
চোখ কাঁপা, বিশেষ করে বাঁ চোখের কাঁপন, প্রাচীনকাল থেকেই এক রহস্যজনক ও অদ্ভুত অনুভূতি হিসেবে গণ্য হয়। অনেক সময় এটি সাধারণ শারীরিক কারণে হয়ে থাকে—যেমন চোখে চাপ পড়া, ঘুমের ঘাটতি বা স্নায়বিক সমস্যা। কিন্তু জ্যোতিষশাস্ত্রে চোখ কাঁপার পেছনে রয়েছে বিশেষ তাৎপর্য।
জ্যোতিষ মতে, বাঁ চোখ কাঁপা ভাল বা খারাপ — তা নির্ভর করে ব্যক্তির লিঙ্গ ও চোখের নির্দিষ্ট অংশের উপর। জ্যোতিষশাস্ত্র কী বলছে? চোখ কাঁপলে কী হয়?
পুরুষের বাঁ চোখ কাঁপা –
জ্যোতিষ মতে, যদি কোনও পুরুষের বাঁ চোখ কাঁপে, তাহলে সেটিকে অশুভ লক্ষণ হিসেবে ধরা হয়। এতে মনে করা হয়, শীঘ্রই কোনও খারাপ সংবাদ আসতে পারে, বা অপ্রত্যাশিত ঝামেলা দেখা দিতে পারে। পারিবারিক অশান্তি, মানসিক উদ্বেগ বা আর্থিক ক্ষতির ইঙ্গিতও হতে পারে।
নারীর বাঁ চোখ কাঁপা –
নারীদের ক্ষেত্রে ঠিক উল্টো ধারণা প্রচলিত। যদি কোনও নারীর বাঁ চোখ কাঁপে, তাহলে সেটিকে শুভ লক্ষণ হিসেবে ধরা হয়। এটি মনে করা হয় যে সুখবর আসতে চলেছে, যেমন—প্রেমে সাফল্য, অর্থাগমন, পরিবারে শুভ ঘটনা বা দীর্ঘ প্রতীক্ষিত কোনও ইচ্ছা পূরণ।
চোখের নির্দিষ্ট অংশ অনুযায়ী ব্যাখ্যা –
উপরের পাতা কাঁপা – আশা পূরণের সম্ভাবনা, নতুন সুযোগ আসা।
নিচের পাতা কাঁপা – মন খারাপের খবর, চোখের জল ফেলতে হতে পারে।
চোখের কোণ কাঁপা – অতীতের কেউ আবার জীবনে ফিরে আসতে পারে।
বৈজ্ঞানিক ব্যাখ্যা –
চোখ কাঁপার কারণ অনেক সময় ম্যাগনেশিয়ামের ঘাটতি, স্ট্রেস, ক্লান্তি বা ক্যাফেইন অতিরিক্ত গ্রহণ হতে পারে। তাই বারবার এমন ঘটনা ঘটলে চোখের ডাক্তার দেখানোও জরুরি।
যদিও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চোখ কাঁপার শুভাশুভ ব্যাখ্যা রয়েছে, তবু এটিকে জীবনের চূড়ান্ত ভবিষ্যদ্বাণী হিসেবে না নিয়ে, সতর্ক থাকা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখাই বুদ্ধিমানের কাজ।