
শিশু থেকে বুড়ো, শীতকালে তুলসী পাতার রস খেলে শরীর থাকে চাঙ্গা ও রোগমুক্ত। আয়ুর্বেদিক ক্ষেত্রে তুলসী পাতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য উপাদান হিসেবে গণ্য করা হয়। তবে শুধু আয়ুর্বেদিক উপাদান হিসেবেই নয়, তুলসী গাছ সবচেয়ে বেশি অ্যান্টি-ভাইরাল ভেষজগুলির মধ্যে অন্যতম বলে মনে করা হয়। হিন্দুধর্মে মনে করা হয়, রোজ সকাল-সন্ধ্যের সময় তুলসী গাছের পুজো করা হলে বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া সম্ভব হয়। তবে নানা কারণে শীতের সময় তুলসী গাছের পাতা শুকিয়ে কাঠ হয়ে যায়। পাতা ঝরে গিয়েশুকনো তুলসী গাছে পরিণত হয়। কিন্তু বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাওয়াও ঠিক নয়। তবে চিন্তার কিছু নেই, শীতকালেও চিরসবুজ থাকবে তুলসী গাছ, সেই টিপস দেওয়া রইল এখানে…
শীতে রুক্ষ আবহাওয়ায় তুলসী গাছকে কীভাবে রক্ষা করবেন
-শীত মৌসুমে যদি তুলসী গাছ শুকিয়ে যেতে শুরু করলে পাত্রে মাটির সঙ্গে বালি মিশিয়ে দিন। পাত্রটি যেন খুব ছোট না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পাত্রের নিচ থেকে জল নিষ্কাশনের জন্য আরও জায়গা থাকা উচিত। শীতকালে গাছের শিকড় খুব বেশি ভেজা রাখলে গাছের ক্ষতি হতে পারে।
-শীতকালে তুলসী গাছে জল দিন, যখন সেই গাছের মাটির আর্দ্রতা কম থাকে। শীতের আবহাওয়ায় অতিরিক্ত জল দেওয়ার কারণে গাছ শুকিয়ে যেতে পারে গাছ।
-তুলসী গাছে ছত্রাক সংক্রমণের ঝুঁকি রয়েছে প্রবল। গাছে ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করতে নিম বীজের গুঁড়ো স্প্রে করুন। এর জন্য নিম পাতার সাহায্যও নিতে পারেন।
-শীতের সময় শিশিরের কারণে তুলসী গাছ শুকিয়ে যেতে পারে, তাই এই ঋতুতে তুলসী গাছটিকে একটি পরিষ্কার লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন। চাইলে বাড়ির ভিতরেও রাখতে পারেন, তাতে গাছ থাকবে চিরসবুজ ও সুরক্ষিত।