয়স হবে ৭০ বছর। সহজ কথায়, আপনার বয়স ৭৫ বছর হতে পারে।
– যাদের হাতের তালুতে ৪ বা তার বেশি মণিবন্ধ রেখা রয়েছে, তাদের বয়স ১০০ বছর। এই ধরনের মানুষ দীর্ঘজীবী হোন। এছাড়াও শারীরিক ও মানসিকভাবেও তিনি সুস্থ থাকুন।
– যদি মণিবন্ধ রেখা ঝাপসা হয়ে যায় বা ভেঙে যায়, তাহলে সেই ব্যক্তি কোনও না কোনও রোগে আক্রান্ত হতে পারেন। অন্যদিকে, যদি রেখাগুলি পরিষ্কার হয় ও ভাঙ্গা না হয় তবে ওই ব্যক্তি মৃত্যুর আগে পর্যন্ত মোটামুটি সুস্থই থাকেন। এ ধরনের মানুষের কোনও কঠিন রোগে আক্রান্ত হোন না।
Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোনও তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।