
নতুন বছর মানেই নয়া আশা। নতুন বছর মানেই অফুরন্ত আনন্দ। আগামী দিনগুলিকে নিজের মতো করে সাজিয়ে, প্ল্যান করে কাজ করার প্রচেষ্টা, নতুন কিছু ভাবনার প্রতিফলন। নতুন বছরের দিশা সকলের জন্য। অবারিত। সকলের জন্য আনন্দ বয়ে নিয়ে আসে। আর সেইসব আর মাত্র কয়েকটি দিন বাকি। তারপরেই নতুন উদ্যম, নয়া কাজ, নয়া প্ল্যান করার পালা। নতুন কিছু করার মনোবাসনাও জপে নেন অনেকে। আবার অনেকে সৌভাগ্য ফেরাতে ও নতুন বছর ভাল কাটাতে বাড়িতে পুজোর আয়োজন করে থাকেন।
নতুন বছরের শুরুতে ঘরের অন্দরসজ্জা বদলে ফেলেন। পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে গোটা বাড়ি সাজানোর চেষ্টা করেন অনেকে। মনে করা হয়, নতুন বছরের প্রথম দিনে ঘর পরিষ্কার রাখলে সারা বছর ঘরে দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়। ঘরের মধ্যে নতুন করে শোভা পায় নতুন বছরের সুন্দর সুন্দর ক্যালেন্ডার। বছরের প্রতিটি উত্সবের তারিখ জানার পাশাপাশি মাসের গুরুত্বপূর্ণ দিনগুলিকে চিহ্নিত করা, সবকিছুই এই সময়ে করা হলে তা শুভ বলে মনে করা হয়। সমস্ত বাড়ি থেকে পুরনো ক্যালেন্ডারগুলি সরিয়ে নতুন ক্যালেন্ডার স্থাপন করা হয়। সৌভাগ্য ফেরাতে বাস্তুমতে ক্যালেন্ডার রাখারও রয়েছে নির্দিষ্ট একটি দিক। সেই নিয়ম পালন না করলে ফিরে আসতে পারে নিত্য নতুন চ্যালেঞ্জ।
ঘরে নববর্ষের ক্যালেন্ডার রাখার আগে পুরনো ক্যালেন্ডার সরিয়ে ফেলুন। এর পরেই দেওয়ালে নতুন সালের একটি নতুন ক্যালেন্ডার লাগান। বাস্তু অনুসারে, বাড়িতে পুরনো ক্যালেন্ডার রাখলে জীবনের উন্নতি থমকে যেতে পারে।
বাস্তু অনুসারে, নববর্ষের ক্যালেন্ডার শুধুমাত্র বাড়ির উত্তর-পশ্চিম বা পূর্ব দেওয়ালে রাখা উচিত। ভুল করেও ক্যালেন্ডার দক্ষিণ দিকে রাখবেন না। তাতে গৃহকর্তার স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব পড়ে।
বাড়িতে ছবি-সহ একটি ক্যালেন্ডার রাখেন, তাহলে তা ক্যালেন্ডারে থাকা ছবি যেন ইতিবাচকতার বার্তা দেয়। হিংস্র প্রাণী, দুঃখী মুখ বা নেতিবাচক ছবি-সহ ক্যালেন্ডার কখনওই ঘরে রাখা উচিত নয়।
বাস্তু মতে, ভুল করেও বাড়ির সদর দরজায় ক্যালেন্ডার লাগাবেন না। তাতে জীবনের অগ্রগতির পথে বাধা হতে পারে।
দরজার পিছনে নববর্ষের ক্যালেন্ডার রাখবেন না। খুবই অশুভ লক্ষণ। ক্যালেন্ডার সবসময় সঠিক দিকে রাখাই উচিত।