Tulsi Pujan Day 2023: আরও বিশেষ হতে চলেছে বড়দিন! তুলসী পুজো দিবসের গুরুত্ব ও নিয়ম জানা আছে?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Dec 24, 2023 | 7:30 AM

Tulsi Puja Rules: তুলসী পূজা দিবসের অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এটি দেবী তুলসী পুজোর একটি পবিত্র দিন। এ দিনে, অনেকেই পুজো করার আগে নতুন তুলসী গাছ লাগাতে পারেন। আবার কেউ কেউ নিজের বাড়িতে স্থাপন করা গাছের পুজো করতে পারেন।  এছাড়া তুলসী পুজো করা হলে পরিবারে ধন, সমৃদ্ধি ও সুখ বয়ে নিয়ে আসে।

Tulsi Pujan Day 2023: আরও বিশেষ হতে চলেছে বড়দিন! তুলসী পুজো দিবসের গুরুত্ব ও নিয়ম জানা আছে?

Follow Us

সনাতন হিন্দু ধর্মে তুলসী পুজোকে অত্যন্ত পবিত্র ও শুভ বলে মনে করা হয়। অনেকে তুলসী গাছে জল নিবেদন করে প্রার্থণা করে তবেই দিন শুরু করেন। চলতি বছর তুলসী পুজোর দিন পালিত হবে আগামী ২৫ ডিসেম্বর। মনে করা হয় যে জ্যোতিষ শাস্ত্র অনুসারে, দেবী লক্ষ্মী তুলসীতে অবস্থান করে থাকেন। তুলসীকে পুজো করলে সুখ ও সমৃদ্ধির আশীর্বাদ বর্ষিত হয়। আর যদি জীবনভর সুখ ও শান্তি চান, তাহলে অবশ্যই তুলসীর পুজো করা উচিত।

তুলসী পুজোর নিয়ম

সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হওয়া খুবই জরুরি।

তুলসী গাছকে জল নিবেদন করা হয় এরপর।

সিঁদুর ও তেল দিয়ে কপালে তিলক আঁকতে পারেন।

এরপর তুলসী মঞ্চের সামনে বা গাছের নীচের ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত।

ফল এবং মিষ্টি নৈবেদ্য সাজিয়ে রাখুন। বিশেষ করে বাতাসা ও মিষ্টি রাখতে পারেন।

তুলসী স্তোত্র পাঠ করুন।

সবশেষে আরতির মাধ্যমে তুলসী পুজো শেষ করুন। এছাড়া তুলসী বীজের মালা পরতে পারেন। তাতে শুভ ফল পেতে পারেন।

তুলসী পুজোর গুরুত্ব

তুলসী পূজা দিবসের অনেক ধর্মীয় তাৎপর্য রয়েছে। এটি দেবী তুলসী পুজোর একটি পবিত্র দিন। এ দিনে, অনেকেই পুজো করার আগে নতুন তুলসী গাছ লাগাতে পারেন। আবার কেউ কেউ নিজের বাড়িতে স্থাপন করা গাছের পুজো করতে পারেন।  এছাড়া তুলসী পুজো করা হলে পরিবারে ধন, সমৃদ্ধি ও সুখ বয়ে নিয়ে আসে। হিন্দুধর্মে তুলসীকে লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই অনেকেই তুলসীকে হরি প্রিয়াও বলে থাকেন। তাই এদিন তুলসী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোন তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।

Next Article