একঘুমেই খুলবে ভাগ্য, বালিশের নীচে এই জিনিস রেখে দেখুন ম্যাজিক
Vastu Tips: সকালবেলায় বাবলা বা কাঁটাযুক্ত গাছে সেই দুধ নিবেদন করে দিলে ফল লাভ করবেন। এই প্রতিকারটি টানা ৭টি রবিবার পালন করতে পারেন। অর্থনৈতিক দিক থেকে উন্নতি যেমন ঘটবে তেমনি পকেটও ভরাট থাকবে সারাবছর।
ঘুম মানুষের খুব পছন্দের একটি অভ্যাস। আবার ঘুম ততটাই গুরুত্বপূর্ণ বিষয় তা বলাই বাহুল্য। একরাত ঘুম না হলে মানসিক ও শারীরিকভাবে বিধ্বস্ত লাগে। কোনও কারণে ঘুম কম হলে সারাদিনটা কষ্ট হয়। মানসিকভাবে ক্লান্তিবোধ তৈরি হয়। ঘুম স্বাস্থ্য়ের জন্য অত্যন্ত উপকারী। স্বাস্থ্যের জন্য যতটা গুরুত্বের, জ্যোতিষশাস্ত্রেও রয়েছে সমান অপরিহার্য।
জ্যোতিষ ও বাস্তুমতে, ঘুমের মধ্যেও ভাগ্যের চাকা খুলে যেতে পারে। ধন-সম্পদ ও সমৃদ্ধি আকর্ষণের জন্য ঘুমের রয়েছে অনেক অবদান। রাতে শোওয়ার সময় বিছানার নীচে বেশ কিছু জিনিস রাখলে চুম্বকের মতো অর্থ বা টাকা-পয়সা আসতে থাকে। দূর হয়ে যায় সব দুঃখ-কষ্ট বা আর্থিকলাভ। দীর্ঘ সময় ধরে আর্থিক সঙ্কট বা আর্থিক ক্ষতির সামনাসামনি হলে রাতে বিছানার পাশে এক গ্লাস দুধ রেখে ঘুমাতে যেতে পারেন। পরের দিন সকালবেলায় বাবলা বা কাঁটাযুক্ত গাছে সেই দুধ নিবেদন করে দিলে ফল লাভ করবেন। এই প্রতিকারটি টানা ৭টি রবিবার পালন করতে পারেন। অর্থনৈতিক দিক থেকে উন্নতি যেমন ঘটবে তেমনি পকেটও ভরাট থাকবে সারাবছর।
রাতে হঠাৎ ঘুম থেকে জেগে উঠলে বা দুঃস্বপ্ন দেখলে লোহার ছুরি বা অন্য কোনও ধারালো লোহার বস্তু বালিশের নীচে রেখে ঘুমাতে পারেন। তাতে দুঃস্বপ্নগুলি কেটে যেতে পারে। ঘুমের কোনও ব্যাঘাত ঘটবে না। সারাদিন থাকবেন ফুরফুরে ও সক্রিয়। বিভিন্ন রোগভোগ থেকে মুক্তি পেতে ঘরের পূর্ব দিকে মাথা রেখে ঘুমাতে পারেন। এছাড়া বালিশের নিচে একটি মুদ্রাও রাখতে পারেন। এছাড়াও শোওয়ার ঘরে কাঁচের বাটিতে রক সল্ট বা বিটলবণ রাখতে পারেন। প্রতি সপ্তাহে পাত্রে লবণ পরিবর্তন করলে সঠিক ফলাফল পেতে পারেন।
যদি ঘরে নেতিবাচকতা শক্তির আনাগোনা বেশি থাকে, মনের মধ্যে শুধুই নেগেটিভ চিন্তা ঘুরে বেড়ায়, তাহলে রাতে শোওয়ার আগে বালিশের তলায় রাখুন এক কোয়া রসুন। রসুনের তীব্র ঝাঁঝালো গন্ধে সবরকম বিরক্তি ও নেগেটিভিটি দূরে চলে যায়। এছাড়া ঘুমও ভালো হয় তাতে। রাশিতে রাহু দোষ থাকলে রাতে বালিশের নীচে রাখুন এক মুঠো মৌরি। এই প্রতিকার মেনে চললে রাহুর অশুভ প্রভাব থেকে রক্ষা পাওয়া খুব সহজ হয়ে যায়। দুঃস্বপ্নও কেটে যায় দ্রুত। ঘুম ভালো হলে মানসিক স্বাস্থ্যও থাকে সুস্থ। বাস্তুমতে, ঘুমনোর সময় বালিশের নীচে সবুজ এলাচ রাখাও খুব ভালো বলে মনে করা হয়। এই প্রতিকারে শুভ ফল পাবেন হাতেনাতে। এছাড়া এই প্রতিকার মেনে চললে রাতের ঘুম হয় গভীর।