Vastu: সাদা অপরাজিতা গাছের শিকড় আটকে দিতে পারে ডিভোর্স! ফকির থেকে একলাফে বানাতে পারে রাজাও

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Oct 03, 2022 | 7:15 AM

White Aparajita Flower: বাস্তুশাস্ত্রে এমন অনেক গাছের কথা বলা হয়েছে, যে গাছগুলি বাড়িতে লাগালে গৃহে ইতিবাচক শক্তির প্রবাহ শুরু হয়। জীবনে সমৃদ্ধি আনতে গাছগুলির প্রভাব বিস্তর। এমনই একটি গাছ হল অপরাজিতা। বিশেষ করে সাদা অপরাজিতা গাছের মূলের আশ্চর্য গুণ সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন।

Vastu: সাদা অপরাজিতা গাছের শিকড় আটকে দিতে পারে ডিভোর্স! ফকির থেকে একলাফে বানাতে পারে রাজাও

Follow Us

অপরাজিতা ফুল আমরা সকলেই চিনি। সাদা এবং গাঢ় নীল বর্ণের অপরাজিতা পুষ্প দর্শনেও অতীব শান্তি লাভ হয়। নীল অপরাজিতাকে নীলকণ্ঠ ফুলও বলা হয়। সংস্কৃতে অপরাজিতা উদ্ভিদকে বলা হয় বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুকান্ত, গিরিকর্ণি, অশ্বখুরা। দুই ধরনের অপরাজিতাই হিন্দুধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। মনে করা হয় অপরাজিতা গাছ গৃহে অত্যন্ত ইতিবাচক শক্তির প্রবাহ নিয়ে আসতে সক্ষম। এমনকী এই গাছ বাড়িতে থাকলে তা পরিবারের সদস্যদের মানসিক অশান্তি দূরে করে শান্তি আনে। এছাড়া বাড়িতে অর্থনৈতিক সংকট থাকলে তা দূরে চলে যায়। গৃহে সম্পদের প্রবাহও বজায় থাকে। সাদা রঙের উদ্ভিদ ধনলক্ষ্মীকে আকর্ষণ করে।

ঘরে অপরাজিতা গাছ লাগালে গৃহস্বামী যে কোনও ধরনের ঝামেলা থেকে মুক্ত হতে পারেন। এমনকী গৃহে খাদ্যশস্যেরও অভাব হয় না। অন্যদিকে নীল অপরাজিতা একদিকে যেমন গৃহের সৌন্দর্য বাড়ায় তেমনই গাছটি সম্পদ এবং লক্ষ্মীদেবীকেও আকর্ষণ করে। এছাড়া মনে করা হয় নীল অপরাজিতা ঘরে লাগালে পরিবারের সদস্যদের বুদ্ধি বাড়ে! মনে করা হয়, নীল অপরাজিতা ফুল ভগবান বিষ্ণুকে নিবেদন করলে সবধরনের জীবনযুদ্ধে জয়লাভ করেন ভক্ত। এছাড়াও শনিদেবকে নীল অপরাজিতা ফুল অর্পণ করলে শনির সাড়েসাতি বা মহাদশার কারণে হওয়া বিবিধ ভোগান্তি থেকেও মুক্তি পান ভক্ত।

তবে আমরা আজ কথা বলব সাদা অপারজিতা গাছের মূল নিয়ে। বাস্তুশাস্ত্রবিশারদদের মতে, চন্দ্রগ্রহণের দিন সাদা অপরাজিতা ফুলের মূল গৃহে নিয়ে এসে বিশেষ পদ্ধতিতে ব্যবহার করলে গৃহস্বামীর উন্নতি হয়। বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, সাদা অপরাজিতা ফুল নিয়ে এসে তা ভালো করে পরিষ্কার করে একটি লাল কাপড়ের মধ্যে মুড়ে শিবের মূর্তির সামনে রেখে পুজো করার পর ওই মূল বাহু বা কোমরে ধারণ করলে তা জীবনে শুভ ফল প্রদান করে।

এছাড়া ওই পুজো করা শিকড় মানিব্যাগের মধ্যে রাখলে পাওনা অর্থ ফেরত পাওয়া যায়। চাকরিতে উন্নতি হয়। আটকে থাকা প্রমোশন মেলে। এমনকী এই শিকড় ধারণ করলে অসুখে আক্রান্ত ব্যক্তিও ব্যাধিমুক্ত হন। বিশেষ করে যাঁদের বাড়িতে শয্যাশায়ী মানুষ আছে, দীর্ঘ চিকিৎসার সুস্থ হচ্ছেন না, তাঁরা শরীরে অবশ্যই এই সাদা অপরাজিতা ফুলের শিকড় বেঁধে নিন। রোগব্যাধি দ্রুত দূর হবে।

এছাড়া যাদের সংসারে নিত্য অশান্তি লেগে থাকে বা পরিবারে সদস্যদের মধ্যে বনিবনার সমস্যা হয়— সেই পরিবারের প্রত্যেকের উচিত অপরাজিতা গাছের শিকড় শরীরে ধারণ করা। এছাড়া বহু পরিবারে দাম্পত্যকলহের কারণে বিচ্ছেদের মতো পরিস্থিতি তৈরি হয়। এই ধরনের মধ্যে দাম্পত্যকলহ মেটাতে স্বামী ও স্ত্রী উভয়ের শরীরে সাদা অপরাজিতা ফুল গাছের মূল শরীরে ধারণ করা। এর ফলে সম্পর্কের উন্নতি ঘটবে। এতএব আর দেরি না করে অবশ্যই সাদা অপরাজিতা গাছ বাড়িতে লাগান ও এই গাছের শিকড় শরীরে ধারণ করুন।

Next Article