জন্মদিনের পার্টিতে যাচ্ছেন। খালি হাতে যাবেন, তেমনটা তো হয় না। একখানা উপহার না নিয়ে গেলেই যেন নয়। যদি কোনও প্রিয়জনের জন্মদিনে যান, তা হলে আলাদা বিশেষ উপহার দিয়ে থাকেন অনেকেই। বন্ধুদের জন্মদিন হলে অনেকে একরকম উপহার দেন। আবার বাড়ির কারও জন্মদিন হলে আর এক উপহার বেছে নেন। হুট হাট যে কোনও গিফ্ট জন্মদিনে কাউকে না দিয়ে, তাঁর জন্মতারিখ অনুযায়ী যে উপহারটি ভালো সেটা দিতে পারেন। রাশিচক্র বা সংখ্যা অনুযায়ী যদি উপহার বাছেন, তা হলে যে ব্যক্তিতে আপনি জন্মদিনের উপহারটি দিচ্ছেন, তাঁর জীবনে সুখ ও শান্তি আসবে।
এক ঝলকে দেখে নিন জন্মতারিখ অনুযায়ী আপনার প্রিয়জনকে জন্মদিনে কোন কোন গিফ্ট দিতে পারেন —
১, ১০, ১৯ ও ২৮ তারিখে যাঁদের জন্মদিন, তাঁদের চামড়ার জিনিস যেমন – পার্স, বেল্ট, ঘড়ি উপহার দিতে পারেন।
২, ১১, ২০ ও ২৯ তারিখে যাঁদের জন্মদিন, তাঁদের জামাকাপড়, পেনড্রাইভ, গয়না উপহার দিতে পারেন।
৩, ১২, ২১ ও ৩০ তারিখে যাঁদের জন্মদিন, তাঁদের অনুপ্রেরণামূলক বই, পেন, পড়াশুনার সামগ্রি, মিষ্টি উপহার দেওয়া যেতে পারে।
৪, ১৩, ২২ ও ৩১ তারিখ যাঁদের জন্মদিন, তাঁদের আধুনিক শিল্পকলার ছবি, পাখি, মাছের ছবি গিফ্ট হিসেবে দিতে পারেন।
৫, ১৪ ও ২৩ তারিখে যাঁদের জন্মদিন, সেই সব ব্যক্তিদের ম্যানেজমেন্ট বা জ্যোতিষশাস্ত্রের বই, ফেংশুই সামগ্রী ও শোপিস উপহার দিতে পারেন।
৬, ১৫ ও ২৪ তারিখ যে ব্যক্তিদের জন্মদিন, তাঁদের পোশাক সামগ্রী, সুগন্ধি ও সাজগোজের সামগ্রী উপহার দিতে পারেন।
৭, ১৬ ও ২৫ তারিখ যে সকল মানুষের জন্ম, তাঁদের রহস্য-রোমাঞ্চকর বই, সিনেমার সিডি, চকলেট উপহার দিকে পারেন।
৮, ১৭ ও ২৬ তারিখ যাঁদের জন্মদিন, তাঁদের ইলেকট্রনিক গ্যাজেট, জুতো, ডার্ক চকলেট গিফ্ট দিতে পারেন।
৯, ১৮ ও ২৭ তারিখে যে ব্যক্তিদের জন্মদিন, তাঁদের লাল ফুল, ড্রাই ফ্রুটস, ব্যাটারি চালিত সামগ্রী উপহার হিসেবে দিতে পারেন।