দুর্গাপুজোয় নিয়ম মেনে এই কাজ করুন, সুখে-শান্তিতে থাকবে পরিবার

শারদীয়া নবরাত্রিতে লবঙ্গের প্রতিকার মেনে চললে গৃহের আর্থিক অবস্থার উন্নতি হবে। এ জন্য একটি হলুদ কাপড়ে লবঙ্গ বেঁধে ঘরের আলমারিতে রেখে দিন। ধীরে ধীরে তাতে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঋণ ও দারিদ্র্য দূর হতে পারে। এই প্রতিকারের কারণে, দেবী দুর্গা ও লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ও পরিবারের উপর বর্ষিত হতে পারে।

দুর্গাপুজোয় নিয়ম মেনে এই কাজ করুন, সুখে-শান্তিতে থাকবে পরিবার

| Edited By: জয়িতা চন্দ্র

Sep 26, 2025 | 4:09 PM

শারদীয়া নবরাত্রির সময় দেবী দুর্গার নয় রূপের নয় দিন ধরে পূর্ণ আচার মেনে পুজো করা হয়। আর এই নয়দিন ধরেই দেবী দুর্গার জন্য অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। দেবীপক্ষে দুর্গাকে আরাধনা করা এক আলাদা গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। পুজো যত এগিয়ে আসছে, ততই যেন পুজোর দিনগুলি নিয়ে স্বপ্ন দেখা শুরু হয়ে গিয়েছে। পুজোয় এটা করব, সেটা করব, সেখানে যাব, ওখানে যাব, কী কী খাব, কার সঙ্গে কখন বের হব, সেই নিয়ে মাতামাতি এখন। কিন্তু সবকিছু সেই দুর্গাকে ঘিরেই ঘটে চলেছে এইসব। তাই প্যান্ডেলে প্যান্ডেল পুজো হপিংয়ের মধ্যেও মহামায়ার আশীর্বাদ নিতে কেউ ভোলেন না। দুর্গাপুজোর সময় যদি উমাকে বেশ কিছু জিনিস নিবেদন করা হয়, তাহলে জীবনে কখনও ফিরে তাকাতে হবে না আপনাকে। সমস্যা, আর্থিক, সীমাবদ্ধতা ও নেতিবাচক শক্তিকে দূরে রাখার জন্য এই সময় বেশ কিছু প্রতিকার মেনে চলা উচিত। তার মধ্যে শারদীয়া দুর্গাপুজোয় যদি লবঙ্গে দিয়ে এই ৫ প্রতিকার মেনে চলেন , তাহলে ভাগ্য চমকাবে একদম সোনার মতো।

শারদীয়া নবরাত্রিতে লবঙ্গের প্রতিকার মেনে চললে গৃহের আর্থিক অবস্থার উন্নতি হবে। এ জন্য একটি হলুদ কাপড়ে লবঙ্গ বেঁধে ঘরের আলমারিতে রেখে দিন। ধীরে ধীরে তাতে বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। ঋণ ও দারিদ্র্য দূর হতে পারে। এই প্রতিকারের কারণে, দেবী দুর্গা ও লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার ও পরিবারের উপর বর্ষিত হতে পারে।

বাড়িতে রোজকার অশান্তি লেগেই রয়েছে? প্রতিদিন তর্ক-বিতর্কের জেরে বিধ্বস্ত? বাড়িতে নেতিবাচক শক্তির বিরাজের কারণেই যে সমস্যা বাড়ছে, তাতে কোনও সন্দেহ নেই। এই ধরনের ঘরোয়া ঝামেলা থেকে মুক্তি পেতে লবঙ্গের এই খুব সহজ প্রতিকার মেনে চলতে পারেন। নবরাত্রির সময় কর্পূরে দুটি লবঙ্গ রেখে সকালে পুড়িয়ে ফেলুন। টানা ৯ দিন ধরে করতে থাকুন। বিশ্বাস করা হয় যে এই প্রতিকারে ঘরের মধ্যে ছড়িয়ে থাকা নেতিবাচকতা দূর হয়।

অনেকেই রয়েছেন, যাঁরা দিনরাত এক করে কঠোর পরিশ্রম করে যান সাফল্য ও আর্থিক উন্নতির জন্য। কিন্তু সেই শ্রম বিফলে যায় বারবার। এতে মানসিক যন্ত্রণা ও অবসাদ বাড়ে। নেগেটিভিটিও বৃদ্ধি পায় পাশাপাশি। এমন সমস্যার মধ্যে পড়লে অবশ্যেই লবঙ্গের এই খুব সহজ প্রতিকারটি চেষ্টা করুন। একটি জুঁই তেলের প্রদীপে দুটি লবঙ্গ রেখে নবরাত্রির পুরো নয় দিন জ্বালিয়ে রাখুন। এই প্রদীপটি বজরংবলীর ছবির সামনেও রাখতে পারেন। প্রদীপ জ্বালানোর পরে, দুর্গা চালিসা ও হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না যেন।

বাড়িতে সুখ, সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখতে, দেবী দুর্গাকে পুজো করার সময় দুটি লবঙ্গ অর্পণ করা উচিত। এতে শান্তি, সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে তাতে। পরিবারে শান্তি আনতে ও কুদৃষ্টি থেকে রক্ষা পেতে একটি হলুদ কাপড়ে দুটি লবঙ্গ বেঁধে ঘরের এক কোণে ঝুলিয়ে রাখুন। এমন জায়গায় রাখুন যাতে কেউ দেখতে না পান।