
হস্তরেখার মতে, হাতের তালুতে উপস্থিত চিহ্ন ও রেখার সাহায্যে একজন ব্যক্তির ভবিষ্যত ও বর্তমান সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সম্ভব হয়। হাতের বিভিন্ন রেখার দিকে তাকালে ভবিষ্যতের আর্থিক অবস্থা, পারিবারিক জীবন, কেরিয়ার সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। হাতের তালুর দিকে তাকালে অনেক সময় রেখাগুলি এক একটি ইংরেজি অক্ষরের আকার দেখা যায়। এগুলি A থেকে Z পর্যন্ত যেকোনও অক্ষরের হতে পারে। হস্তরেখাবিদ্যা মতে, তালুতে A চিহ্ন থাকা খুব বিরল। সাধারণত এই চিহ্ন সবার হাতের তালুতে থাকে না । তবে যে ব্যক্তির তালুতে এই চিহ্ন দেখা যায়, তাহলে তিনি খুবই ভাগ্যবান হোন। তাঁর উপর ভগবানের বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। তালুতে A চিহ্নের অর্থ কী ও এই চিহ্ন থাকলে কী কী উপকার পাওয়া যায়, তা জেনে নিন এখানে…
হস্তশিল্পের মতে, যে ব্যক্তির হাতের তালুতে A চিহ্ন রয়েছে তারা খুব ভাগ্যবান হোন। কঠোর পরিশ্রম করে একটি ভাল ব্যবসা গড়ে তোলা এঁদের কাছে কোনও কঠিন কিছু নেই। এই ধরনের ব্যক্তির স্বভাব খুব মিশুকে হয়। সবাইকে নিয়ে চলতে ভালোবাসেন। পরিবারের সকলের চাহিদার পূর্ণ যত্ন নেন ও অত্যন্ত ধার্মিক।
যদি হাতের মাঝখানে A চিহ্ন তৈরি হয় তবে তা খুব শুভ। এই ধরনের ব্যক্তিরা সর্বদা অন্যকে সাহায্য করতে ও তাদের সমস্যাগুলি বুদ্ধিমানের সঙ্গে সমাধান করতে সদা প্রস্তুত থাকে। তারা যে কোনও কাজ পূর্ণ দৃঢ়তার সঙ্গে শেষ করেন ও তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পিছপা হয় না।
যদি হাতের তালুতে A-এর চিহ্ন তৈরি হয়, তাহলে এই ধরনের ব্যক্তির অনেক আত্মবিশ্বাস থাকে। সততার সঙ্গে কাজ সম্পন্ন করে থাকেন। মন খুব শান্ত থাকে, যার কারণে সে তার ভবিষ্যতকে শক্তিশালী করার জন্য কাজ করতে থাকে। অর্থ সংক্রান্ত সমস্যার সম্মুখীন হয় না ও খুব ভালভাবে ব্যবসা পরিচালনা করে থাকেন।
হাতের তালুতে A চিহ্ন থাকলে এই ব্যক্তিকে ব্যবসায় অংশীদার করা খুবই উপকারী। যে কোনও ব্যবসা পরিচালনা করা এদের কাছে কঠিন ব্যাপার নয়। ব্যাবসায় কখনও অংশীদারদের সঙ্গে প্রতারণা করেন না। এই ধরনের ব্যক্তিরা খুব বুদ্ধিমান হোন। তাই কখন, কোথায় ও কতটা কথা বলতে হয় তা তাঁরা জানেন। যে কোনও কাজ শেষ করেই তারপর তাঁরা শ্রান্ত হোন।
যে ব্যক্তির হাতের তালুতে এই চিহ্ন থাকলে সে হিসেব-নিকাশের ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী ও সম্পূর্ণরূপে তার পরিবার ও জীবনসঙ্গীর প্রতি নিবেদিতপ্রাণ। ধর্মের কাজে এগিয়ে থাকেন তাঁরা, দানশীল কাজে কখনও মনে করিয়ে দিতে হয় না।