Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

হালখাতা আসার আগেই জেনে নিন কোন দিকে টাকার বাক্স রাখলে হবে লক্ষ্মী লাভ

Vastu Tips: হার্ড ক্যাশ,মানি ওয়ালেট বা অন্য কোনও মূল্যবান সম্পদই হোক না কেন, বাস্তু অনুসারে আপনার টাকা কোথায় রাখবেন সে সম্পর্কে কিছু দরকারি টিপস দেওয়া হল এখানে। তাতে ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে হু হু করে।

হালখাতা আসার আগেই জেনে নিন কোন দিকে টাকার বাক্স রাখলে হবে লক্ষ্মী লাভ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 23, 2025 | 5:28 PM

বাস্তুমতে ঘর সাজানোয় অনেকেই বিশ্বাসী। আপনিও যদি করে থাকেন, তাহলে সম্পদের সঙ্গে যুক্ত কিছু দরকারি টিপস জেনে রাখুন। আর্থিক উন্নতি ঘটাতে, ব্যবসায় সাফল্য আনতে, ঘরে সমৃদ্ধি বয়ে আনতে অধিকাংশ জায়গায় বাস্তুনিয়ম মেনে চলা হয়। হার্ড ক্যাশ,মানি ওয়ালেট বা অন্য কোনও মূল্যবান সম্পদই হোক না কেন, বাস্তু অনুসারে আপনার টাকা কোথায় রাখবেন সে সম্পর্কে কিছু দরকারি টিপস দেওয়া হল এখানে। তাতে ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে হু হু করে।

ওয়ালেট কোন দিকে রাখবেন

– উত্তর দিককে সম্পদ ও ধন-সম্পদের দেবতা ভগবান কুবেরের দিক বলে মনে করা হয়। বাস্তু অনুসারে ক্যাশ বাক্সে মূল্যবান জিনিসগুলি রাখবেন তা সর্বদা উত্তর দিকে রাখা উচিত। এতে সৌভাগ্য ফিরিয়ে দিতে পারে ও সম্পদ দ্বিগুণ করবে বলে বিশ্বাস করা হয়।

টাকার বাক্স কোথায় রাখবেন?

– টাকা রাখার বক্স বা আলমারি সবসময় উত্তর দিকে রাখা উচিত, তবে বক্সের দরজা কখনওই দক্ষিণমুখী হওয়া উচিত নয়। মনে করা হয় যে দেবী লক্ষ্মী, সম্পদের দেবী দক্ষিণ থেকে ভ্রমণ করেন ও উত্তরে বসতি স্থাপন করেন। এই বাস্তু টিপস অনুসরণ করা সৌভাগ্য ও সমৃদ্ধি আনতেও বলা হয়।

সবুজ উদ্ভিদ বা জল কোনদিকে রাখবেন

সবুজ উদ্ভিদ বা গাছগাছালি শুধুমাত্র ইতিবাচক শক্তি বয়ে আনে তাই নয়, মন শান্ত করতেও সাহায্য করে। বাস্তু নিয়ম মেনে চললে গাছ বাড়ার সঙ্গে অর্থ ও ব্যবসার ফলাফলের বৃদ্ধি দেখতে শক্তিকে শোষণ করে। বাস্তু অনুসারে জল হল সম্পদের প্রতীক। ঘরের কোথাও বসার কাছাকাছি পরিষ্কার জায়গায় রেখে দিন। ডেস্কটপ স্ক্রিনে ওয়াটারফল বা ঝর্নার ছবি সেট করতে পারেন।

কোন দিকে মূল্যবান জিনিস রাখবেন না

ঘরের চার কোনায় আপনার টাকা রাখা এড়িয়ে চলুন। বিশেষ করে উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম কোণে একেবারেই নয়। সেফ জোনের জন্য উত্তরের দিকে উন্মুক্ত করা ভাল। যদি সম্ভব হয়, দক্ষিণ কোণ ও এলাকাগুলি সম্পূর্ণরূপে এড়িয়ে চলুন। এই দিকে রাখলে দুর্ভাগ্য বয়ে নিয়ে আসে ও বিশ্বাস করা হয় সম্পদ, টাকাপয়সা জলের মতো খরচ হয়ে যেতে পারে।

ডেস্কে কখনও খাবেন না

শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার ক্ষেত্রেই নয়, বিশেষজ্ঞরা কারও ডেস্কে খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন। এটি স্বাস্থ্য ও ব্যবসার কার্যকারিতার উপর নেতিবাচক প্রভাব ফেলে বলে জানা গিয়েছে। সর্বশক্তিমানের ভাল স্পন্দন ও আশীর্বাদ আকর্ষণ করার জন্য কর্মক্ষেত্রের ডেস্ককে সুন্দর করে সাজিয়ে রাখা উচিত।