Vastu Tips: চিরতরে বাস্তুদোষ ও অর্থ সঙ্কট থেকে মুক্তি পেতে ঘরে রাখুন এই ছোট্ট সস্তার জিনিস, সুখ-সমৃদ্ধির

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Sep 09, 2023 | 9:13 AM

Vastu Tips for Home: কর্পূর ঘরের বাস্তু দোষও দূর করে, জানেন? সুখ-শান্তি, সুখ-সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পেতেও সাহায্য করে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে নিয়মিত কর্পূর পোড়ালে আর্থিক সমস্যাও দূর হতে পারে।

Vastu Tips: চিরতরে বাস্তুদোষ ও অর্থ সঙ্কট থেকে মুক্তি পেতে ঘরে রাখুন এই ছোট্ট সস্তার জিনিস, সুখ-সমৃদ্ধির

Follow Us

হিন্দুদের (Hinduism) যে কোনও শুভ কাজে কর্পূরের (camphor) ব্যবহার ও গুরুত্ব অপরিসীম। পুজো (Hindu Puja) ও শুভকাজে এমন বহু জিনিস রয়েছে, যেগুলি না থাকলে তা অসম্পূর্ণ থেকে যায়। তার মধ্যে কর্পূর অন্যতম। পুজোয় আরতির সময় কর্পূর জ্বালিয়ে আরতি করার নিয়ম রয়েছে। শুভকাজে কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ কাজ বলে মনে করা হয়। পুজো সার্থক ও সফল বলেও মানা হয়। বাস্তুশাস্ত্র অনুসারে কর্পূর ঘরের পরিবেশকে পরিশুদ্ধ করে তোলে। কর্পূর ঘরে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তিকে পরাস্ত করে বাইরে বের করে দেয়। প্রবেশ করে ইতিবাচক প্রভাব। কর্পূর ঘরের বাস্তু দোষও দূর করে, জানেন? সুখ-শান্তি, সুখ-সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পেতেও সাহায্য করে। বাস্তুশাস্ত্র অনুসারে ঘরে নিয়মিত কর্পূর পোড়ালে আর্থিক সমস্যাও দূর হতে পারে। ঘরে কখনও টাকার অভাব হয় না। বাস্তুমতে, ঘরে সব সমস্যা দূর করতে কর্পূর কীভাবে ব্যবহার করবেন, কোন কর্পূর প্রতিকার গ্রহণ করা উচিত তা জানাও গুরুত্বপূর্ণ।

১. জ্যোতিষীদের মতে, যদি আর্থিক সঙ্কটের সঙ্গে লড়াই করে থাকেন তবে অর্থ পেতে একটি গোলাপ ফুলের মধ্যে এক টুকরো কর্পূর রেখে দিন। সন্ধ্যের সময়য়, ওই ফুল পুড়িয়ে দেবী দুর্গাকে নিবেদন করুন। তাতে ভীষণ উপকার পেতে পারেন।

২. ঠাকুরঘরে কর্পূর রাখা শুভ বলে মনে করা হয়। পুজোর ঘরে কর্পূর রাখলে শক্তি সঞ্চারিত হয়, ঘরের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন হয়, নেতিবাচক শক্তি দূরে চলে যায়। তাতে বাড়ির সদস্যদের মানসিক প্রশান্তি আসে।

৩. যদি আপনার বাড়িতে আশীর্বাদ থাকতে চান, তাহলে রাতে ঘুমানোর আগে একটি রূপার পাত্রে চার-পাঁচটি লবঙ্গ এবং এক-দুটি কর্পূর জ্বালিয়ে দিন। এতে ঘরে সুখ-শান্তি থাকবে, অর্থ-শস্যের অভাব হবে না। কর্পূরের এই প্রতিকারটি কয়েকদিন চেষ্টা করুন।

৪. যদি আপনি প্রতিদিন সকালে স্নান করে পুজো করেন তবে অবশ্যই একটি কর্পূর জ্বালানো উচিত। ঘরের পরিবেশ বিশুদ্ধ করার পাশাপাশি অনেক সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। শুধু তাই নয়, ঘিয়ের মধ্যে কর্পূর জ্বালিয়ে রাখলে ঘরে সমৃদ্ধি আসে ও উন্নতির পথও খুলে যায়।

৫. এছাড়া আপনি যদি প্রতিদিন সকালে বাড়ির মূল প্রবেশদ্বারে কর্পূর পোড়ান তবে বাড়ির ভিতরে ইতিবাচক শক্তি প্রবেশ করে। যদি ঘরে কোনও অশান্তি ও সমস্যা না থাকে ও শান্তি বিরাজ করে, তাহলে শোওয়ার ঘরে কর্পূরের টুকরো রেখে দিতে পারেন। এমনটা করা হলে, কোনও বাধা ছাড়াই রাতে ভাল ও গভীর ঘুমাতে পারেন। ঘরে কর্পূর রাখলে বিবাহিত জীবনে সুখ আসে ও সম্পর্ক মজবুত থাকে।

৬. জীবনে আর্থিক সমস্যার সম্মুখীন হলে কর্পূরের প্রতিকারের চেষ্টা করুন। এক টুকরো কর্পূর ঘরের আলমারিতে রেখে দিন। কোনও অপ্রয়োজনীয় খরচ হবে না তাতে। এছাড়া পার্স বা পকেটে কর্পূর রাখতে পারেন। তাতেও লাভ হবে, অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে শুরু করবে। অর্থের আগমনের পথ খুলতে পারে।

Next Article