বাস্তু মতে বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলো আর্থিক উন্নতির পথে প্রবল বাধা হয়ে দাঁড়ায়। আর সেগুলিকে সময়মতো দূর করতে না পারলে জীবনে নেমে আসে অভাব-অনটন।
অনেক সময় তাড়াহুড়ো করে ঘরের নিচের অংশ পরিষ্কার করা হলেও ছাদ বা উপরের অংশ ঠিকমতো পরিষ্কার করা হয় না, যার কারণে মাকড়সা সেখানে বাসা করে। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতার দিক থেকে নয়, বাস্তুশাস্ত্র (Vastu Shastra) অনুসারে বাড়িতে মাকড়সার জাল খুব অশুভ বলে মনে করা হয়। মাকড়সার জালের (Spiderweb) গঠন এমন যে তাদের মধ্যে নেতিবাচক শক্তি জমা হয়। এর ফলে বাড়ির বাকি অংশেও নেতিবাচকতা ছড়িয়ে পড়ে। মাকড়সার জালে অসংখ্য অণুজীব বাস করে, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। শাস্ত্রমতে মাকড়সার জাল আপনার ঘরে রাহুর প্রতিনিধিত্ব করে। এই জাল যত বাড়বে, বাড়িতে সমস্যাও বাড়বে।
মাকড়সার জাল ছাড়াও গৃহে শান্তির পরিবেশ বজায় রাখতে কী কী করবেন না, তা জেনে নিন…
– ছাদে যদি কোনও বিম থাকে, তাহলে সরাসরি কখনও বিমের নিচে শোবেন না। বিমের নিচে শোওয়ার অভ্যাস আপনার জীবনে অশুভ শক্তিকে ডেকে আনবে। য
– চেষ্টা করুন খাওয়ার সময় পরিবারের কোনও সদস্যের সঙ্গে মনোমালিন্য না করতে। বাস্তুমতে এটা অত্যন্ত ক্ষতিকর।
– পুজোর ঘরে একই ‘ঈশ্বরে’র মুর্তি ও ছবি রাখবেন না। বিশেষ করে মুখোমুখি তো কখনোই নয়। বাস্তুমতে একে অত্যন্ত অশুভ বলে বিবেচনা করা হয়।
– পুজোর ঘরে কোনও দামি জিনিস লুকিয়ে রাখবেন না।
– পুজোর ঘরে সব সময় একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন। এই আলো আপনার ঘর থেকে যাবতীয় অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখবে। সঙ্গে দিনে দু-বার করে মঙ্গলশঙ্খ বাজান।
– যে কোনও বাস্তুদোষ পরিবারের প্রধান সদস্যের জন্য সবচেয়ে ক্ষতিকর। তাই পরিবারের প্রধানের সপ্তমুখী রুদ্রাক্ষ ধারণ করা উচিত। এতে তাঁর স্বাস্থ্য-শান্তি বজায় থাকবে।
আরও পড়ুন: Vastu Tips: ঘড়িতেই লুকিয়ে রয়েছে আপনার সৌভাগ্য! দেওয়াল ঘড়ি কোথায় রাখলে ফিরে পাবেন সম্পতি?
Disclaimer: এখানে উপলব্ধ তথ্য শুধুমাত্র বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে টিভিনাইন বাংলা কোনও বিশ্বাস বা তথ্য নিশ্চিত করে না। কোন তথ্য বা বিশ্বাস অনুশীলন করার আগে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন।