AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Water Manifestation: তন্ত্রমন্ত্র কিচ্ছু না, এক গ্লাস জলেই হবে স্বপ্নপূরণ! সকালে জাস্ট এই কাজটা করুন

আধ্যাত্মিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই পদ্ধতিতে জলকে একটি শক্তিশালী আধার বা 'প্রোগ্রামিং মিডিয়াম' হিসেবে ব্যবহার করা হয়। যার সাহায্যে ম্য়ানিফেস্টেশন করা হয় মনের মধ্যে লুকিয়ে থাকা ইচ্ছাকে। ম্যানিফেস্টেশন থিয়োরি অনুযায়ী, জল মানুষের ভাবনা, অনুভূতি এবং ইতিবাচক চিন্তাকে (Affirmations) ধারণ করতে পারে।

Water Manifestation: তন্ত্রমন্ত্র কিচ্ছু না, এক গ্লাস জলেই হবে স্বপ্নপূরণ! সকালে জাস্ট এই কাজটা করুন
| Updated on: Dec 17, 2025 | 5:48 PM
Share

ইদানিং জ্যোতিষশাস্ত্রে নতুন সংযোজন ‘ওয়াটার ম্যানিফেস্টেশন’ বা ‘জলের সাহায্যে ইচ্ছাপূরণ’ নামে এক প্রাচীন-আধুনিক পদ্ধতি নতুন করে জনপ্রিয়তা লাভ করছে। আধ্যাত্মিক বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা এই পদ্ধতিতে জলকে একটি শক্তিশালী আধার বা ‘প্রোগ্রামিং মিডিয়াম’ হিসেবে ব্যবহার করা হয়। যার সাহায্যে ম্য়ানিফেস্টেশন করা হয় মনের মধ্যে লুকিয়ে থাকা ইচ্ছাকে। ম্যানিফেস্টেশন থিয়োরি অনুযায়ী, জল মানুষের ভাবনা, অনুভূতি এবং ইতিবাচক চিন্তাকে (Affirmations) ধারণ করতে পারে। আর সেই কারণেই এই ধরনের ক্রিয়াতে জলকে মূল উপাদান হিসেবে ব্যবহার করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যানিফেস্টশন বিশেষজ্ঞ ইমোটোর মত অনুযায়ী, মানব শরীরের প্রায় ৭০% জলীয় উপাদান এই শক্তি দ্বারা সহজেই প্রভাবিত হয়। এই পদ্ধতিতে, জলকে আধার করে ভালবাসা, সফল কেরিয়ার, সুস্বাস্থ্য বা অন্য কোনও নির্দিষ্ট ইতিবাচক ভাবনাকে আটক করা হয়। আর বিশেষ পদ্ধতির মধ্যে দিয়ে তা ম্য়ানিফেস্ট করা হয় বা ইচ্ছাপূরণকে পথ দেখানো হয়। অন্তত, ওয়াটার ম্যানিফেস্টেশন থিয়োরি তেমনটাই বলছে।

কীভাবে করবেন এই ‘ওয়াটার ম্যানিফেস্টেশন’

১. একটি পরিষ্কার কাচের গ্লাস বা বোতলে পানীয় জল নিন। ঠিক করে নিন কী চাইছেন আপনি।

২.জলের গ্লাসটি হাতে ধরে চোখ বন্ধ করে ইচ্ছেটা মনে মনে বলতে থাকুন। মনস্কামনাটি যেন পূরণ হয়ে গেছে—সেই ইতিবাচক ভাবনাটি মনে মনে অনুভব করুন। ৩. এরপর মনে মনে আর নয়, জোরে জোরে বলুন আপনার ইচ্ছাটি (যেমন: “আমি সুস্থ ও প্রাণবন্ত” বা “আমার জীবনে নতুন সুযোগ আসছে”) বারবার বলুন। ৪. প্রতিটি চুমুকে কল্পনা করুন যে আপনার সংকল্প জলের সঙ্গে মিশে শরীরের ভেতরে প্রবেশ করছে এবং আপনার বিশ্বাসকে দৃঢ় করছে। ৫. চটজলদি ফল পেতে প্রতিদিন বা নির্দিষ্ট সময় ধরে এই প্রক্রিয়াটিকে অভ্যাস হিসেবে নিয়মিত চর্চা করুন।

‘ওয়াটার ম্যানিফেস্টেশন’-এর কার্যকারিতার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যা অবশ্য় নেই। তবুও মনস্তাত্ত্বিক বিশেষজ্ঞদের একাংশ মনে করেন—ইতিবাচক চিন্তা, মনোযোগ এবং সংকল্পের উপর নিয়মিত মনোনিবেশ করার ফলে এটি মানসিক স্থিতাবস্থা তৈরি করতে, আত্মবিশ্বাস বাড়াতে এবং লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় কর্মপ্রেরণা যোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই ‘ওয়াটার ম্যানিফেস্টেশন’।